12th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
![]() |
12th June 2021 Current Affairs in Bengali |
12th June 2021 Current Affairs in Bengali::
1. এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন?
➢ সঞ্জয় যাদব
❒ এলাহাবাদ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 17 মার্চ 1866
❒ এলাহাবাদের বর্তমান নাম প্রয়াগরাজ
2. Disney Conservation Hero Award 2020 সালে সম্মানিত হলেন কে?
➢ ডঃ সেওয়াং নামগিয়াল
❒ স্নো লেপার্ড কনজারভেন্সি ইন্ডিয়া ট্রাস্টের পরিচালক ডঃ সেওয়াং নামগিয়ালকে মর্যাদাপূর্ণ ডিজনি কনজারভেশন হিরো অ্যাওয়ার্ড ২০২০ তে সম্মনিত করা হয়েছে
❒ ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাস্ট্রে অবস্থিত ডিজনি কনজারভেশন ফান্ড এটি ঘোষণা করেছে
3. সম্প্রতি প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন?
➢ চলচ্চিত্র পরিচালক
❒ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর
❒ 1978 এ প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি দূরত্ব পরিচালনা করে জাতীয় পুরস্কারে শিরোপা পেয়েছিলেন
❒ তার কিছু উল্লেখযোগ্য সিনেমা হল নিম অন্নপূর্ণা, গৃহযুদ্ধ, বাঘ বাহাদুর, উত্তরা
4. উখনা খুরেলসুখ কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছে?
➢ মঙ্গোলিয়া
❒ উখনা খুরেলসুখ মঙ্গোলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন
❒ ইনি বর্তমানে মঙ্গোলিয়ার 6 তম রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছেন
❒ মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতার
❒ মঙ্গোলিয়ার মুদ্রা টুগ্রিক
5. লেফটেন্যান্ট জেনারেল এস এম সাইফুদ্দীন আহমেদ কোন দেশের আর্মির 17 তম চীফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন?
➢ বাংলাদেশ
❒ 24 জুন থেকে ইনি এই পদে নিযুক্ত হতে চলেছেন
❒ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
❒ বাংলাদেশের রাজধানী ঢাকা
❒ বাংলাদেশের মুদ্রা টাকা
❒ বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ
6. কে ভারতে ফেসবুকের grievance officer হিসেবে নিযুক্ত হলেন?
➢ স্পুর্থী প্রিয়া (Spoorthi Priya)
❒ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ
❒ সিইও মার্ক জুকারবার্গ
❒ সদরদপ্তর ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট
7. বিশ্বের প্রথম কোন দেশ ডিজিটাল কারেন্সি বিটকয়েন কে legal tender হিসাবে স্বীকৃতি দিল?
➢ এল সালভাদর
❒ এল সালভাদর রাজধানী সান সালভাদর
❒ মুদ্রা আমেরিকান ডলার
❒ রাষ্ট্রপতি নায়িব বুকেলে
8. কোথায় ভারত ও থাইল্যান্ডের মধ্যে Indo-Thai CORPAT নৌ সেনা মহড়া 31 তম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে?
➢ আন্দামান সাগর
❒ এই নৌ-মহড়া টা শুরু হয়েছে 9 জুন চলবে তিনদিনব্যাপী অর্থাৎ 11 জুন পর্যন্ত
❒ INS Saryu and HTMS Krabi participate in the 31st Indo-Thai CORPAT.
❒ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক
❒ মুদ্রা থাইভাট
9. ভারতের MSME সেক্টরকে সাহায্য করতে কত মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করলো বিশ্ব ব্যাংক?
➢ 500 মিলিয়ন মার্কিন ডলার
❒ MSME এর পুরো কথা - Micro Small and Medium Enterprise
❒ World Bank সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেট
❒ প্রতিষ্ঠা সাল জুলাই 1944
10. অ্যান্টোনিও গুতেরেস কোন সংস্থার মহাসচিব পদে দ্বিতীয়বারের জন্য নিযুক্ত হলেন?
➢ UN
❒ ইউনাইটেড নেশন সদরদপ্তর - নিউইয়র্ক সিটি
❒ ডেপুটি সেক্রেটারি জেনারেল - আমিনা জে মোহাম্মদ
❒ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি - আব্দুল্লাহ শহীদ
❒ প্রতিষ্ঠা সাল 1945
More Current Affairs |
Link |
---|---|
11th June 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.