History GK Questions with Answers Part 4 - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর
History GK Questions with Answers Part 4 |
নমস্কার বন্ধুরা,
'বাংলা জিকে ডায়েরি'র এই পেজে থাকছে History GK Questions with Answers Part 4 যেখানে কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে।
ভারতীয় ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদিতে আসতে দেখা যায়। History GK Questions with Answers Part 4 এ তাই Competitive Exams এর জন্য Indian History থেকে MCQs আকারে গুরুত্বপূর্ণ ১৫টি ইতিহাস জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল। প্রশ্নগুলি একবার ভালো করে দেখে নিন।
আরও পড়ুন...
◾ History GK for Competitive Exam (All Part)
History GK Questions with Answers Part 4 ::
1. "আয়ুর্বেদ" এর উৎপত্তিস্থল কোন বেদ?
2. ভিগো রাজ 4 কোথাকার শাসক ছিলেন?
3. 1922 সালের ফেব্রুয়ারিতে অসহযোগ আন্দোলন স্থগিত হয়ে যায় কোন কারণে?
4. Recommendation Federal Government এ কতজন মেম্বার ছিল?
5. "ভারতের নিজস্ব একটা সংবিধান তৈরি করা হোক", এই দাবি প্রথম কে তুলেছিলেন?
6. হাসান গঙ্গু নামে কে পরিচিত ছিল?
7. আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্যের পূর্ব অংশ কার অধীনে আসে?
8. কোন মৌর্য রাজা "অমৃতাঘাত" উপাধি ধারণ করেন?
9. কুতুবউদ্দিন আইবক কোথায় আধাই-দিন-কা ঝোপড়া নির্মাণ করেছিলেন?
10. ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর আরোপকারী দিল্লির সুলতান কে ছিলেন?
11. মহম্মদ বিন কাসিম কখন সিন্ধু জয় করেন?
12. ওস্তাদ মনসুর আলী কার দরবারে একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন?
13. মহাত্মা গান্ধী সম্পর্কে কে বলেছেন যে তিনি একজন "অর্ধ নগ্ন ফকির"?
14. মুর্শিদকুলি খাঁ, আলীবর্দী খাঁ ও সিরাজদৌল্লা কোথাকার নবাব ছিলেন?
15. "সারফারোশি কি তামান্না আব হামারে দিল মে হে", এই গানটি কে লিখেছিলেন?
আরও পড়ুন...
◾ GK Mock Test in Bengali 2022 Part 115
◾ GK Questions and Answers in Bengali Part 24
◾ ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্ট, প্রতিষ্ঠাকাল, জুরিসডিকশন ও প্রধান বিচারপতিদের নামের তালিকা
Please do not enter any spam link in the comment box.