History GK in Bengali Questions and Answers Part 2
|
History GK in Bengali Part - 2 |
নমস্কার বন্ধুরা,
'বাংলা জিকে ডায়েরি' আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ইতিহাসের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তরের পর্ব - ২
ইতিহাস হল মানুষের অতীত ঘটনা ও কার্যাবলীর অধ্যয়ন। ইতিহাসের গবেষণায় বিবেচিত উৎসগুলি তিনটি বিভাগে বিভক্ত: লিখিত, মৌখিক এবং শারীরিক বা সরাসরি। ইতিহাসবিদরা সাধারণত তিনটি উৎসই পরীক্ষা করেন। তবে লিখিত উপাদান সর্বজনীনভাবে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসাবে স্বীকৃত। হেরোডোটাসকে ইতিহাসের জনক হিসেবে আখ্যায়িত করা হয়।
ভারতীয় ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদিতে আসতে দেখা যায়। History GK in Bengali Questions and Answers Part 2 - ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর: Bangla GK Diary তে তাই Competitive Exams এর জন্য সাম্ভাব্য ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হল। ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্ন History GK in Bengali Questions and Answers Part 2 দেওয়া হল। প্রশ্নগুলি একবার ভালো করে দেখে নিন। ইতিহাস বিষয়ে আপনি কতটা প্রস্তুত একবার পরীক্ষা করে দেখুন।
Read More...
◾ ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর এর সমস্ত পর্ব -
ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ২
1. গুরু রাম সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন?
- কুকা বিদ্রোহের।
2. 'Vernacular Press Act' কত সালে চালু হয়?
- ১৮৭৮ সালে।
3. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কে ভাইসরয় ছিলেন?
- লর্ড ডাফরিন।
4. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন?
- ও ডায়ার।
5. গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
- ১৯৩১ সালে।
6. বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়?
- ১৮৫৬ সালে।
7. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে?
- রাসবিহারী বসু।
8. ভারতে প্রথম রেল যোগাযোগ কত খ্রিস্টাব্দে শুরু হয়?
- ১৮৫৩ সালে।
9. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?
- লর্ড ওয়েলেসলি।
10. 'বাংলার মুকুটহীন রাজা' কাকে বলা হয়?
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে।
11. পি. এন. ঠাকুর ছদ্মনামে কে ভারত থেকে বিদেশে পাড়ি দিয়েছিলেন?
- রাসবিহারী বসু।
12. লন্ডনে স্যার কার্জন ওয়াইলিকে কে হত্যা করেন?
- মদনলাল ধিংড়া।
13. 'সঞ্জীবনী'পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- কৃষ্ণ কুমার মিত্র।
14. Poverty and Un-British Rule in India' গ্রন্থটির লেখক কে?
- দাদাভাই নওরোজি।
15. কবে প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়?
- ৩১ ডিসেম্বর ১৯২৯ সালে।
16. সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয়?
- ১৯২৫ সালে।
17. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?
- ১৯৪২ সালের আগস্টে।
18. ১৯০৭ সালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
- রাসবিহারী বসু।
19. কোন আইন 'কালা কানুন' নামে পরিচিত?
- রাওলাট আইন।
20. কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী গোষ্ঠীর সৃষ্টি হয়?
- সুরাট অধিবেশন।
21. হিন্দু মিশনারী সমিতি কোথায় স্থাপিত হয়?
- মহারাষ্ট্রে।
22. সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে?
- ১৮২৯ খ্রিস্টাব্দে।
23. 'ইকোনোমিক হিস্ট্রি' বইটির লেখক কে?
- রমেশচন্দ্র দত্ত।
24. গদর পার্টির জন্ম হয় কোথায়?
- সান ফ্রান্সিস্কো তে।
25. কত খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে আসে?
- ১৯২৮ খ্রিস্টাব্দে।
26. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- উইনস্টন চার্চিল।
27. ভারতের সর্ব প্রথম ট্রেড ইউনিয়ন কে স্থাপন করেন?
- লালা লাজপত রায়।
28. 'সন্ধ্যা পত্রিকা'র প্রকাশক কে ছিলেন?
- ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
29. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে?
- বোম্বাই।
30. বাবা রামচন্দ্র কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
- কৃষক আন্দোলন।
More Mock Test |
Link |
ইতিহাস জিকে পর্ব - ১ |
Click Here |
Please do not enter any spam link in the comment box.