জিকে মক টেস্ট পর্ব - ১২৪ | GK Mock Test in Bengali - Part 124
![]() |
GK Mock Test in Bengali - Part 124 |
প্রিয় বন্ধুরা,
GK Mock Test in Bengali - Part 124 গুরুত্বপূর্ণ ২০টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আগামী পরীক্ষাগুলির প্রস্তুতির সুবিধার্থে বানানো হয়েছে।
মক টেস্ট হল একটি পরীক্ষা, যেখানে নম্বর গণনা হতে পারে বা নাও হতে পারে, যা মূলত ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনুশীলন হিসাবে কাজ করে এবং এই মক টেস্ট গুলির মাধ্যমে আপনারা যে কোনো পরীক্ষার আগে কতটা প্রস্তুত আছেন তার একটি ধারনা পেতে সক্ষম হবেন।
অনলাইন মক টেস্ট হল প্রকৃত পরীক্ষার মতো একটি পরীক্ষা এবং এই জিকে মক টেস্ট সিরিজগুলি সমাধান করা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি সম্পর্কে সঠিক ধারণা দেয়। এইধরনের মক টেস্ট (Mock Test) পর্বগুলির মধ্য দিয়ে আপনার জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান সম্পর্কে নিজের বুদ্ধিমত্তা বৃদ্ধি এবং আপনার দুর্বলতা কাটিয়ে উঠতে সহায়তা করবে। চাকরির পরীক্ষায় মক টেস্ট এর গুরুত্বের কথা মাথায় রেখে GK Mock Test in Bengali পর্বগুলি আমরা নিয়ে আসব প্রতিনিয়ত।
আজকের মকটেস্টের প্রশ্নগুলি ᅳ
▶ বেকিং সোডার রাসায়নিক নাম কি?
▶ নিচের কোনটির ভর সর্বাপেক্ষা কম?
▶ DDT কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
▶ প্রকৃতিজাত রবার কোন যৌগের পলিমার?
▶ সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়?
▶ ছত্রিশগড় এর রাজধানী কি?
▶ দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল-
▶ বাংলার দুঃখ কোন নদীকে বলে?
▶ আরাবল্লী কোন ধরনের পর্বত?
▶ তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
▶ কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে বর্ণিত আছে?
▶ বর্তমান ভারতের অর্থ কমিশনের সভাপতি কে?
▶ ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি কি?
▶ চণ্ডালিকা (Chandalika) গ্রন্থটি কার রচনা?
▶ ডুম্বুর লেক কোথায় অবস্থিত?
▶ "পার" শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
▶ নীল লোহিত কার ছদ্মনাম?
▶ ভারতের প্রথম মহিলা আইনজীবী কে?
▶ অল্টিমিটার হল-
▶ আইনস্টাইন এর সংশ্লিষ্ট বিষয় হল-
GK Mock Test in Bengali - Part 124
✿ বিষয় - জিকে
✿ প্রশ্ন সংখ্যা - ২০
✿ পূর্ণমান - ২০
✿ সময় - ২০ সেকেন্ড/প্রশ্ন
প্রতিটি প্রশ্নের জন্য সময় থাকছে ২০ সেকেন্ড।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Read More...
◾ GK Mock Test in Bengali - Part 119
◾ GK Mock Test in Bengali - Part 120
◾ GK Mock Test in Bengali - Part 121
◾ GK Mock Test in Bengali - Part 122
◾ GK Mock Test in Bengali - Part 123
আরও পড়ুন...
◾ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 পর্ব - ৩২
◾ কম্পিউটার সম্পর্কিত ফুল ফর্ম
◾ ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর
◾ বর্তমানে ভারতে কে কোন পদে আছেন 2022
Please do not enter any spam link in the comment box.