Current Affairs in Bengali 2022 - October (Part 1) - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022
Current Affairs in Bengali 2022 - October (Part 1) |
নমস্কার বন্ধুরা,
বাংলা জিকে ডায়েরি'র এই পেজে আমরা শেয়ার করলাম Current Affairs in Bengali 2022 - October (Part 1) যেখানে থাকছে ৪৫টি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022.
Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Current Affairs in Bengali 2022 - October (Part 1) - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।
Monthly Current Affairs হল কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা সম্ভব নাও হতে পারে কিন্তু Monthly Current Affairs এর এক-লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2022 দ্বারা সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।
আরও পড়ুন...
◾ Current Affairs in Bengali - July 2022
◾ Current Affairs in Bengali - August 2022
◾ Current Affairs in Bengali - September 2022
Current Affairs 2022 in Bengali - October (Part 1) ::
১) প্রবীণ নাগরিকদের সঙ্গ-সহায়তা দিতে, কে সম্প্রতি 'গুডফেলোজ' নামে এক স্টার্টআপে বিনিয়োগ করতে চলেছেন?
উত্তরঃ- রতন টাটা (এটি তৈরি করেছেন শান্তনু নাইডু, যিনি এখন 'টাটা' অফিসে জেনারেল ম্যানেজার হিসাবে কর্মরত)।
২) যুক্তরাজ্যে, ভারতের পরবর্তী হাই-কমিশনার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- বিক্রম দোরাইস্বামী।
৩) প্রত্যন্ত দুর্গম এলাকার বাসিন্দাদের ওষুধের প্রয়োজনীয়তা মেটাতে, ভারতের কোন রাজ্য সম্প্রতি 'মেডিসিন ফ্রম দ্য স্কাই' প্রকল্প চালু করল?
উত্তরঃ- অরুণাচল প্রদেশ।
৪) 'ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফিনান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট'এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- রাজকিরণ রায় জি.।
৫) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি সব সরকারি বিভাগে ক্রীড়াবিদদের জন্য ২% চাকরি সংরক্ষণের সিদ্ধান্ত নিল?
উত্তরঃ- কর্ণাটক সরকার।
৬) 'ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ'এর এক্সিকিউটিভ সেক্রেটারি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- সাইমন স্টিয়েল।
৭) ভারতের কোন রাজ্যে প্রথম স্টিল বর্জ্য দিয়ে রাস্তা তৈরি করছে 'বর্ডার রোডস অর্গানাইজেশন'?
উত্তরঃ- অরুণাচল প্রদেশ।
৮) কোন প্রতিষ্ঠানের গবেষকরা সম্প্রতি ভারতের প্রথম থ্রিডি প্রিন্টেড কৃত্রিম মানব কর্নিয়া তৈরি করলেন?
উত্তরঃ- আইআইটি হায়দ্রাবাদ।
৯) বিশ্বে প্রথম ওমিক্রন টিকা অনুমোদন করল কোন দেশ?
উত্তরঃ- যুক্তরাজ্য।
১০) কেনিয়ার প্রেসিডেন্ট এখন কে?
উত্তরঃ- উইলিয়াম রুটো।
১১) ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে, 'হর ঘর তিরঙ্গা' ওয়েবসাইটে মোট কত সেলফি আপলোড করা হয়েছে?
উত্তরঃ- ৫ কোটিরও বেশি।
১২) কোন ২ দেশে সম্প্রতি দীর্ঘ আঙ্গুল যুক্ত বাদুড়ের খোঁজ পেলেন একদল গবেষক?
উত্তরঃ- ভারত ও শ্রীলঙ্কা।
১৩) বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম মার্কিনী নাগরিক হিসাবে, ২০২২ সালে কে 'পুলিৎজার পুরস্কার' পেলেন?
উত্তরঃ- চিত্রশিল্পী ও গল্পকার ফাহমিদা আজিম।
১৪) ভারতীয় রেলের দীর্ঘতম মালবাহী ট্রেনটির নাম কি?
