History GK in Bengali: ৫০টি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন ও উত্তর (WBCS, UPSC) - Part 13
![]() |
৫০টি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন ও উত্তর |
বাংলা জিকে ডায়েরি 📘
History GK in Bengali - Part 13 পেজে আপনাদের জন্য ৫০টি গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে।
গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন ও উত্তর, যা বিশেষভাবে WBCS, UPSC, SSC, RRB এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী। ভারতের প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক ইতিহাসের উপর ভিত্তি করে এই প্রশ্নোত্তরগুলি তৈরি করা হয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর স্পষ্ট এবং সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে, যাতে আপনি সহজেই মনে রাখতে পারেন।
নিয়মিত অনুশীলন এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন।
ইতিহাসের পাশাপাশি, WBCS-এর জন্য ভারতীয় ভূগোল এবং ভারতীয় রাজনীতি সম্পর্কিত প্রশ্নোত্তর পড়ে নিন।
আরও পড়ুনঃ
◼️ History GK in Bengali - Part 11
◼️ History GK in Bengali - Part 10
৫০টি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন ও উত্তর
1. তেভাগা আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।
2. মেগাস্থিনিসের ‘ইণ্ডিকা’ কোন ভাষায় লেখা?
উঃ গ্রীক ভাষায়।
3. মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন?
উঃ উইলিয়াম হকিন্স।
4. পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন?
উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।
5. কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়?
উঃ সমুদ্রগুপ্তকে।
6. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে?
উঃ বাণভট্ট।
7. বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ মুর্শিদকুলি খাঁ।
8. ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?
উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।
9. তাজমহল কে প্রতিষ্ঠা করেন?
উঃ শাহজাহান।
10. শিবাজীর ছেলের নাম কী?
উঃ শম্ভুজী।
11. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উঃ লালা হরদয়াল।
12. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
13. গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন?
উঃ শেরশাহ।
14. ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে আসেন?
উঃ কালিকট বন্দরে।
15. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ রামমোহন রায়।
16. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।
17. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উঃ প্রমথনাথ মিত্র।
18. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।
19. ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ হিটলার।
20. মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে।
(ads1)
21. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্ণওয়ালিশ (১৭৯৩ খ্রীষ্টাব্দে)।
22. কত খ্রীষ্টাব্দে আকবর জন্মগ্রহণ করেন?
উঃ ১৫৭৫ খ্রীষ্টাব্দে।
23. সিন্ধুসভ্যতার বর্তমান নাম কী?
উঃ হরপ্পা সভ্যতা।
24. খানুয়ার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়?
উঃ ১৫২৭ খ্রীষ্টাব্দে।
25. দিল্লীর দাস বংশের অবসান কে করেন?
উঃ জালালউদ্দিন খলজী।
26. বাংলায় পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন?
উঃ দূর্জন সিং।
27. কে পাট্টা ও কবুলিয়ৎ প্রচলন করেন?
উঃ শেরশাহ।
28. মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত?
উঃ হায়দ্রাবাদ।
29. কোথায় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়?
উঃ হাম্পিতে।
30. মাদুরাই কাদের রাজধানী ছিল?
উঃ পাণ্ড্যদের।
31. পলাশীর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে ঘটেছিল?
উঃ ১৭৫৭ খ্রীষ্টাব্দে।
32. মৌর্য সম্রাট বৃহদ্রথকে কে হত্যা করেন?
উঃ পুষ্যমিত্র শুঙ্গ।
33. আকালত্খত কোন শিখ গুরু স্থাপন করেন?
উঃ গুরু গোবিন্দ সিং।
34. কলকাতার নাম আলিনগর কে রেখেছিলেন?
উঃ সিরাজ-উদ-দৌলা।
35. নাদিরশাহ কবে ভারত আক্রমণ করেন?
উঃ ১৭৩৯ খ্রীষ্টাব্দে।
36. বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?
উঃ মীরকাশিম।
37. ওয়াহাবী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ সৈয়দ আহমেদ।
38. কত সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮০০ খ্রীষ্টাব্দে।
39. কাউন্সিল অব এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮২ খ্রীষ্টাব্দে।
40. পঞ্চতন্ত্র কে লিখেছিলেন?
উঃ বিষ্ণুশর্মা।
41. ভারতবর্ষের শেষ বিদেশী গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।
42. জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
উঃ মহাবীরকে।
43. মৌর্য সাম্রাজের রাজধানী কী ছিল?
উঃ পাটলিপুত্র।
44. ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
45. দিল্লীর প্রথম দাস সুলতান কে ছিলেন?
উঃ কুতুবউদ্দিন আইবক।
46. মহম্মদ বিন তুঘলক কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন?
উঃ দেবগিরিতে।
47. পাণিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
উঃ ১৫২৬ খ্রীষ্টাব্দে।
48. হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত?
উঃ দিল্লীতে।
49. কংগ্রসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয়?
উঃ লাহোর অধিবেশনে।
50. গান্ধীজী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন কত সালে?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দে।
উপসংহার:
ইতিহাস সাধারণ জ্ঞান (GK) যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন WBCS, UPSC) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। উপরের ৫০টি প্রশ্ন ও উত্তর শিক্ষার্থীদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে এবং তাদের প্রস্তুতিকে আরও সুসংহত করবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই প্রশ্নগুলির সঙ্গে পরিচিত হওয়া শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পরীক্ষায় সঠিক উত্তর দেওয়ার দক্ষতা উন্নত করবে। ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি চর্চা করে আপনি নিজেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে রাখতে পারবেন।
আরও পড়ুনঃ
◼️ ৬০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর
◼️ পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
Please do not enter any spam link in the comment box.