Ads Area

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 93

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 93

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 93
General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 93

বাংলা জিকে ডায়েরি 📘

General Knowledge in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


General Knowledge in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব General Knowledge in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং General Knowledge in Bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


General Knowledge in Bengali Part 93


১। 'হ্যালিটোসিস' বলতে কোন বিষয়টিকে বোঝায়?

➥ দুর্গন্ধ।


২। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?

➥ লিভার।


৩। বুলেটপ্রুফ গাড়িতে কোন ধরনের কাঁচ ব্যবহৃত হয়

➥ পাইরেক্স কাঁচ।


৪। মানবদেহে কত জোড়া পাঁজর থাকে?

➥ ১২ জোড়া।


৫। ব্রোঞ্জে, তামার সঙ্গে কি মিশ্রিত থাকে?

➥ টিন।

 

৬। 'এপিস মেলিফেরা' পোকাটি সাধারণত কোন নামে পরিচিত?

➥ মৌমাছি।


৭। এসআই পদ্ধতিতে চাপের একক কি?

➥ পাস্কাল।


৮। দুধ যখন দইয়ে পরিণত হয়, তখন টক স্বাদের কারণ কি?

➥ ল্যাকটিক অ্যাসিড (C3H6O3)।


৯। কে প্রথম 'জাম্পিং জিন' আবিষ্কার করেন?

➥ বারবারা ম্যাকক্লিনটক।


১০। মদ্যপ গাড়িচালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে?

➥ ব্রেদালাইজার।


১১। মহাত্মা গান্ধী রচিত 'হিন্দ স্বরাজ' বইটি মূলত কোন ভাষায় লেখা হয়েছিল?

➥ গুজরাতি (১৯০৯ সালে)।


১২। ১৯২৫ সালের কানপুর অধিবেশনে ভারতীয় কংগ্রেসের সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন?

➥ সরোজিনী নাইডু (তিনি 'ভারতের নাইটেঙ্গেল' নামেও পরিচিত)।


১৩। 'খেদা সত্যাগ্রহ' কবে সংঘটিত হয়?

➥ ১৯১৮ সাল (মহাত্মা গান্ধী গুজরাতের খেদা জেলায় এটি শুরু করেন)।


১৪। 'সদর দিওয়ানি আদালত' প্রতিষ্ঠা করেন কে?

➥ ওয়ারেন হেস্টিংস (১৭৭২ সালে)।


১৫। কোন ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়?

➥ চতুর্থ (১৭৯৯ সালে মারা যান তিনি)।

(ads1)

১৬। বিশ্বের প্রথম তৈলচিত্র কোন দেশে পাওয়া গেছে?

➥ আফগানিস্তান।


১৭। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?

➥ ঋষভদেব।


১৮। চেরাসের রাজধানী কোনটি ছিল?

➥ ভাঞ্জি।


১৯। নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন, তখন দিল্লির সম্রাট কে ছিলেন?

➥ মুহাম্মদ শাহ।


২০। 'বৈজু বাওরা'র সমাধি মধ্যপ্রদেশের কোন স্থানে অবস্থিত?

➥ চান্দেরি ('বৈজু বাওরা'র আসল নাম বৈজনাথ মিশ্র, যিনি মধ্যযুগীয় ভারতের একজন ধ্রুপদ সঙ্গীতজ্ঞ)।


২১। ভারতের বৃহত্তম লবণ উৎপাদনকারী রাজ্য কোনটি?

➥ গুজরাট (প্রায় ১৬০ লাখ টন)।


২২। 'শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান' ভারতের কোন রাজ্যে অবস্থিত?

➥ অন্ধ্রপ্রদেশ (উদ্যানটির মোট এলাকা ৩৫৩ বর্গ কিলোমিটার)।


২৩। ত্রিপুরার একক বৃহত্তম শিল্প কোনটি?

➥ হস্তচালিত তাঁত।


২৪। ভারতের বনভূমির বৃহত্তম অংশের প্রতিনিধিত্ব করে কোন ধরনের বন?

➥ ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী।


২৫। কোন দ্বীপ 'ময়ূর দ্বীপ' নামে পরিচিত?

➥ উমানন্দ দ্বীপ (অসমের গুয়াহাটি শহরের মধ্য দিয়ে প্রবাহিত 'ব্রহ্মপুত্র' নদীর মাঝখানে অবস্থিত এই ক্ষুদ্রতম নদী দ্বীপ)।


২৬। 'ইন্দিরা পয়েন্ট'এর আগের নাম কি ছিল?

➥ পিগম্যালিয়ন পয়েন্ট (১৯৮০ সালে ইন্দিরা গান্ধীর সম্মানে এই নামকরণ করা হয়)।


২৭। হিমালয়ের প্রথম উত্থান শুরু হয়েছিল কোন যুগে?

➥ ইওসিন (৬৫ মিলিয়ন বছর আগে)।


২৮। কোন নদীর উৎপত্তি 'সতোপন্থ হিমবাহ' থেকে?

➥ অলকানন্দা (উত্তরাখণ্ডে অবস্থিত)।


২৯। ভারতের কোন হ্রদের জলের লবণাক্ততা সবথেকে বেশি?

➥ সাম্ভর (রাজস্থানে অবস্থিত)।


৩০। কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ সব থেকে বেশি?

➥ অ্যানথ্রাসাইট।


আরো পড়ুন...

General Knowledge in Bengali

Bengali GK Quiz

GK Mock Test in Bengali

ভারতের উল্লেখযোগ্য জাদুঘর ও অবস্থান তালিকা

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad