Ads Area

13th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

13th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

13th June 2021 Current Affairs in Bengali
13th June 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 13th June 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 13th June 2021 Current Affairs, June 2021 Current Affairs.



13th June 2021 Current Affairs in Bengali::


1. Forbes World best bank 2021 তালিকায় শীর্ষস্থানে আছে কোন ব্যাঙ্ক?

➢ DBS Bank

❒ দ্বিতীয় স্থানে আছে কেরালার CSB Bank

❒ তৃতীয় স্থানে আছে ICICI Bank

❒ DBS Bank CEO - পীযূষ গুপ্তা

❒ সদরদপ্তর সিঙ্গাপুর


2. ভারতের মধ্যে কোয়াকুইরেলি সাইমন্ডস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রেঙ্কিংস ২০২২-এ কোন আইআইটি প্রথম স্থানে আছে?

➢ IIT Bombay

❒ দ্বিতীয় স্থানে আছে আইআইটি দিল্লি

❒ তৃতীয় স্থানে আছে ব্যাঙ্গালুরুর ইন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC)


3. কোন ব্যাংক করোনা রোগীদের সহায়তার জন্য "kavach personal loan" লঞ্চ করল?

➢ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

❒ এই প্রকল্পের আওতায় গ্রাহকরা ৬০ মাসের জন্য বার্ষিক ৮.৫ শতাংশ কার্যকর সুদের হারে ৫ লক্ষ পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা তিন মাসের স্থগিতাদেশ সহ

❒ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারপারসন দিনেশ কুমার খাড়া

❒ সদরদপ্তর মুম্বাই


4. বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস কবে পালন করা হয়?

➢ 12 জুন

❒ 2001 Theme - Act now: End child labour

❒ কৃষি ক্ষেত্রে, উৎপাদন ক্ষেত্রে, পরিষেবা এবং নির্মাণকাজ প্রভৃতি ক্ষেত্র গুলিতে শিশুশ্রম বন্ধ করতে এবং জনসচেতনতা তৈরি করতে এই দিনটি পালন করা হয়

❒ 2002 সালে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন 12 জুন দিনটিকে বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস হিসেবে ঘোষণা করেন


5. Wipro এর চিপ ইনফরমেশন অফিসার (CIO) হিসেবে কে নিযুক্ত হলেন?

➢ অনুপ পুরোহিত

❒ Wipro CEO - থিওরি ডেলাপোর্টে

❒ প্রতিষ্ঠাতা এম এইচ হাসাম প্রেমজি

❒ চেয়ারম্যান রিষাদ প্রেমজি

❒ প্রতিষ্ঠা সাল 29 ডিসেম্বর 1945

❒ সদরদপ্তর বেঙ্গালুরু


6. কোন দেশে ভার্চুয়ালি ভাবে G-7 সামিট অনুষ্ঠিত হলো?

➢ ইউনাইটেড কিংডম

❒ G-7 সামিট ভার্চুয়ালি ভাবে অনুষ্ঠিত হলো 12 জুন থেকে 13 জুন পর্যন্ত

❒ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

❒ ইউনাইটেড কিংডম এর রাজধানী লন্ডন

❒ ইউনাইটেড কিংডম মুদ্রা পাউন্ড স্টার্লিং

❒ ইউনাইটেড কিংডম এর প্রধানমন্ত্রী বরিস জনসন


7. 17th UN Sustainable DeetGoals report এ ভারতের স্থান কত?

➢ 117 তম

❒ 193 টি দেশের মধ্যে এই রিপোর্টটি প্রকাশিত হয়

❒ আগের বছর ভারতের স্থান ছিল 115 তম


8. কোন সোশ্যাল মিডিয়া কোম্পানি ভারতের আইন বিষয়ে পড়ুয়াদের জন্য Tech Scholars Programme লঞ্চ করল?

➢ Facebook

❒ ফেসবুক সদরদপ্তর ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট

❒ প্রতিষ্ঠা সাল 2004 সালের 4 অক্টোবর

❒ CEO - মার্ক জুকারবার্গ


9. কোন দেশ Fengyun-4B ওয়েদার স্যাটেলাইট লঞ্চ করল?

➢ চীন

❒ চীনের রাজধানী বেজিং

❒ চীনের মুদ্রার নাম রেনমিনবি

❒ রাষ্ট্রপতি শি জিনপিং


10. কে Asia Pacific productivity champion award 2021 এ ভূষিত হলেন?

➢ আর এস সোধী

❒ গত কুড়ি বছরে প্রথম ভারতীয় হিসেবে ইনি এই পুরষ্কার পেলেন

❒ এই পুরস্কারটি প্রদান করে থাকে Asian productivity organisation Tokyo Japan

❒ সম্প্রতি ইনি ইন্টারন্যাশনাল ডিয়ারি ফাউন্ডেশনের বোর্ডের নির্বাচিত হলেন

❒ ইনি গুজরাটের আমুল কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত আছেন




More Current Affairs

Link

12th June 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad