Ads Area

General Knowledge in Bengali: ৬০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর | Part 99

General Knowledge in Bengali: ৬০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর | Part 99

৬০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর | Part 99
৬০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর | Part 99

এই পোস্টে পাবেন ৬০টি বাছাই করা সাধারণ জ্ঞানের প্রশ্ন ও সঠিক উত্তর। বিসিএস, ব্যাংক, ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলা ভাষায় সাধারণ জ্ঞানের ৬০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জানুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য উপযুক্ত এই প্রশ্নগুলো আপনার জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে।

আপনি কি বাংলা ভাষায় গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। এই পোস্টে আমরা তুলে ধরেছি ৬০টি বাছাইকৃত সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, ও অন্যান্য চাকরির পরীক্ষায় অত্যন্ত উপযোগী। প্রশ্নগুলো সহজ ও মনে রাখার উপযোগীভাবে সাজানো হয়েছে যাতে আপনি দ্রুত এবং কার্যকরভাবে প্রস্তুতি নিতে পারেন।


আরও পড়ুনঃ মৌর্য সাম্রাজ্য প্রশ্ন ও উত্তর | ভারতের প্রাচীন ইতিহাস


General Knowledge in Bengali - Part 99


০১. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয়?

উত্তরঃ ১১২নং ধারা।


০২. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

উত্তরঃ ভিটামিন A এর অভাবে।


০৩. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উত্তরঃ কর্ণাটক।


০৪. রাজ্যসভার সদস্যের কার্যকাল মেয়াদ কত বছর?

উত্তরঃ ছয় বছর।


০৫. URL এর পুরো নাম কি?

উত্তরঃ ইউনিফর্ম রিসোর্স লোকেটর।


০৬. পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি?

উত্তরঃ হিমালয়।


০৭. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি?

উত্তরঃ হিরাকুঁদ।


০৮. ভারতের দীর্ঘতম খাল কোনটি?

উত্তরঃ ইন্দিরা গান্ধী ক্যানেল।


০৯. কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়?

উত্তরঃ ১৮৫৬ সালে।


১০. স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।

(ads1)

১১. প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি?

উত্তরঃ টেকচাঁদ ঠাকুর।


১২. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি?

উত্তরঃ ভেগাস।


১৩. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ লালা হরদয়াল।


১৪. কে শকারি উপাধি গ্রহণ করেন?

উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।


১৫. কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়েছিল?

উত্তরঃ ১৯১১ সালে।


১৬. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

উত্তরঃ উমেশ চন্দ্র ব্যানার্জি।


১৭. গান্ধিজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল?

উত্তরঃ চম্পারণে।


১৮. গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয়?

উত্তরঃ পাকস্থলী।


১৯. কফিতে কোন উপাদান থাকে?

উত্তরঃ ক্যাফেইন।


২০. সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে?

উত্তরঃ ইউরেনাসকে।


আরও পড়ুনঃ ৫০+ গুরুত্বপূর্ণ বিজ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্ন


২১. সাবানের রাসায়নিক নাম কি?

উত্তরঃ সোডিয়াম স্টিয়ারেট।


২২. মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তরঃ জুডো।


২৩. কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায়?

উত্তরঃ ১৯২৮ সালে।


২৪. পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উত্তরঃ মধ্যপ্রদেশ।


২৫. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

উত্তরঃ ভিটামিন C এর অভাবে।


২৬. সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?

উত্তরঃ ঢোল গোবিন্দ।


২৭. গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে?

উত্তরঃ ক্লোরোপ্লাস্টে।


২৮. কে শকাব্দ প্রবর্তন করেন?

উত্তরঃ কনিষ্ক।


২৯. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?

উত্তরঃ মাউন্ট এভারেস্ট।


৩০. PVC পুরো নাম কি?

উত্তরঃ পলিভিনাইল ক্লোরাইড।


৩১. সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন?

উত্তরঃ ৩৫৬নং ধারা।


৩২. স্মাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তরঃ ব্যাডমিন্টন।


৩৩. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তরঃ হকি।

(ads2)

৩৪. রেশনিং প্রথা কে প্রবর্তন করেন?

উত্তরঃ আলাউদ্দিন খিলজি।


৩৫. বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত?

উত্তরঃ ঢাকাতে।


৩৬. নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?

উত্তরঃ তবলা।


৩৭. ভরত ছেত্রি কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তরঃ হকি।


৩৮. সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করেছে?

উত্তরঃ ৬১তম সংশোধনী।


৩৯. ভারতের দীর্ঘতম নদী কোনটি?

উত্তরঃ গঙ্গা।


৪০. JFM এর পুরো নাম কি?

উত্তরঃ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট।


আরও পড়ুনঃ বিখ্যাত শহর ও তাদের উপনাম


৪১. ভারতের দীর্ঘতম সেতু কোনটি?

উত্তরঃ বিহারের শোন নদীর সেতু।


৪২. ভারতের বৃহত্তম বিমান বন্দরের নাম কি?

উত্তরঃ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।


৪৩. ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি?

উত্তরঃ থর মরুভূমি।


৪৪. ভারতের বৃহত্তম মসজিদ কোনটি?

উত্তরঃ দিল্লীর জামা মসজিদ।


৪৫. ভারতীয় সংবিধানের কোন ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে?

উত্তরঃ ৪০নং ধারায়।


৪৬. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়?

উত্তরঃ বম্বে।


৪৭. অ্যাসিড আবিষ্কার হয় কত সালে?

উত্তরঃ ১৯৮১ সালে।


৪৮. সলবাইয়ের সন্ধি কত সালে হয়?

উত্তরঃ ১৭৮২ সালে।


৪৯. কুনিক উপাধি কে গ্রহণ করেন?

উত্তরঃ অজাতশত্রু।


৫০. HIV এর পুরো নাম কি?

উত্তরঃ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস।


৫১. GST এর পুরো কথা কী?

উত্তরঃ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স।


৫২. সিজদা ও পাইবস কে প্রবর্তন করেন?

উত্তরঃ গিয়াস উদ্দিন বলবন।


৫৩. ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে?

উত্তরঃ ১৭নং ধারা।


৫৪. ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে?

উত্তরঃ ১৯নং ধারা।


৫৫. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?

উত্তরঃ বল্লাল সেন।


৫৬. আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত?

উত্তরঃ দিল্লীতে।


৫৭. ডিবলিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত?

উত্তরঃ বাস্কেট বল।


৫৮. দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তরঃ শর্টপুট।


৫৯. গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২১ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ টোকিও, জাপান।


৬০. ১৯১৬ সালে হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ অ্যানি বেসান্ত।


উপসংহার

এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতকারীদের সহায়ক হবে বলে আমরা আশা করি। নিয়মিত এমন প্রশ্নোত্তর পড়লে আপনি আপনার জ্ঞান আরও উন্নত করতে পারবেন। পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!


আরো পড়ুন...

General Knowledge in Bengali - Part 98

General Knowledge in Bengali - Part 97

General Knowledge in Bengali - Part 96



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad