Ads Area

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 96

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 96

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 96
General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 96

বাংলা জিকে ডায়েরি 📘

General Knowledge in Bengali এর এই পর্বে থাকছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৮টি গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর।


General Knowledge in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব General Knowledge in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং General Knowledge in Bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


General Knowledge in Bengali Part 95


১। পাহাড়ে ওঠা কষ্টকর কেন?


➥ অভিকর্ষ বলের বিপরীতে কাজ করার জন্য।


২। লেখার চক কি দিয়ে তৈরি?


➥ ক্যালসিয়াম সালফেট (ফর্মুলা - CaSO4)।


৩। আপেক্ষিকতার তত্ত্ব কে আবিষ্কার করেন?


➥ অ্যালবার্ট আইনস্টাইন।


৪। 'পলিসাইথেমিয়া' কিসের সঙ্গে সম্পর্কিত একটি রোগ?


➥ লোহিত রক্তকণিকা।


৫। মহিষের দুধে গড় চর্বির পরিমাণ কত?


➥ ৭.২%।

 

৬। পারদের কোন যৌগ জীবাণুন নাশক হিসেবে ব্যবহৃত হয়?


➥ মারকিউরিক ক্লোরাইড (ফর্মুলা - HgCl2)।


৭। পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয়?


➥ প্লাজমা (প্রচলিত কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ছাড়াও)।


৮। মানবদেহে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?


➥ ইনসুলিন।


৯। কোন ভূতত্ত্ববিদের নামানুসারে রিখটার স্কেলের নামকরণ হয়েছে?


➥ চার্লস ফ্রান্সিস রিখটার।


১০। 'ডেটন চুক্তি'র মাধ্যমে কোন দ্বন্দ্বের অবসান ঘটে?


➥ বসনিয়ান যুদ্ধ (১৯৯৫ সালের ডিসেম্বরে 'ডেটন শান্তি চুক্তি' স্বাক্ষরিত হয়)।


১১। কবির কোন সাধকের শিষ্য ছিলেন?


➥ রামানন্দ।


১২। 'কিতাব-উল-হিন্দ'কার লেখা?


➥ আল বিরুনী।


১৩। 'গান্ধী মারা যেতে পারেন, কিন্তু গান্ধীবাদ চিরকাল থাকবে' - ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজী একথা বলেছিলেন?


➥ ১৯৩১ সালে করাচি অধিবেশন (এই অধিবেশনে 'গান্ধী আরউইন চুক্তি' অনুমোদিত হয়েছিল)।


১৪। মহাত্মা গান্ধী কতবার 'নোবেল শান্তি পুরস্কার'এর জন্য মনোনীত হয়েছিলেন?


➥ ৫ বার (১৯৩৭ সাল থেকে ১৯৪৮ সালের মধ্যে ৫ বার মনোনীত হন, কিন্তু কখনও পুরস্কার পাননি)।


১৫। বাহমনী রাজবংশের প্রথম রাজধানী ছিল কোন শহর?


➥ গুলবর্গা (এখন কালাবুর্গী)।

(ads1)

১৬। কে ৮ জন দিল্লি সুলতানের শাসনামলের সাক্ষী ছিলেন বলে কথিত আছে?


➥ আমির খসরু।


১৭। পল্লবরা কোন স্থানে তাদের রাজধানীর স্থাপন করেছিল?


➥ কাঞ্চী (আধুনিক কাঞ্চীপুরম)।


১৮। মৌর্য সাম্রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজধানী কি ছিল?


➥ তক্ষশীলা।


১৯। হিমালয়ের শেষপ্রান্তে কি ধরনের হ্রদের সৃষ্টি হয়?


➥ কেটল হ্রদ।


২০। বোম্বে'র (এখন মুম্বাই) কোন অংশটি 'ওল্ড ওমেনস আইল্যান্ড' নামে পরিচিত?


➥ কোলাবা (এটি ১৮৩৮ সালে তৈরি কোলাবা কজওয়ের মাধ্যমে মূল মুম্বাই দ্বীপের সঙ্গে সংযুক্ত ছিল)।


২১। 'মিঠি' নদী ভারতের কোন শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?


➥ মুম্বাই (এই নদীটি 'মাহিম' নদী নামে পরিচিত)।


২২। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?


➥ লাক্ষাদ্বীপ (৩২ বর্গ কিলোমিটার)।


২৩। ভারতের বৃহত্তম তেলক্ষেত্র কোনটি?


➥ বোম্বে হাই (ভারতের মোট উপরিশোধিত তেল উৎপাদনের ৬৫ শতাংশের জন্য দায়ী)।


২৪। ভারতের কোন রাজ্যে সৌরশক্তির উচ্চ সম্ভাবনা রয়েছে?


➥ রাজস্থান।


২৫। 'রেনুকূট'' কীজন্য বিখ্যাত?


➥ অ্যালুমিনিয়াম শিল্পের জন্য।


২৬। ভূরি বাই ও লাডো বাই ভারতের কোন আদিবাসী সম্প্রদায়ের বিখ্যাত শিল্পী?


➥ ভিল।


২৭। 'কনোলি খাল' ভারতের কোন রাজ্যে অবস্থিত?


➥ কেরল।


২৮। বিহারের কোন জেলায় সবথেকে বেশি বনভূমি রয়েছে?


➥ পশ্চিম চম্পারণ।


আরো পড়ুন...

General Knowledge in Bengali - Part 95

General Knowledge in Bengali - Part 94

General Knowledge in Bengali - Part 93

General Knowledge in Bengali - Part 92

General Knowledge in Bengali - Part 91


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad