বর্তমানে ভারতে কে কোন পদে আছেন 2022 - ভারতের বর্তমান পদাধিকারী ব্যক্তি ২০২২
![]() |
ভারতের বর্তমান পদাধিকারী ব্যক্তি ২০২২ |
প্রিয় বন্ধুরা,
এই পেজে আমরা শেয়ার করলাম বর্তমানে ভারতে কে কোন পদে আছেন 2022, যেখানে ভারতের বর্তমান পদাধিকারী ব্যক্তি ২০২২ প্রশ্ন-উত্তর আকারে দেওয়া হল।
বিভিন্ন চাকরির পরীক্ষাগুলিতে ভারতের বর্তমান পদাধিকারী ব্যক্তি বা বর্তমানে ভারতে কে কোন পদে আছেন এই বিষয় থেকে বিভিন্ন প্রশ্ন আসতে দেখা যায়। আজকের এই পাঠটি আপনাদের খুবই সাহায্য করবে আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এই ধরনের প্রশ্নগুলির উত্তর দিতে। নিচে বর্তমানে ভারতে কে কোন পদে আছেন 2022 সেই সব ব্যক্তিদের পদগুলি সম্পর্কে আলোচনা করা হল।
সুতরাং আর কোনরকম সময় অপচয় না করে নিচের প্রশ্ন উত্তরগুলি যত্ন সহকারে পড়ে নিন যাতে আগামী পরীক্ষাগুলির ক্ষেত্রে কোন রকম সমস্যায় পড়তে না হয়।
(বিঃ দ্রঃ - এই পোস্টটি ০৭\১১\২২ তারিখের ভিত্তিতে বানানো হয়েছে।)
বর্তমানে ভারতে কে কোন পদে আছেন ::
প্রশ্নঃ- ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ- দ্রৌপদী মুর্মু।
প্রশ্নঃ- ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ- জগদীপ ধনকর।
প্রশ্নঃ- ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ- নরেন্দ্র মোদি।
প্রশ্নঃ- ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ- রাজীব কুমার।
প্রশ্নঃ- সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে?
উত্তরঃ- ডি ওয়াই চন্দ্রচূড়।
প্রশ্নঃ- ভারতের বর্তমান নৌসেনা প্রধানের নাম কি?
উত্তরঃ- আর হরি কুমার।
প্রশ্নঃ- ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কি?
উত্তরঃ- ভি আর চৌধুরী।
প্রশ্নঃ- ভারতের বর্তমান সেনাবাহিনীর প্রধানের নাম কি?
উত্তরঃ- মনোজ পান্ডে।
প্রশ্নঃ- ভারতের রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর কে?
উত্তরঃ- শক্তিকান্ত দাস।
প্রশ্নঃ- ভারতের বর্তমান লোকসভা স্পিকারের নাম কি?
উত্তরঃ- ওম বিড়লা।
প্রশ্নঃ- BSF-এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে?
উত্তরঃ- পঙ্কজ কুমার সিং।
প্রশ্নঃ- ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে?
উত্তরঃ- তপন ডেকা।
প্রশ্নঃ- সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে?
উত্তরঃ- সুবোধ কুমার জয়সওয়াল।
প্রশ্নঃ- সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে?
উত্তরঃ- সুজন লাল থাওসেন।
প্রশ্নঃ- ভারতের বর্তমান চিফ ইনফরমেশন কমিশনার কে?
উত্তরঃ- যশোবর্ধন কুমার সিং।
প্রশ্নঃ- ভারতের বর্তমান ডিফেন্স সেক্রেটারি কে?
উত্তরঃ- আরামানে গিরিধর।
প্রশ্নঃ- ভারতের বর্তমান হোম সেক্রেটারির নাম কি?
উত্তরঃ- অজয় কুমার ভাল্লা।
প্রশ্নঃ- ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে?
উত্তরঃ- আর ভেঙ্কটরমানী।
প্রশ্নঃ- ভারতের বর্তমান Comptroller and Auditor General (CAG) কে?
উত্তরঃ- গিরিশচন্দ্র মর্মু।
প্রশ্নঃ- ডিআরডিও (DRDO)-এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তরঃ- সমির ভি কামাত।
প্রশ্নঃ- ইসরো (ISRO)-এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তরঃ- এস সোমনাথ।
প্রশ্নঃ- এসএসবি (SSB)-এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে?
উত্তরঃ- সুজন লাল থাওসেন।
প্রশ্নঃ- আইটিবিপি (ITBP)-এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে?
উত্তরঃ- আনিশ দয়াল সিং।
প্রশ্নঃ- সিআইএসএফ (CISF)-এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে?
উত্তরঃ- শীলবর্ধন সিং।
প্রশ্নঃ- ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে?
উত্তরঃ- অজিত দোভাল।
প্রশ্নঃ- RAW-এর বর্তমান সেক্রেটারির নাম কি?
উত্তরঃ- সামন্ত গোয়েল।
প্রশ্নঃ- ভারতের বর্তমান লোকসভার সেক্রেটারি কে?
উত্তরঃ- উৎপল কুমার সিং।
প্রশ্নঃ- National Investigation Agency (NIA)-এর বর্তমান ডিরেক্টর কে?
উত্তরঃ- দিনকার গুপ্ত।
প্রশ্নঃ- ভারতের বর্তমান সলিসিটর জেনারেল কে?
উত্তরঃ- তুষার মেহতা।
প্রশ্নঃ- প্রধানমন্ত্রীর বর্তমান প্রধান সচিব কে?
উত্তরঃ- পি কে মিশ্রা।
প্রশ্নঃ- প্রধানমন্ত্রীর বর্তমান উপদেষ্টা কে?
উত্তরঃ- অমিত খারে।
প্রশ্নঃ- UPSC-এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তরঃ- মনোজ সোনী।
প্রশ্নঃ- নীতি আয়োগ এর বর্তমান CEO কে?
উত্তরঃ- পরমেশ্বরণ আইয়ার।
প্রশ্নঃ- নীতি আয়োগ এর বর্তমান সভাপতির কে?
উত্তরঃ- নরেন্দ্র মোদি।
প্রশ্নঃ- BCCI-এর বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ- রজার বিনি।
প্রশ্নঃ- ভারতের বর্তমান রেভিনিউ সেক্রেটারি কে?
উত্তরঃ- সঞ্জয় মালহোত্রা।
প্রশ্নঃ- ED-এর বর্তমান ডিরেক্টর কে?
উত্তরঃ- সঞ্জয় কুমার মিশ্র।
প্রশ্নঃ- ভারতের বর্তমান ফাইন্যান্স সেক্রেটারি কে?
উত্তরঃ- টি ভি সোমানাথন।
আরও পড়ুন...
◾ কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২২
◾ ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর পর্ব - ২
◾ ভারতের উল্লেখযোগ্য জাদুঘর ও অবস্থান তালিকা
Please do not enter any spam link in the comment box.