উত্তরঃ- সুপার ভাসুকি (মোট ২৯৫টি কোচ বিশিষ্ট এই ট্রেনটি একসঙ্গে ২৭,০০০ টন কয়লা পরিবহন করে রেকর্ড গড়েছে)।
১৫) 'বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন' বোর্ড অফ ট্রাস্টিতে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
উত্তরঃ- 'কনভারজেন্স ফাউন্ডেশন'এর প্রতিষ্ঠাতা আশিস ধাওয়ান।
১৬) সম্প্রতি গ্রেপ্তারকৃত মাদকদ্রব্য অপরাধীদের বিষয়ে ডাটাবেস, দেশের মাদক আইন প্রয়োগের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য প্রশিক্ষণ কর্তৃপক্ষের ব্যবহারের জন্য তৈরি হল ভারতের প্রথম পোর্টাল। পোর্টালটির নাম কি?
উত্তরঃ- NIDAAN (যার পুরো নাম 'ন্যাশনাল ইন্টিগ্রেটেড ডাটাবেস অন অ্যারেস্টেড নার্কো-অফেন্ডার্স')।
১৭) কোথায় সম্প্রতি ভারতের বৃহত্তম বেসরকারি হাসপাতালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
উত্তরঃ- হরিয়ানার ফরিদাবাদে (হাসপাতালটির নাম অমৃতা হাসপাতাল)।
১৮) টেলিভিশন নেটওয়ার্ক 'ডিজনি+ হটস্টার'এর এমসিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- সজিথ শিবানন্দন।
১৯) দ্রুত মাঙ্কিপক্স শনাক্ত করতে, কে সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মেড টেক জোনে প্রথম দেশীয়ভাবে তৈরি আরটি-পিসিআর কিট চালু করলেন?
উত্তরঃ- কেন্দ্রীয় সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অজয় কুমার সুদ।
২০) সম্প্রতি কোন ভারতীয় সঙ্গীত শিল্পীর নামে কানাডার একটি রাস্তার নাম রাখা হল?
উত্তরঃ- আল্লা রাখা রহমান (রাস্তাটির নাম আল্লা রাখা রহমান স্ট্রিট)।
২১) ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে, কোথায় সম্প্রতি ভারতের প্রথম ভূমিকম্প স্মৃতিসৌধ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
উত্তরঃ- গুজরাতের ভুজে।
২২) কে সম্প্রতি 'সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া'র পূর্ণ সময়ের সদস্য হিসাবে মনোনীত হলেন?
উত্তরঃ- অধ্যাপক অনন্ত নারায়ণ গোপালকৃষ্ণণ।
২৩) ২০২২ সালে কে 'মিস ডিভা ইউনিভার্স'এর খেতাব পেলেন?
উত্তরঃ- কর্নাটকের দিভিতা রাই।
২৪) সম্প্রতি জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষিত হওয়া, 'অনঙ্গ তার হ্রদ' ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?
উত্তরঃ- দিল্লি।
২৫) ভারতের প্রথম থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিস কোথায় তৈরি হতে চলেছে?
উত্তরঃ- কর্নাটকের বেঙ্গালুরু শহরে।
২৬) সম্প্রতি কোথায় 'খাদি উৎসব' অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ- আহমেদাবাদ।
২৭) 'ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিনান্স কোম্পানি' লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- মহেন্দ্র এন. শাহ।
২৮) ২০২২ সালে কে সাহিত্য আকাদেমির 'যুব সাহিত্য পুরস্কার' পেলেন?
উত্তরঃ- সুমন পাতারি ('লিখে কিছু হয় না' কবিতার জন্য এই পুরস্কার পেলেন তিনি)।
২৯) সম্প্রতি বেআইনিভাবে তৈরি হওয়ার কারণে ভেঙে ফেলা ভবনটির নাম কি?
উত্তরঃ- উত্তরপ্রদেশের নয়ডায় অবস্থিত 'টুইন টাওয়ার'।
৩০) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি সারা রাজ্যে ভিনাইল ব্যানার বা পোস্টার নিষিদ্ধ করল?
উত্তরঃ- অন্ধ্রপ্রদেশ।
৩১) কে সম্প্রতি প্রথম ভারতীয় হিসাবে, 'লুসান ডায়মন্ড লীগ'এ সোনার পদক পেয়ে ইতিহাস গড়লেন?
