ভারত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য | ভারতের বিভিন্ন শহরের জনপ্রিয় নাম - Popular Names of Towns in India
![]() |
Popular Names of Towns in India |
নমস্কার বন্ধুরা,
আজকের এই পাঠে আপনাদের জন্য থাকছে ভারতের সম্পর্কে কিছু প্রশ্ন। ভারত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই পাঠটি আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপকারী থাকবে। এখানে আপনি ৫৫টি খুবই গুরুত্বপূর্ণ ভারতের সম্পর্কে প্রশ্ন পাবেন। প্রশ্নগুলি একবার ভালো করে দেখে নিন। এগুলি থেকে কিছু প্রশ্ন বিগত পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষাতেও এই ধরনের প্রশ্নগুলি আসার সম্ভবনা আছে।
ভারতের বিভিন্ন শহরের জনপ্রিয় নাম
১| কাকে 'ভারতের প্রবেশদ্বার' বলা হয়?
➣ মুম্বাই কে।
২| 'ভারতের ম্যাঞ্চেস্টার' নামে কোন শহর পরিচিত?
➣ আমেদাবাদ।
৩| কোন শহরকে ভারতের 'বিজ্ঞান নগরী' বলা হয়?
➣ ব্যাঙ্গালোর কে।
৪| ভারতের কোন শহর 'গোলাপী শহর' নামে পরিচিত?
➣ জয়পুর।
৫| কোন শহর 'মূলধনের শহর' নামে পরিচিত?
➣ মুম্বাই।
৬| কোন শহরকে ভারতের 'উদ্যান নগরী' বলা হয়?
➣ লখনৌকে।
৭| কোন শহর 'মশলা শহর' নামে পরিচিত?
➣ কালিকট।
৮| কাকে ভারতের 'খনিজ ভান্ডার' বলা হয়?
➣ ছোটোনাগপুর মালভূমিকে।
৯| কোন শহরকে 'কমলালেবুর শহর' বলা হয়?
➣ নাগপুরকে।
১০| কোন শহর 'সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া' নামে পরিচিত?
➣ ব্যাঙ্গালোর।
১১| কাকে ভারতের 'ভূস্বর্গ' বলা হয়?
➣ কাশ্মীরকে।
১২| ভারতের সবচেয়ে বড় প্রতিবেশীর নাম কি?
➣ চীন।
১৩| ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশীর নাম কি?
➣ মালদ্বীপ।
১৪| কোন দেশের সাথে ভারতের সবচেয়ে বেশি সীমানা রয়েছে?
➣ বাংলাদেশ।
১৫| কোন দেশের সাথে ভারতের সবচেয়ে কম সীমানা রয়েছে?
➣ আফগানিস্তান।
১৬| কোন শহর 'মিষ্টি শহর' নামে পরিচিত?
➣ মুজফফরপুর।
১৭| কোন শহরকে 'লিচুর শহর' বলা হয়?
➣ মুজফফরপুর।
১৮| কোন শহর 'সূর্য শহর' নামে পরিচিত?
➣ যোধপুর।
১৯| কোন শহরকে 'নীল শহর' বলা হয়?
➣ যোধপুর।
২০| কোন শহরকে 'City of Joy' বলা হয়?
➣ কলকাতা।
২১| কোন শহর 'প্রাসাদের শহর' নামে পরিচিত?
➣ কলকাতা।
২২| কোন শহরকে 'প্রাচ্যের স্কটল্যান্ড' বলা হয়?
➣ শিলং।
২৩| পশ্চিমবঙ্গের কোন শহরকে 'পাহাড়ের রানী' বলা হয়?
➣ দার্জিলিং।
২৪| কোন শহরকে 'ভারতের স্কটল্যান্ড' বলা হয়?
➣ কুর্গ।
২৫| কোন শহর 'বিশ্বের চামড়ার শহর' নামে পরিচিত?
➣ কানপুর।
২৬| কোন শহরকে 'ভারতের মন্দিরের শহর' বলা হয়?
