20th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
20th June 2021 Current Affairs in Bengali |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 20th June 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন।
কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।
Bangla GK Diary থেকে Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 20th June 2021 Current Affairs, June 2021 Current Affairs এই ধরনের সার্চ কনটেন্টগুলি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি।
20th June 2021 Current Affairs in Bengali::
1. 2021 সালে World Competitiveness Index এ ভারতের স্থান কত?
➢ 43 তম
❒ World Competitiveness Index compiled by the Institute for Management Development (IMD)
❒ এই সূচকটি 64 টি দেশের মধ্যে প্রকাশিত হয়
❒ 163 টি দেশের মধ্যে এই রিপোর্টটি প্রকাশিত হয়
❒ এই সূচকটির প্রথম স্থানে আছে সুইজারল্যান্ড
❒ দ্বিতীয় স্থানে আছে সুইডেন
❒ তৃতীয় স্থানে আছে ডেনমার্ক
2. সম্প্রতি প্রয়াত Kenneth Kaunda কোন দেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন?
➢ জাম্বিয়া
❒ ইনি জাম্বিয়ার 27 বছরের প্রেসিডেন্ট পদে নিযুক্ত ছিলেন
❒ জাম্বিয়ার রাজধানীর লুসাকা
❒ মুদ্রা - Zambian kwacha
3. 2021 Land for Life Award পেলেন কোন সংস্থা?
➢ Family forest
❒ 2021 সালের ল্যান্ড ফর লাইফ অ্যাওয়ার্ড রাজস্থানের ফ্যামিলি ফরেস্ট জিতেছে
❒ 2021 এর থিম - Healthy Land, Healthy Lives
4. National Reading Day কবে পালিত হয়?
➢ 19 জুন
❒ Central Board of Secondary Education (CBSE) এই দিবসটি পালন করে থাকে
❒ 19 জুন এই দিবসটি 'কেরালায় গ্রন্থাগার আন্দোলন'-এর জনক পি. এন. পানিকার এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে উদযাপিত হয়ে থাকে প্রতিবছর
❒ এ বছর 26 তম ন্যাশনাল রিডিং দিবস পালিত হল
❒ প্রথমে এই দিবসটি পালিত হয় 1996 সালে
5. কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক তৈরি করল?
➢ ফ্রান্স
❒ এটা তৈরি করেছে general atomics
❒ ফ্রান্সের রাজধানী প্যারিস
❒ ফ্রান্স এর মুদ্রা ইউরো
❒ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন
❒ ফ্রান্সের প্রধানমন্ত্রী Jean Castex
6. Embalam Selvam কোন রাজ্যের স্পিকার পদে নিযুক্ত হলেন?
➢ তামিলনাড়ু
❒ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন
❒ রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত
❒ তামিলনাড়ুর রাজধানী চেন্নাই
❒ তামিলনাড়ুর লোকনৃত্য - Kumi, Kolattam, Kavadi
7. সম্প্রতি প্রয়াত মিলখা সিং কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন?
➢ অ্যাথলেটিক
❒ 91 বছর বয়সী মিলখা সিং 18 মে রাত্রি 11:30 pm কোভিড নিউমোনিয়া হওয়ার ফলে মারা যান
❒ ইনি পদ্মশ্রী পুরস্কার পান 1959 সালে
❒ তার আত্মজীবনী দ্যা রেস অফ মাই লাইফ এটি 2013 সালে প্রকাশিত হয়
❒ পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল আইয়ুব মিলখা সিংকে 'ফ্লাইং শিক' উপাধি দিয়েছিলেন
❒ দ্যা রেস অফ মাই লাইফ - ভাগ মিলখা ভাগ, 2013 সালে মিলখা সিংয়ের জীবনের একটি জীবনীমূলক চলচ্চিত্র
❒ ছবিটি পরিচালনা করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার
❒ 1958 কার্ডিফ কমনওয়েলথ গেমসে মিলখা প্রথম ব্যক্তি যিনি স্বাধীন ভারত থেকে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন
✪ মিলখা সিংয়ের প্রাপ্ত স্বর্ণ পদক সমূহ ✪
❒ কমনওয়েলথ গেমস
✷ স্বর্ণ পদক - প্রথম স্থান 1958 কার্ডিফ 440 গজ
❒ এশিয়ান গেমস
✷ স্বর্ণ পদক - প্রথম স্থান 1958 টোকিও 200 মিটার
✷ স্বর্ণ পদক - প্রথম স্থান 1958 টোকিও 400 মিটার
✷ স্বর্ণ পদক - প্রথম স্থান 1962 জাকার্তা 400 মিটার
✷ স্বর্ণ পদক - প্রথম স্থান 1962 জাকার্তা 4 ✕ 400 মিটার রিলে
❒ ভারতের জাতীয় গেমস
✷ স্বর্ণ পদক - প্রথম স্থান 1958 কটক 200 মিটার
✷ স্বর্ণ পদক - প্রথম স্থান 1958 কটক 400 মিটার
✷ রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 1964 কলকাতা 400 মিটার
8. কোন আইআইটি BRICS network universities 2021 কনফারেন্স হোস্ট করল?
➢ IIT Bombay
❒ Conference Theme - electric mobility
❒ এই কনফারেন্স টি তিনদিন ধরে অনুষ্ঠিত হয়
❒ আইআইটি মুম্বাই প্রতিষ্ঠা সাল 1958
❒ চেয়ারম্যান পবন গোয়েঙ্কা
❒ ডিরেক্টর শুভাশিস চৌধুরী
❒ BRICS - Brazil, Russia, India, China and South Africa
❒ প্রতিষ্ঠা সাল 2006
❒ 12 তম BRICS সামিট অনুষ্ঠিত হয় 17 নভেম্বর 2020 সালে রাশিয়াতে
9. তিনজন মহাকাশচারীকে স্পেস স্টেশনে পাঠানোর জন্য Shenzhou-12 মিশন লঞ্চ করল কোন দেশ?
➢ চীন
❒ চীনের রাজধানী বেজিং
❒ চীনের মুদ্রা রেনমিনবি
❒ চীনের রাষ্ট্রপতি সি জিংপিং
10. বাংলাদেশ কোন দেশের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট তৈরি করতে চলেছে?
➢ দক্ষিণ কোরিয়া
❒ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি Moon Jae-in
❒ দক্ষিণ কোরিয়ার মুদ্রা দক্ষিণ কোরিয়ান ওন
❒ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল
❒ বাংলাদেশের রাজধানী ঢাকা
❒ বাংলাদেশের মুদ্রা টাকা
❒ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
❒ বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ
More Current Affairs |
Link |
---|---|
19th June 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.