Ads Area

বিভিন্ন ভিটামিন এবং খনিজের অভাবজনিত রোগ সমূহের তালিকা - List of Diseases Caused by Deficiency of Vitamins and Minerals PDF in Bengali

বিভিন্ন ভিটামিন এবং খনিজের অভাবজনিত রোগ সমূহের তালিকা - List of Diseases Caused by Deficiency of Vitamins and Minerals PDF in Bengali

বিভিন্ন ভিটামিন এবং খনিজের অভাবজনিত রোগ
বিভিন্ন ভিটামিন এবং খনিজের অভাবজনিত রোগ

নমস্কার বন্ধুরা,

জীবন বিজ্ঞান বিষয় থেকে আজ আপনাদের জন্য শেয়ার করব List of Diseases Caused by Deficiency of Vitamins and Minerals PDF in Bengali. এখানে আপনাদের জন্য থাকছে বিভিন্ন ভিটামিন এবং খনিজের অভাবজনিত রোগ সমূহের সুন্দর একটি তালিকা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভিটামিন এর অভাবজনিত রোগ, কোন খনিজের অভাবে কী রোগ হয় এইধরনের নানান প্রশ্ন আসতে দেখা যায়। এই সমস্ত প্রশ্নের সঠিক সমাধানের জন্য তালিকাটি ভালো করে দেখে নিন এবং প্রয়োজনমতো পিডিএফ টি ডাউনলোড করে নিন।




বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ


ভিটামিন অভাবজনিত রোগ
ভিটামিন A রাতকানা, ফ্রিনোডার্মা, জেরোপথালমিয়া, উদরাময়, কেরাটোম্যালেসিয়া
ভিটামিন B1 বেরিবেরি, হৃদযন্ত্রে সমস্যা, স্নায়ুর সমস্যা, স্মৃতিভ্রমের মতো সমস্যা
ভিটামিন B2 গ্লসাইটিস, অ্যাঙ্গুলার কেলাইটিস, মুখগহ্বরে আলসার
ভিটামিন B3 পেলেগ্রা, ত্বকের সমস্যা
ভিটামিন B5 পায়ে জ্বালা ভাব
ভিটামিন B6 জিভে ঘা, অ্যানিমিয়া, সেবোরিক ডার্মাটাইটিসি
ভিটামিন B7 এন্টেরিস
ভিটামিন B9 মায়ের রক্তাল্পতার সঙ্গে গর্ভস্থ সন্তানেরও বিকাশ না হওয়া, বাচ্চার স্নায়ুতন্ত্র সঠিকভাবে তৈরি না হওয়া
ভিটামিন B12 রক্তাল্পতা, নিউরোপ্যাথি, স্নায়ুর সমস্যা ও স্মৃতিভ্রম, শারীরিক ভারসাম্য নষ্ট হওয়ার সমস্যা
ভিটামিন C স্কার্ভি
ভিটামিন D রিকেট (ছোটোদের), অস্টিওম্যালেশিয়া (বড়দের)
ভিটামিন E বন্ধ্যাত্ব, প্রজননগত সমস্যা, হিমোলাইটিক অ্যানিমিয়া (বাচ্চাদের), হাতে পায়ে অবশ ভাব, হাত পা ঝিন ঝিন করা, রেটিনার রোগ
ভিটামিন K রক্ত জমাট বাঁধতে চায় না অর্থাৎ রক্ত তঞ্চন ব্যাহত হয়




বিভিন্ন খনিজের অভাবজনিত রোগ


খনিজ অভাবজনিত রোগ
আয়োডিন গলগন্ড
ফ্লুরাইড দাঁতের ক্ষয়
আয়রন রক্তাল্পতা
ক্যালসিয়াম হাড় ও দাঁতের দুর্বলতা
ফসফরাস শারীরিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত
সোডিয়াম হাইপোন্যাট্রেমিয়া
পটাসিয়াম হাইপোক্লেমিয়া
ম্যাগনেসিয়াম উচ্চ রক্তচাপ
জিঙ্ক হাইপোগোনাদিজম
ম্যাঙ্গানিজ হাড়ের ত্রুটি
কপার মেনকেস ডিজিজ



নীচে তালিকাটির PDF ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে।







File Details:

File Name: বিভিন্ন ভিটামিন এবং খনিজের অভাবজনিত রোগ সমূহের তালিকা

File Format: PDF

Language: Bengali

File Size: 256.4 KB

Download Link: Click Here




More Important GK

Link

States and Union territories Capitals of India GK

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad