14th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
![]() |
14th June 2021 Current Affairs in Bengali |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 14th June 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন।
কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।
Bangla GK Diary এই Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 14th June 2021 Current Affairs, June 2021 Current Affairs এই ধরনের সার্চ কনটেন্টগুলি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি।
14th June 2021 Current Affairs in Bengali::
1. কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা 2021 সালে পুলিৎজার পুরস্কার পেলেন?
➢ মেঘা রাজাগোপালন
❒ সাংবাদিকতায় আমেরিকার সর্বোচ্চ পুরস্কার পুলিৎজার পেলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি সাংবাদিক মেঘা রাজাগোপালন এবং নীল বেদি
❒ চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচারের পর্দা ফাঁস করায় বাজফিড-এর মেঘা রাজাগোপালন এই পুরস্কার পেলেন
❒ টেম্পা বে টাইমস-এর নীল বেদি স্থানীয় রিপোর্টিংয়ের জন্য পুলিৎজার পুরস্কার পেলেন
❒ পুলিৎজার পুরস্কার 22 বিভাগে দেওয়া হয়ে থাকে
❒ 1917 সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয়
❒ এবছর এটা 105 তম
❒ পুরস্কার মূল্য হিসেবে 15000 মার্কিন ডলার দেওয়া হয়
2. কোন বলিউড অভিনেতা বিনামূল্যে IAS পরীক্ষার কোচিং দেওয়ার জন্য স্কলারশিপ লঞ্চ করল?
➢ সোনু সুদ
❒ আর্থিক অভাবের কারণে যে সমস্ত পড়ুয়ারা আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারছেন না তাদের জন্য বিনামূল্যে কোচিং, স্কলারশিপের ব্যবস্থা করলেন সোনু সুদ
❒ তার এই প্রজেক্ট এর নাম সম্ভবাম
❒ দিয়া দিল্লি ও সোনু সুদ ফাউন্ডেশন এই প্রজেক্টে কাজ করবে একসাথে
3. The football association এর মহিলা চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হতে চলেছেন?
➢ ডেবি হেউইট
❒ Football association সদর দপ্তর লন্ডন
❒ প্রতিষ্ঠা সাল 26 অক্টোবর 1863
4. আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস কবে পালিত হয়?
➢ 13 জুন
❒ 2001 Theme - Strength Beyond All odds
❒ অ্যালবিনিজম রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং অ্যালবিনিজম রোগাক্রান্ত মানুষের বৈষম্য দূরীকরণের মাধ্যমে শিক্ষা কর্মসংস্থান প্রভৃতি ক্ষেত্রে তাদের সমান অধিকার নিশ্চিত করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়
❒ 2015 সালে প্রথম এই দিবস পালন করা হয়
5. রাজিয়া সুলতানা কোন রাজ্যের প্রথম মুসলিম মহিলা ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP) হিসাবে নিযুক্ত হলেন
➢ বিহার
❒ বিহারের রাজধানী পাটনা
❒ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
❒ বিহারের রাজ্যপাল ফাগু চৌহান
❒ বিহারের ন্যাশানাল পার্ক বাল্মিকী ন্যাশানাল পার্ক
6. কোন রাজ্যে Indian Grand Prix 4 অনুষ্ঠিত হতে চলেছে?
➢ পাঞ্জাব
❒ পাঞ্জাবের পাতিয়ালা তে এটি অনুষ্ঠিত হতে চলেছে
❒ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং
❒ পাঞ্জাবের রাজ্যপাল বীজেন্দ্র পাল সিং বাদানোর
❒ পাঞ্জাবের রাজধানী চন্ডিগড়
7. কর্ণাটক রাজ্য সরকার medicine from the sky প্রোজেক্টের জন্য কোন কমার্স কোম্পানির সঙ্গে চুক্তি করলো?
➢ Flipkart
❒ ফ্লিপকার্ট প্রতিষ্ঠা সাল 2007
❒ সদরদপ্তর বেঙ্গালুরু
❒ সিইও - কল্যাণ কৃষ্ণমূর্থি
❒ কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা
❒ কর্নাটকের রাজ্যপাল বাজুভাই বালা
❒ কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালোর
8. কোন মহাকাশ গবেষণা সংস্থা নেপচুন গ্রহের আকারে TOI1231 b গ্রহ আবিষ্কার করল?
➢ NASA
❒ এই পৃথিবী থেকে 90 আলোকবর্ষ দূরে অবস্থিত
❒ নাসা প্রতিষ্ঠা সাল 29 জুলাই 1958
❒ নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন
9. আমেরিকা ও কোন দেশের মধ্যে Falcon Claws 4 সেনা অনুশীলন হলো?
➢ সৌদি আরব
❒ সৌদি এবং মার্কিন স্থলবাহিনী রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে যৌথ সামরিক মহড়া শুরু করেছে
❒ এর লক্ষ দুই দেশের মধ্যে পারস্পরিক সামরিক সম্পর্ক জোরদার করা
❒ সৌদি আরবের রাজধানী রিয়াধ (Riyadh)
❒ সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়াল
10. Us women's open golf tournament জিতলেন কে?
➢ ইউকা সাসো
❒ ইনি ফিলিপিন্সের মহিলা গলফ খেলোয়াড়
❒ এটা অনুষ্ঠিত হয় ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোতে
More Current Affairs |
Link |
---|---|
13th June 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.