19th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
19th June 2021 Current Affairs in Bengali |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 19th June 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন।
কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।
Bangla GK Diary এই Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 19th June 2021 Current Affairs, June 2021 Current Affairs এই ধরনের সার্চ কনটেন্টগুলি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি।
19th June 2021 Current Affairs in Bengali::
1. 2021 সালে Global Peace Index এ ভারতের স্থান কত?
➢ 135 তম
❒ এই সূচকটি প্রকাশ করে থাকে Institute for economics and peace Sydney
❒ এবছর এটা 15 তম সংস্করণ
❒ 163 টি দেশের মধ্যে এই রিপোর্টটি প্রকাশিত হয়
❒ এই সূচকের প্রথম স্থানে আছে আইসল্যান্ড, 2008 সাল থেকে আইসল্যান্ড প্রথম স্থানে আছে
❒ দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড
❒ আফগানিস্থান এই সূচকের সর্বনিম্ন স্থানে আছে
❒ দক্ষিণ এশিয়ার Rank এর বিচারে ভারতের স্থান 5 তম
❒ দক্ষিণ এশিয়ার Rank এর বিচারে প্রথম স্থানে আছে ভুটান ও দ্বিতীয় স্থানে আছে নেপাল
❒ দক্ষিণ এশিয়ার Rank এর বিচারে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ ও চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা
2. কে security and exchange board of India (SEBI) বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত হলেন?
➢ আনন্দমোহন বাজাজ
❒ SEBI এর সদরদপ্তর মুম্বাই
❒ চেয়ারপারসন অজয় ত্যাগী
❒ প্রতিষ্ঠা সাল 12 এপ্রিল 1992
3. Puma motorsports এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?
➢ যুবরাজ সিং
❒ ইনি চন্ডিগড় এর বাসিন্দা
❒ ইনি 2011 সালের ICC ক্রিকেট বিশ্বকাপে ম্যান অব দ্যা সিরিজ হয়েছিলেন
❒ ইনি 2014 সালে পদ্মশ্রী পুরস্কার পান
❒ 2012 সালে অর্জুন পুরস্কার পান
❒ PUMA প্রতিষ্ঠাতা RUdolf Dassler
❒ CEO - Bijon Gulden
❒ সদরদপ্তর জার্মানি
4. কোন রাজ্য সরকার Revv Up নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম লঞ্চ করল?
➢ তেলেঙ্গানা
❒ তেলেঙ্গানা রাজ্য সরকার ব্যবসায়ী সমস্যা সমাধানের জন্য এটি লঞ্চ করলেন
❒ তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ
❒ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও
❒ তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন
❒ তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠিত হয় 2 জুন 2014 সালে
5. কোন কেন্দ্রীয় মন্ত্রী Sankalp Se Siddhi - Mission Van Dhan মিশন লঞ্চ করল?
➢ অর্জুন মুন্ডা
❒ অর্জুন মুন্ডা বর্তমানে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী পদে নিযুক্ত আছেন
6. কোন শহরের রাস্তা দেশের প্রথম Covisafe Road হল?
➢ ইন্দোর, মধ্যপ্রদেশ
❒ COVID-19 মহামারী সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং লোকেদের টিকা নেওয়ার জন্য উৎসাহিত করার প্রয়াসে মধ্যপ্রদেশের ইন্দোর শহরের একটি ব্যস্ত রাস্তাকে 'কোভিসেফ রোড' হিসেবে ঘোষণা করা হয়েছে
❒ রাস্তাটি হল Lantern Chouraha to Janjeerwala Chouraha
❒ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল
❒ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
❒ মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল
7. কোন সিমেন্ট কোম্পানি নাবার্ড এর সহযোগিতায় গ্রামীণ অঞ্চলে যুব সম্প্রদায়কে স্কিল ট্রেনিং দেওয়ার কথা ঘোষণা করল?
➢ Ambuja Cement
❒ অম্বুজা সিমেন্ট লিমিটেড সদরদপ্তর মুম্বাই
❒ প্রতিষ্ঠা সাল 1983
❒ CEO - Neeraj Akhoury
❒ NABARD সম্পূর্ণ নাম National bank for agriculture and rural development
❒ সদরদপ্তর মুম্বাই
❒ চেয়ারম্যান গোবিন্দ রাজুলু চিনতালা
8. কোন দুটি দেশ ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করলো?
➢ ইউনাইটেড কিংডম অফ অস্ট্রেলিয়া
❒ ইউনাইটেড কিংডম রাজধানী লন্ডন
❒ প্রধানমন্ত্রী বরিস জনসন
❒ মুদ্রা পাউন্ড স্টার্লিং
❒ অস্ট্রেলিয়া রাজধানী ক্যানবেরা
❒ অস্ট্রেলিয়া মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার
❒ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন
9. India's WTO মিশন এর ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?
➢ আশীষ চান্দোরকর
❒ Chandorkar is director of Bengaluru based policy think tank 'Smahi Foundation of Policy and Research'
❒ World Trade Organisation director-general - Ngozi Okonjo Iweala
❒ সদরদপ্তর জেনেভা সুইজারল্যান্ড
❒ প্রতিষ্ঠা সাল 1 জানুয়ারি 1995
10. LIC card service (LIC CSL) কোন ব্যাংকের সহযোগিতায় কন্টাক্টলেস প্রিপেইড গিফট কার্ড Shagun লঞ্চ করল?
➢ IDBI Bank
❒ LIC card services (LIC CSL) has launched a contactless prepaid gift card, 'Shagun' in collaboration with IDBI Bank on the RuPay platform
❒ IDBI Bank CEO - রাকেশ শর্মা
❒ সদরদপ্তর মুম্বাই, মহারাষ্ট্র
More Current Affairs |
Link |
---|---|
14th June 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.