উত্তরঃ- অলিম্পিক চ্যাম্পিয়ন জাবলিন থ্রোয়ার নীরজ চোপড়া (প্রথম প্রচেষ্টায় ৮৯.০৮ এটা দূরত্বে জ্যাভলিন ছুড়ে এই খেতাব জিতলেন তিনি)।
৩২) প্রথম ভারতীয় মহিলা পাইলট হিসাবে, উত্তর মেরুর ওপর দিয়ে ১৬,০০০ কিলোমিটার রেকর্ড দূরত্বে পাড়ি দেওয়ায়, কে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো অ্যাভিয়েশন জাদুঘরে স্থান পেলেন?
উত্তরঃ- 'এয়ার ইন্ডিয়া'র সিনিয়র পাইলট জোয়া আগারওয়াল।
৩৩) কে সম্প্রতি বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে, একটি ছোট বিমানের সাহায্যে একা সারা বিশ্ব ঘুরে নতুন রেকর্ড গড়লেন?
উত্তরঃ- ১৭ বছর বয়সী বেলজিয়ান-ব্রিটিশ পাইলট ম্যাক রাদারফোর্ড।
৩৪) কোন দেশ সম্প্রতি বিশ্বে এই প্রথম কফি বিষয়ক মন্ত্রী নিয়োগ করল?
উত্তরঃ- পাপুয়া নিউ গিনি সরকার (মন্ত্রীর নাম জো কুলি)।
৩৫) 'ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো'র পরিসংখ্যান অনুযায়ী, কোন শহর সম্প্রতি দেশের সবথেকে নিরাপদ শহরের তকমা পেল?
উত্তরঃ- কলকাতা।
৩৬) ভারতের কোন রাজ্যে সম্প্রতি দ্বিতীয় রেলওয়ে স্টেশন চালু হল?
উত্তরঃ- নাগাল্যান্ড (নাগাল্যান্ডের শোখুভিতে এই স্টেশনের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নেফিউ রিও)।
৩৭) কে সম্প্রতি ৩১ তম 'ব্যাস সম্মান' পেলেন?
উত্তরঃ- হিন্দি লেখক ড. আসগর বাজাহাট (তার নাটক 'মহাবলী'র জন্য এই সম্মানজনক পুরস্কার পেলেন তিনি)।
৩৮) 'রাষ্ট্রসঙ্ঘ'এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বিশ্বে সর্বনিম্ন প্রজনন হার কোন দেশে?
উত্তরঃ- দক্ষিণ কোরিয়া।
৩৯) 'নীতি আয়োগ'এর বিচারে, ভারতের সেরা উচ্চাকাঙ্খী জেলা কোনটি?
উত্তরঃ- উত্তরাখণ্ডের হরিদ্বার।
৪০) 'অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন'এর নতুন প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- কল্যান চৌবে।
৪১) সম্প্রতি আন্তর্জাতিক টোয়েন্টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী মুশফিকুর রহিম কোন দেশের ক্রিকেটার?
উত্তরঃ- বাংলাদেশ।
৪২) ৩৬ তম 'জাতীয় গেমস'এর ম্যাসকট কি?
উত্তরঃ- সাভাজ (গুজরাটি ভাষায় যার অর্থ 'শাবক')।
৪৩) 'টোকিও অলিম্পিক্স'এ যে জ্যাভলিনটি ছুড়ে সোনার পদক পেয়েছিলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া, সেই ঐতিহাসিক জ্যাভলিনটি সম্প্রতি 'আন্তর্জাতিক অলিম্পিক্স মিউজিয়াম'কে দান করলেন তিনি। 'আন্তর্জাতিক অলিম্পিক মিউজিয়াম' কোথায় অবস্থিত?
উত্তরঃ- সুইজারল্যান্ডের লুসানে।
৪৪) সম্প্রতি অবসর ঘোষণাকারী রাহুল শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তরঃ- ক্রিকেট।
৪৫) কে সম্প্রতি বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে, আন্তর্জাতিক টোয়েন্টি-২০ ক্রিকেটে ৩,৫০০ রান করলেন?
উত্তরঃ- ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
Please do not enter any spam link in the comment box.