➣ ভুবনেশ্বর।
২৭| কোন শহরকে 'বাংলার অক্সফোর্ড' বলা হয়?
➣ নবদ্বীপ।
২৮| কোন শহর 'ভারতের ডায়মন্ড সিটি' নামে পরিচিত?
➣ সুরাট।
২৯| কোন শহরকে 'রূপোর নগরী' বলা হয়?
➣ কটক।
৩০| কোন শহর 'হ্রদের শহর' নামে পরিচিত?
➣ উদয়পুর।
৩১| কোন শহর 'নবাবদের শহর' নামে পরিচিত?
➣ লখনউ।
৩২| কোন শহরকে 'ভারতের পিটসবার্গ' বলা হয়?
➣ জামশেদপুর।
৩৩| কোন শহরকে 'ভারতের ইস্পাত শহর' বলা হয়?
➣ জামশেদপুর।
৩৪| কোন শহরকে 'কলার শহর' বলা হয়?
➣ জলগাঁও।
৩৫| কোন শহরকে 'আরব সাগরের রানী' বলা হয়?
➣ কোচি।
৩৬| কোন শহরকে 'ডুয়ার্সের প্রবেশদ্বার' বলা হয়?
➣ শিলিগুড়ি।
৩৭| কোন শহর 'দাক্ষিণাত্যের রানী' নামে পরিচিত?
➣ পুনে।
৩৮| ভারতের কোন শহরকে 'প্রাচ্যের রোম' বলা হয়?
➣ ম্যাঙ্গালোর।
৩৯| ভারতের কোন শহরকে 'পূর্বের গোয়া' বলা হয়?
➣ বিশাখাপত্তনম।
৪০| কোন শহরকে 'দক্ষিণের প্রবেশদ্বার' বলা হয়?
➣ চেন্নাই।
৪১| কোন শহরকে 'দক্ষিণ ভারতের ম্যানচেস্টার' বলা হয়?
➣ কয়েম্বাটুর।
৪২| কোন শহরকে 'সোনালী শহর' বলা হয়?
➣ অমৃতসর।
৪৩| কোন শহরকে 'ভারতের প্যারিস' বলা হয়?
➣ জয়পুর।
৪৪| কোন শহরকে 'চন্দন কাঠের শহর' বলা হয়?
➣ মহীশূর।
৪৫| কোন শহরকে 'মুক্তোর শহর' বলা হয়?
➣ হায়দ্রাবাদ।
৪৬| কোন শহরকে 'ধানক্ষেতের শহর' বলা হয়?
➣ তিরুনেলভেলি।
৪৭| কোন শহর 'কমলা শহর' নামে পরিচিত?
➣ নাগপুর।
৪৮| কোন শহরকে 'প্রাচ্যের এথেন্স' বলা হয়?
➣ মাদুরাই।
৪৯| কোন শহরকে 'উৎসবের শহর' বলা হয়?
➣ মাদুরাই।
৫০| কোন শহরকে 'কালো হীরের দেশ' বলা হয়?
➣ আসানসোল।
৫১| কোন শহরকে 'ভারতের স্বর্ণ রাজধানী' বলা হয়?
➣ ত্রিশুর।
৫২| কোন দুটি শহরকে 'যমজ শহর' বলা হয়?
➣ হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ
৫৩| কোন শহর 'ভারতের আর্থিক রাজধানী' নামে পরিচিত?
➣ মুম্বাই।
৫৪| 'সপ্তদ্বীপের শহর' কোন শহরকে বলা হয়?
➣ মুম্বাই।
৫৫| কোন শহরকে 'প্রাচ্যের প্যারিস' বলা হয়?
➣ পন্ডিচেরি।
READ MORE
▶ ব্যাঙ্কের সংযুক্তিকরণ সম্পর্কিত তথ্য
▶ কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্র ও তাদের ব্যবহার
▶ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ আদিবাসী বিদ্রোহ সম্পর্কিত ১৫০টি প্রশ্নোত্তর
Please do not enter any spam link in the comment box.