Ads Area

21st June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

 21st June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

21st June 2021 Current Affairs in Bengali
21st June 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 21st June 2021 Current Affairs এর 11 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন।


কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।


Bangla GK Diary থেকে Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 21st Current Affairs in Bengali 2021une 2021 Current Affairs, June 2021 Current Affairs এই ধরনের সার্চ কনটেন্টগুলি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি।



21st June 2021 Current Affairs in Bengali::


1. আন্তর্জাতিক যোগা দিবস কবে পালিত হয়?

➢ 21 জুন


❒ যোগাসনে অংশগ্রহণ করতে এবং যোগাসনের উপকারিতা সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়

❒ 2015 সাল থেকে এটি পালিত হয়ে আসছে

❒ 2021 Theme - "Yoga at home and Yoga with family"


2. Ebrahim Raisi কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে চলেছেন?

➢ ইরান


❒ ইরানের রাজধানী তেহরান

❒ ইরানের মুদ্রা রিয়াল/তুমান


3. বিশ্ব শরণার্থী দিবস কবে পালিত হয়?

➢ 20 জুন


❒ 2021 Theme - "together we heal, learn and shine"

❒ হিংসা সংঘর্ষ ও অত্যাচারের ভয় গৃহ ছাড়তে বাধ্য এমন শরণার্থীদের সাহস ও উৎসাহ প্রদান করতে এবং শরণার্থী সমস্যা মেটাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়


4. কোন কোম্পানি Global innovation partner of the year পুরস্কার পেল?

➢ Larsen and Toubro Infotech


❒ Larsen and Toubro Infotech, a global technology consulting and digital solution company has been recognised as the Global Innovation Partner of the Year by snowflake, the Data Cloud Company.

❒ L & T technology service প্রতিষ্ঠা সাল 14 জুন 2012

❒ CEO & MD - Amit Chadha

❒ Non executive director - Keshab Panda


5. কোন দেশ দেশের নাগরিকদের জন্য ভ্যাকসিন পাসপোর্ট লঞ্চ করতে চলেছে?

➢ জাপান


❒ জাপানের রাজধানী টোকিও

❒ জাপানের মুদ্রা জাপানিজ ইয়েন

❒ জাপানের প্রধানমন্ত্রী - Yoshihide suga

❒ বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে চীন প্রথম ভ্যাকসিন পাসপোর্ট লঞ্চ করে


6. Machine learning summer school লঞ্চ করল কোন ই-কমার্স কোম্পানি?

➢ Amazon


❒ অ্যামাজন ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য এই machine learning summer school লঞ্চ করল

❒ অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস

❒ অ্যামাজন এর প্রতিষ্ঠা সাল 5 জুলাই 1994

❒ CEO - অ্যান্ডি জেসি


7. ভারত সরকার জলবায়ু পরিবর্তন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতার জন্য কোন দেশের সাথে Mou স্বাক্ষর করলো?

➢ ভুটান


❒ ভুটানের রাজধানী থিম্পু

❒ ভুটানের মুদ্রার নাম নগুলট্রাম (Ngultrum)

❒ প্রধানমন্ত্রী Lotay Tshering


8. International criminal court (ICC) এর চীফ প্রসিকিউটর হিসেবে কে শপথ গ্রহণ করলেন?

➢ করিম খান


❒ ইন্টার্নেশনাল ক্রিমিনাল কোর্ট সদর দপ্তর দ্যা হেগ, নেদারল্যান্ড

❒ প্রেসিডেন্ট - Piotr Hofmanski


9. সম্প্রতি যুক্তরাজ্যে জিআই ট্যাগ প্রাপ্ত কোন জাতের আম রপ্তানি করলো ভারত?

➢ জরদালু


❒ জরদালু আম বিহারের ভাগলপুর জেলার বিখ্যাত আম যেটা 2018 সালে জিআই ট্যাগ পায়

❒ ইউনাইটেড কিংডম রাজধানী লন্ডন

❒ ইউনাইটেড কিংডম মুদ্রা পাউন্ড স্টার্লিং

❒ ইউনাইটেড কিংডম প্রধানমন্ত্রী বরিস জনসন


10. ভারতীয় মহিলা বক্সার Lovlina Borgohain প্রথম টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করল, ইনি কোন রাজ্যের বাসিন্দা?

➢ আসাম


❒ ইনি আসামের গোলাঘাট এর বাসিন্দা

❒ ইনি 2020 সালে আসামের ষষ্ঠতম ব্যাক্তি হিসেবে অর্জুন পুরস্কার পান

❒ আসামের রাজধানী দিসপুর

❒ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

❒ আসামের রাজ্যপাল জগদীশ মুখী


11. কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের অধীনে উত্তরপ্রদেশ সরকারকে কত পরিমাণ অর্থ বরাদ্দ করল?

➢ 10870 কোটি টাকা


❒ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

❒ উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল

❒ উত্তর প্রদেশের রাজধানী লখনৌ

❒ লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত

❒ উত্তরপ্রদেশের ন্যাশনাল পার্ক - Dludhwa National Park




More Current Affairs

Link

20th June 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad