22nd June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
![]() |
22nd June 2021 Current Affairs in Bengali |
22nd June 2021 Current Affairs in Bengali::
1. 'Sustainable Development Report 2021 (SDR 2021)' এ ভারতের স্থান কত?
➢ 120 তম
❒ এবছর এটা ষষ্ঠ তম সংস্করণ
❒ 'Sustainable Development Report 2021 (SDR 2021)' released by Sustainable Development Solutions
❒ প্রথম স্থানে আছে ফিনল্যান্ড
❒ দ্বিতীয় স্থানে আছে সুইডেন
❒ তৃতীয় স্থানে আছে ডেনমার্ক
2. Ease of Living Index 2020 সালে ভারতের সর্বাধিক বসবাসযোগ্য শহর (most liveable city) কোনটি?
➢ ব্যাঙ্গালোর
❒ Ease of Living Index 2020, released by the Centre for Science and Environment (CSE)
❒ দ্বিতীয় স্থানে আছে চেন্নাই
❒ তৃতীয় স্থানে আছে সিমলা
❒ চতুর্থ স্থানে আছে ভুবনেশ্বর
❒ পঞ্চম স্থানে আছে মুম্বাই
❒ এবছর এটা দ্বিতীয় সংস্করণ
❒ প্রথম এই সূচকটি প্রকাশিত হয় 2018 সালে
❒ The report focused on four parameters which are: জীবনযাত্রার মান (quality of life), অর্থনৈতিক ক্ষমতা (economic ability), স্থায়িত্ব (sustainability) এবং নাগরিকদের উপলব্ধি (citizens perceptions)
3. কোন রাজ্য সরকার বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করার জন্য "Pitha On Wheels" ইনিশিয়েটিভ লঞ্চ করল?
➢ উড়িষ্যা
❒ উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর
❒ উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক
❒ উড়িষ্যার রাজ্যপাল গণেশি লাল
❒ উড়িষ্যা হাইকোর্টের মুখ্য বিচারপতি এস মুরলীধর
❒ উড়িষ্যার প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল সিমলিপাল
❒ উড়িষ্যা রাজ্যের দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হতে চলেছে মহেন্দ্রগীরি
4. 'The Nutmeg's Curse: Parables for a Planet in Crisis' এই বইটির লেখক কে?
➢ অমিতাভ ঘোষ
❒ বইটির প্রকাশক John Murray. The book talks about the history of the influence of colonialism on the world today, through the story of the nutmeg.
5. "Beyond Here and other Poems" বইটির রচয়িতা কে?
➢ বিষ্ণুপদ শেঠি
❒ "Beyond Here and other Poems" একটি কবিতার বই
❒ এটি প্রকাশ করেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক
❒ এটি 61 টি কবিতার সংকলন যা জীবনের অভিজ্ঞতা, মৃত্যুর উপলব্ধি এবং দার্শনিক চিন্তাধারার প্রতিচ্ছবি
6. কোন ভারতীয় বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হাই লেভেল এডভাইসর গ্রুপের সদস্য হিসেবে নিযুক্ত হলেন?
➢ মনতেক সিং আহলুয়ালিয়া
❒ বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেট
❒ বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা সাল 1944
❒ প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস
❒ ইন্টারন্যাশনাল মনিটারিং ফান্ড সদরদপ্তর ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেট
❒ প্রতিষ্ঠা সাল 1945 সালের 27 ডিসেম্বর
7. ভারতীয় বংশোদ্ভূত মাহমুদ জামাল কোন দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন?
➢ কানাডা
❒ কানাডার রাজধানী অটোয়া
❒ কানাডার মুদ্রার ডলার
❒ কানাডার প্রধানমন্ত্রী Justin Trudeau
8. কেভিন ও'ব্রায়েন ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিলেন, ইনি কোন দেশের ক্রিকেটার?
➢ আয়ারল্যান্ড
❒ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন
❒ আয়ারল্যান্ডের মুদ্রা ইউরো
❒ আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি মাইকেল ডি হিগিন্স
9. বিশ্ব সংগীত দিবস কবে পালিত হয়?
➢ 21 জুন
❒ সঙ্গীতের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। 1982 সালে ফ্রান্সে আয়োজিত একটি সংগীত উৎসবের পর এটি Fete de la Musique নামে পরিচিত হয় এর অর্থ ফেস্টিভাল অফ মিউজিক
❒ 2021 Theme - "Music at the intersections"
10. বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস কবে পালিত হয়?
➢ 21 জুন
❒ 2021 theme - "100 years of international cooperation of hydrography"
❒ হাইড্রোগ্রাফিক গুরুত্ব এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞদের কাছে তুলে ধরার জন্য এই দিনটি পালন করা হয়
❒ এছাড়া এই দিবস উপলক্ষে সামরিক জীবন সুরক্ষা এবং নেভিগেশন সুরক্ষার সম্পর্কে সচেতনতা বার্তা দেওয়া হয়
❒ 2006 সালে প্রথম এই দিবস উদযাপিত হয়
More Current Affairs |
Link |
---|---|
21st June 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.