25th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary
![]() |
25th May 2021 Current Affairs in Bengali |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 25th May 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 25th May 2021 Current Affairs, May 2021 Current Affairs
25th May 2021 Current Affairs in Bengali::
1. 2021 সালে কে Templeton Prize পেলেন?
>> জেন গুডঅল।
◾ প্রকৃতিবিদ Jane Goodall, animal intelligence and humanity এর উপর তার কাজের স্বীকৃতি হিসেবে টেমপ্লেটন পুরস্কার 2021 পেলেন।
◾ Presented by: John Templeton Foundation.
2. আন্তর্জাতিক হকি ফেডারেশন এর প্রেসিডেন্ট পদে পুনরায় কে নিযুক্ত হলেন?
>> নরিন্দ্রর ধ্রুব বাত্রা।
◾ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন সদর দপ্তর: Lausanne, Switzerland.
◾ প্রতিষ্ঠা সাল: 7 জানুয়ারি 1924.
◾ সদস্য সংখ্যা: 137 ন্যাশনাল অ্যাসোসিয়েশন।
3. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) কাউন্সিলে যুক্ত হলেন?
>> আসাম।
◾ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কাউন্সিলে নিযুক্ত হলেন।
◾ ইনি বর্তমানে ব্যাডমিন্টন এশিয়া এর ভাইস প্রেসিডেন্ট ও ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন।
◾ আসামের রাজধানী দিসপুর।
◾ আসামের রাজ্যপাল জগদীশ মুখী।
4. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনোভেশন হাব এর চিফ এক্সেকিউটিভ হিসেবে কে নিযুক্ত হলেন?
>> রাজেশ বানসাল।
◾ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নর শক্তিকান্ত দাস।
◾ সদরদপ্তর মুম্বাই।
◾ প্রতিষ্ঠা সাল 1 এপ্রিল 1935.
5. বিশ্ব থাইরয়েড দিবস কবে পালিত হয়?
>> 25 মে।
◾ থাইরয়েড সঠিকভাবে কাজ করছে কিনা তা নিয়মিত পরীক্ষা এবং এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করতে রিপন প্রাথমিক স্তরে এই রোগের সঠিক ভাবে চিকিৎসা সম্পর্কে প্রচার চালাতে এই দিনটি পালন করা হয়।
◾ 2008 সালে আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন এবং ইউরোপিয়ান থাইরয়েড অ্যাসোসিয়েশন প্রথম এই দিনটি পালন করেছিল।
6. Monaco Grand Prix 2021 কে জয়লাভ করলো?
>> Max Verstapen.
◾ দ্বিতীয় স্থানে রয়েছে Carlos Sainz Jr.
7. Nehru, Tibet and China বইটির লেখক কে?
>> অবতার সিং ভাসিন।
◾ 1949 সাল থেকে 1962 সালে ভারত চীন যুদ্ধ পর্যন্ত ঘটনা বিশ্লেষণ এর উপর ভিত্তি করে এই বইটি লেখা হয়েছে।
8. La Liga title 2020-21 কে জয়লাভ করলো?
>> আতলেতিকো মাদ্রিদ।
◾ পয়েন্ট এর দিক থেকে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ ও তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।
9. পাকিস্তানের নতুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার (NSA) হিসেবে কে নিযুক্ত হলেন?
>> মোয়েদ ইউসুফ।
◾ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ।
◾ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
10. বেলারুশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন?
>> অলোক রঞ্জন ঝাঁ।
◾ বেলারুশের রাজধানী - Minsk.
◾ বেলারুশের মুদ্রা - বেলারুসিয়ান রুবেল।
◾ বেলারুশের রাষ্ট্রপতি - আলেকজান্ডার লুকা সেনকো।
More Current Affairs |
Link |
---|---|
24th May 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.