Ads Area

24th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

24th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

24th May 2021 Current Affairs in Bengali
24th May 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 24th May 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 24th May 2021 Current Affairs, May 2021 Current Affairs



24th May 2021 Current Affairs in Bengali::



1. কোন সংস্থা কোভিড 19 অ্যান্টি বডি সনাক্তকরণ কিট Dipcovan তৈরি করল?
>> DRDO.
◾ এই Dipcovan কিটটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ দ্বারা অনুমোদিত হয়েছে।
◾ ডিআরডিও চেয়ারম্যান ডঃ জি সতীশ রেড্ডি।
◾ সদরদপ্তর নিউ দিল্লি।
◾ প্রতিষ্ঠা সাল 1958.

2. সম্প্রতি দূরদর্শন কোন নতুন চ্যানেল লঞ্চ করল?
>> DD International.
◾ দূরদর্শন প্রতিষ্ঠা সাল 15 সেপ্টেম্বর 1959.
◾ সদরদপ্তর নিউ দিল্লি।
◾ Motto - Satyam Shivam Sundaram
◾ CEO - সন্দ্বীপ সিনহা।

3. কোন কেন্দ্রীয় মন্ত্রী NMMS মোবাইল অ্যাপ লঞ্চ করল?
>> নরেন্দ্র সিং তোমার।
◾ NMMS full form - National mobile monitoring software.
◾ গ্রাম্য এলাকায় 100 দিনের কাজ সঠিক পর্যবেক্ষণের জন্য এই অ্যাপটি লঞ্চ করা হয়।
◾ বর্তমানে নরেন্দ্র সিং তোমার কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী, পল্লী উন্নয়ন মন্ত্রী এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী পদে নিযুক্ত আছেন।

4. UEFA women's champions league trophy 2021 কোন দল জয়লাভ করলো?
>> Barcelona women।
◾ Barcelona women দল Chelsea women কে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয় লাভ করলো।

5. কোন রাজ্য সরকার আয়ুষ্মান ভারত প্রোগ্রামে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল?
>> কর্ণাটক।
◾ গ্রামীণ অঞ্চলে ব্যাপক প্রাথমিক স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে স্বাস্থ্য ও সুস্বাস্থ্য কেন্দ্র স্থাপনে কর্ণাটক প্রথম স্থান পেয়েছে।
◾ কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।
◾ কর্নাটকের রাজ্যপাল বাজুভাই বালা।
◾ কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালোর।

6. বিশ্ব কচ্ছপ দিবস কবে পালিত হয়?
>> 23 মে।
◾ কচ্ছপ এবং তাদের বাসস্থানের সংরক্ষণের জন্য জনগণকে আরো সচেতন শিক্ষিত করে তুলতে এই দিনটি পালন করা হয়।
◾ 2000 সালে প্রথম এই দিনটি পালন করা হয়।
◾ 2021 Theme: "Turtles Rock!"

7. কোন রাজ্য সরকার রাজ্যে অক্সিজেন চাহিদা মেটানোর জন্য mission oxygen self reliance scheme লঞ্চ করল?
>> মহারাষ্ট্র।
◾ মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই।
◾ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
◾ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি (ইনি গোয়া রাজ্যের রাজ্যপালের অতিরিক্ত পদে নিযুক্ত আছেন)।
◾ ন্যাশনাল পার্ক - তাডোবা জাতীয় উদ্যান, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান, চান্দেলি জাতীয় উদ্যান ইত্যাদি।

8. কোন দেশ সম্প্রতি পলিথিন-প্লাস্টিক আমদানি বন্ধ করলো?
>> তুর্কি।
◾ তুর্কি রাজধানী আঙ্কারা।
◾ তুর্কি মুদ্রার নাম তুর্কিশ লিরা।

9. সম্প্রতি ডিজিটাল লোন প্রসেসিং সিস্টেম লঞ্চ করল কোন ব্যাংক?
>> IDBI Bank.
◾ IDBI Bank CEO - রাকেশ শর্মা।
◾ সদরদপ্তর মুম্বাই।

10. বাড়িতে করোনা টেস্ট করার জন্য ICMR এর অনুমোদন প্রাপ্ত কোভিড টেস্টিং কিট এর নাম কি?
>> Coviself
◾ ICMR full form - Indian Council of Medical Research.
◾ সদরদপ্তর নিউ দিল্লি।
◾ প্রতিষ্ঠা সাল 1911.





More Current Affairs

Link

23rd May 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad