11th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
11th June 2021 Current Affairs in Bengali |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 11th June 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 11th June 2021 Current Affairs, June 2021 Current Affairs
11th June 2021 Current Affairs in Bengali::
1. দেহিং পাটকাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যের সপ্তম ন্যাশনাল পার্কে পরিণত হল?
➢ আসাম
❒ ন্যাশনাল পার্কের সংখ্যার দিক দিয়ে আসাম রাজ্য ভারতের দ্বিতীয় তম রাজ্য হিসেবে পরিণত হল
❒ প্রথম স্থানে আছে মধ্যপ্রদেশের রাজ্য এখানে ন্যাশনাল পার্ক আছে 9টি
❒ এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল আনদাবান নিকোবর দ্বীপপুঞ্জ 9টি ন্যাশনাল পার্ক আছে
❒ আসামের ন্যাশনাল পার্ক - কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ডিব্রু-শইখোয়া ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, রায়বোনা ন্যাশনাল পার্ক
❒ আসামের রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল জগদীশ মুখী
2. LIC এর চেয়ারম্যান পদে পুনরায় কে নিযুক্ত হলেন?
➢ এম আর কুমার
❒ LIC এর সম্পূর্ণ নাম Life Insurance Corporation of India
❒ এম আর কুমার 2022 সালের 13 মার্চ পর্যন্ত এই পদে নিযুক্ত হলেন
❒ LIC সদরদপ্তর মুম্বাই
3. 2023 সাল পর্যন্ত কোন ডিজিটাল পেমেন্ট কোম্পানি ICC এর অফিসিয়াল পার্টনার হল?
➢ Bharatpe
❒ ICC প্রতিষ্ঠা সাল 15 জুন 1909
❒ সদরদপ্তর দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস
❒ চেয়ারম্যান গ্রেগ বার্কেলে
❒ Bharatpe CEO - অ্যাশমিত গ্রোভার
❒ সদরদপ্তর নিউ দিল্লি
❒ প্রতিষ্ঠা সাল 2018
4. কোন সংস্থা সুরক্ষিত হাম সুরক্ষিত তুম অভিযান লঞ্চ করল?
➢ NITI Aayog
❒ Piramal Foundation এর সহযোগিতায় এটি লঞ্চ করা হলো
❒ নীতি আয়োগ সদরদপ্তর নিউ দিল্লি
❒ প্রতিষ্ঠা সাল 1 জানুয়ারি 2015
❒ সিইও - অমিতাভ কান্ত
❒ চেয়ারম্যান নরেন্দ্র মোদি
5. কোন ভারতীয় খেলোয়াড় ক্রিকেট কোচিং এর জন্য Cricuru নামে ওয়েবসাইট লঞ্চ করল?
➢ বীরেন্দ্র সেহবাগ
❒ The website can be accessed at www.cricuru.com
❒ বীরেন্দ্র সেহবাগ অর্জুন পুরস্কার পায় 2002 সালে
❒ 2010 সালে পদ্মশ্রী পুরস্কার পান
6. গিরিশচন্দ্র চতুর্বেদী কোন ব্যাঙ্কের পার্টটাইম চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন?
➢ ICICI Bank
❒ ইনি আইসিআইসিআই ব্যাঙ্কের পার্টটাইম চেয়ারম্যান পদে 3 বছরের জন্য নিযুক্ত হতে চলেছেন
❒ ইনি 2021 সালের 1 জুলাই কার্যভার গ্রহণ করবেন
❒ আইসিআইসিআই ব্যাংষঙ্কের সদর দপ্তর মুম্বাই
7. কোন বলিউড অভিনেত্রী The Times 50 Most Desirable Women 2020 তালিকায় শীর্ষস্থানে আছে?
➢ রিয়া চক্রবর্তী
❒ পুরুষ বিভাগে এই তালিকায় শীর্ষে আছে প্রয়াত সুশান্ত সিং রাজপুত ঔ
❒ মেয়েদের তালিকায় তৃতীয় স্থানে আছে দিশা পাটানি, চতুর্থ স্থানে আছে কাইরা আদবানি
8. নিখোঁজ ব্যক্তিদের চিহ্নিত করতে কোন সংস্থা I-Familia লঞ্চ করল?
➢ Interpol
❒ ইন্টারপোল পারিবারিক ডিএনএ'র মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে এবং সদস্যদের গুলিতে ঠান্ডা মামলার সমাধানে পুলিশকে সহায়তা করার জন্য 'আই ফ্যামিলিয়া' নামে এই নতুন ডেটাবেস চালু করেছে
❒ সদর দপ্তর লিওন ফ্রান্স
❒ ইন্টারপোল প্রেসিডেন্ট - Kim Jong Yang
9. কোন রাজ্য সরকার মহিলাদের বিনামূল্যে স্যানিটারি প্যাড প্রদান করতে উড়ান স্কিম লঞ্চ করল?
➢ পাঞ্জাব
❒ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং
❒ পাঞ্জাবের রাজ্যপাল ভি পি সিং বাদানোর
❒ পাঞ্জাবের রাজধানী চন্ডিগড়
10. 2021 সালে কে PEN Pinter prize পেলেন?
➢ তসোতসি ডাঙ্গারেম্বগা
❒ ইনি জিম্বাবুয়ের একজন লেখক
More Current Affairs |
Link |
---|---|
10th June 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.