History GK in Bengali Questions and Answers Part 1 - ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর
![]() |
History GK in Bengali - 1 |
নমস্কার বন্ধুরা,
এই পাঠে আপনাদের জন্য থাকছে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর।
ইতিহাস হল মানুষের অতীত ঘটনা ও কার্যাবলীর অধ্যয়ন। ইতিহাসের গবেষণায় বিবেচিত উৎসগুলি তিনটি বিভাগে বিভক্ত: লিখিত, মৌখিক এবং শারীরিক বা সরাসরি। ইতিহাসবিদরা সাধারণত তিনটি উৎসই পরীক্ষা করেন। তবে লিখিত উপাদান সর্বজনীনভাবে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসাবে স্বীকৃত। হেরোডোটাসকে ইতিহাসের জনক হিসেবে আখ্যায়িত করা হয়।
ভারতীয় ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদিতে আসতে দেখা যায়। History GK in Bengali Questions and Answers Part 1 - ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর: Bangla GK Diary তে তাই Competitive Exams এর জন্য সাম্ভাব্য ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হল। ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্ন History GK in Bengali Questions and Answers Part 1 দেওয়া হল। প্রশ্নগুলি একবার ভালো করে দেখে নিন। ইতিহাস বিষয়ে আপনি কতটা প্রস্তুত একবার পরীক্ষা করে দেখুন।
History GK in Bengali Questions and Answers Part 1 ::
1. সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন?
- ১৯৪১ সালে।
2. কত সালে 'Post and Telegraph Department' প্রতিষ্ঠিত হয়?
- ১৮৫৩ সালে।
3. কে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?
- ডিরোজিও।
4. ১৯০৮ সালে কে মুসলিম লীগের স্থায়ী সভাপতি নির্বাচিত হন?
- আগা খান।
5. তিনটি গোলটেবিল বৈঠকের মধ্যে কংগ্রেস কোনটিতে অংশগ্রহণ করেন?
- দ্বিতীয় গোলটেবিল বৈঠক।
6. 'অল ইন্ডিয়া হরিজন সংঘ' কে প্রতিষ্ঠা করেন?
- মহাত্মা গান্ধী।
7. কোন ঘটনা তদন্তের উঠেছে 'হান্টার কমিশন' গঠিত হয়েছিল?
- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড।
8. দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজীর সঙ্গী কে ছিলেন?
- সরোজিনী নাইডু ও মদনমোহন মালব্য।
9. কত সালে দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের বিচার শুরু হয়?
- ১৯৪৫ সালে।
10. কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজী সভাপতিত্ব করেন?
- বেলগ্রাম অধিবেশন।
11. কোন আন্দোলনের ব্যর্থতার পর স্বরাজ্য দল গঠিত হয়?
- অসহযোগ আন্দোলনের ব্যর্থতার পর।
12. জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের আগে আইন পাস হয়েছিল?
- রাওলাট আইন।
13. মহাত্মা গান্ধী কবে ডান্ডি পদযাত্রা শুরু করেছিলেন?
- ১২ মার্চ ১৯৩০ সালে।
14. কোন অধিবেশনে কংগ্রেসের মধ্যে প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছিল?
- সুরাট অধিবেশন।
15. কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী একজোট হয়ে যায়?
- 2016 সালের লখনউ অধিবেশনে।
16. কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়?
- লাহোর অধিবেশন।
17. বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন?
- সর্দার বল্লভ ভাই প্যাটেল।
18. কোন বড়লাটের আমলে বঙ্গভঙ্গ রদ হয়?
- লর্ড হার্ডিঞ্জ।
19. কে শিবাজী উৎসবের আয়োজন করেন?
- বাল গঙ্গাধর তিলক।
20. 'All Bengal Workers Association'এর প্রতিষ্ঠাতা কে?
- মুজাফফর আহমেদ।
21. অ্যানি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করতেন?
- কমন উইল।
22. বিদেশের মাটিতে কে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেন?
- মানবেন্দ্রনাথ রায়।
23. কত সালে ভারতে নৌ-বিদ্রোহ হয়?
- ১৯৪৬ সালে।
24. অরবিন্দ ঘোষকে 'স্বাদেশিকতার ধর্মগুরু' আখ্যা দেন কে?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
25. মহাজাতি সদন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর।
26. ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে ছিলেন?
- মঙ্গল পান্ডে।
27. বঙ্কিমচন্দ্রের 'আনন্দমঠ' কোন বিদ্রোহের উপর ভিত্তি করে রচিত?
- সন্ন্যাসী বিদ্রোহ।
28. মুজাফফর আহমেদ সম্পাদিত পত্রিকার নাম কি ছিল?
- গণবাণী।
29. কার সভাপতিত্বে পরিকল্পনা কমিশন গঠিত হয়?
- পন্ডিত জওহরলাল নেহরু।
30. পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল?
- ১৯৫০ সালে।
More Important GK | Link |
---|---|
180+ বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও লেখকদের ছদ্মনাম | Click Here |
Please do not enter any spam link in the comment box.