Ads Area

Indian Polity MCQ in Bengali - Indian Constitution GK in Bengali - সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন

Indian Polity MCQ in Bengali - Indian Constitution GK in Bengali - সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন

Indian Constitution GK in Bengali

এই পাঠে discuss করব Indian Polity MCQ in Bengali. আগামী সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য Indian Constitution GK সম্পর্কিত 20 টি গুরুত্বপূর্ণ এবং কমন যোগ্য প্রশ্ন আমরা আলোচনা করব।
প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানের mcq bangla, ভারতের সংবিধান gk, সংবিধান সংক্রান্ত প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর, ভারতীয় রাজনীতি থেকে অনেক জিকে প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতীয় সংবিধান জিকে প্রশ্ন।


Indian Polity MCQ in Bengali


1. কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা স্বপদে বহাল থাকেন?

A) 58 বছর
B) 62 বছর
C) 65 বছর
D) 70 বছর

Ans: B) 62 বছর

2. সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতি ছাড়াও আর কতজন বিচারপতি থাকতে পারে?

A) 7 জন
B) 9 জন
C) 33 জন
D) 31 জন

Ans: C) 33 জন

3. রাজ্যের প্রধান বিচারালয়ের (হাইকোর্টের) প্রধান বিচারপতি কে নিয়োগ করেন?

A) রাজ্যের রাজ্যপাল
B) রাজ্যের মুখ্যমন্ত্রী
C) ভারতের রাষ্ট্রপতি
D) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

Ans: C) ভারতের রাষ্ট্রপতি

4. কোন বছরে নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসেবে তৈরি হয়েছিল?

A) 1962
B) 1961
C) 1963
D) 1964

Ans: A) 1962

5. ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী কে ছিলেন?

A) বি. আর. আম্বেদকর
B) সর্দার বলদেব সিং
C) মৌলানা আবুল কালাম আজাদ
D) সর্দার বল্লভ ভাই প্যাটেল

Ans: D) সর্দার বল্লভ ভাই প্যাটেল

6. নিচের কোনটি ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব হিসেবে তালিকাভুক্ত নয়?

A) ট্রাফিক নিয়ম মান্য করা
B) প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নতি করা
C) সরকারি সম্পত্তি রক্ষা করা
D) বৈজ্ঞানিক চিন্তাভাবনার বিকাশ

Ans: A) ট্রাফিক নিয়ম মান্য করা

7. ভারতের সংবিধানের ২য় তফসিলের পার্ট 2E তে নিচের কার বেতন/ভাতার উল্লেখ আছে?

A) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিব
B) কেন্দ্রীয় সরকারের মন্ত্রিপরিষদের সচিব
C) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব
D) নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল

Ans: D) নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল

8. নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হিসেবে সবথেকে কম সময় ছিলেন?

A) ফখরুদ্দিন আলি আহমেদ
B) শ্রী নিলম সঞ্জীব রেড্ডি
C) গিয়ানি জাইল সিং
D) জাকির হোসেন

Ans: D) জাকির হোসেন

9. ভারতীয় সংবিধানের মুখবন্ধে (Preamble) তিন ধরনের বিচারের কথা বলা হয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এতে অন্তর্ভুক্ত নেই?

A) সামাজিক ন্যায়বিচার
B) অর্থনৈতিক বিচার
C) রাজনৈতিক বিচার
D) সাংস্কৃতিক বিচার

Ans: D) সাংস্কৃতিক বিচার

10. ভারতীয় সংবিধানের মুখবন্ধ (Preamble) মাত্র একবার সংশোধিত করা হয়েছিল 1976 খ্রিস্টাব্দে, কততম সংবিধানের মাধ্যমে?

A) 44 তম
B) 42 তম
C) 76 তম
D) 54 তম

Ans: B) 42 তম

11. বর্তমানে ভারতীয় সংবিধানে ________ টি তফশিল, ________ টি পার্ট এবং ________ টি আর্টিকেল রয়েছে।

A) 8, 22, 395
B) 10, 18, 278
C) 12, 24, 450
D) 12, 25, 448

Ans: D) 12, 25, 448

12. লোকসভার সেক্রেটারি জেনারেল কে নিযুক্ত করেন?

A) রাজ্যসভা
B) লোকসভার স্পিকার
C) রাষ্ট্রপতি
D) প্রধানমন্ত্রী

Ans: B) লোকসভার স্পিকার

13. সংবিধান সংশোধনীর কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে উল্লেখ রয়েছে?

A) পার্ট 16
B) পার্ট 19
C) পার্ট 20
D) পার্ট 21

Ans: C) পার্ট 20

14. ভারতের 27 তম রাজ্য কোনটি?

A) ছত্রিশগড়
B) উত্তরাখণ্ড
C) ঝাড়খন্ড
D) গোয়া

Ans: B) উত্তরাখণ্ড

15. ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?

A) আমেরিকা
B) ব্রিটেন
C) রাশিয়া
D) আয়ারল্যান্ড

Ans: B) ব্রিটেন

16. সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়?

A) মৌলিক দায়িত্ব
B) মুখবন্ধ
C) নাগরিকত্ব
D) নির্দেশাত্মক নীতি

Ans: B) মুখবন্ধ

17. নিম্নের কোনটি সাংবিধানিক কমিশন নয়?

A) ইলেকশন কমিশন
B) ফিনান্স কমিশন
C) অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন
D) ন্যাশনাল কমিশন ফর ওম্যান

Ans: D) ন্যাশনাল কমিশন ফর ওম্যান

18. ভারতীয় সংবিধানের 324-328 ধারাগুলো নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত?

A) ট্রাইব্যুনাল
B) নির্বাচন
C) বর্ণপ্রথা
D) পঞ্চায়েত ব্যবস্থা

Ans: B) নির্বাচন

19. নিম্নলিখিত কোন সংশোধনীর অধীনে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল?

A) 61 তম সংবিধান সংশোধন
B) 86 তম সংবিধান সংশোধন
C) 42 তম সংবিধান সংশোধন
D) 69 তম সংবিধান সংশোধন

Ans: D) 69 তম সংবিধান সংশোধন

20. ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত?

A) 110
B) 108
C) 280
D) 370

Ans: B) 108



More Important GK Link
Popular Names of Towns in India Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad