কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্র ও তাদের ব্যবহার - A few scientific instruments and their uses
কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্র ও তাদের ব্যবহার |
নমস্কার বন্ধুরা, এই পেজে আমরা শেয়ার করলাম কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্র ও তাদের ব্যবহার যেখানে ৮২টি বৈজ্ঞানিক যন্ত্র ও তাদের ব্যবহার আলোচনা করা হয়েছে।
আজকের এই আলোচনা থেকে আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বৈজ্ঞানিক যন্ত্র ও তাদের ব্যবহার সম্পর্কিত সমস্ত ধরনের প্রশ্নের উত্তর জানতে পারবেন যেমন ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, অ্যানিমোমিটার কি, সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি মাপা হয়, জলের তলায় শব্দ পরিমাপক যন্ত্রের নাম কি, টেকোমিটার কি, স্পিডোমিটার কি, ক্রোনোমিটার, কোন যন্ত্রের সাহায্যে খাদ্যের ক্যালরি মূল্য মাপা হয়, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর ধারকত্বের পরিমাপ করা হয় ইত্যাদি।
আরো পড়ুন...
✤ Jainism - Important History Questions and Answers
✤ Buddhism - Important History Questions and Answers
✤ মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ
✤ GK abut the States and Union territories Capitals of India
কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্র ও তাদের ব্যবহার
১) অল্টিমিটার (Altimeter)
✜ আবিষ্কারক:- পল স্কোলম্যান্ড (জার্মানি, ১৯২৮)
✜ ব্যবহার:- উচ্চতা নির্ণয়ের জন্য এই এয়ারক্র্যাফট ব্যবহার করা হয়ে থাকে।
২) অ্যামমিটার (Ammeter)
✜ আবিষ্কারক:- ফ্রেডরিক ডেক্সলার (অস্ট্রিয়া, ১৮৮৪)
✜ ব্যবহার:- বর্তনীর তড়িৎ প্রবাহের মান নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
৩) অ্যাকুমুলেটর (Accumulator)
✜ আবিষ্কারক:- ওয়ালেন্ডমার জাঙ্গনার (সুইডেন, ১৮৯৯)
✜ ব্যবহার:- বৈদ্যুতিক শক্তি সঞ্চয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
৪) অ্যানিমোমিটার (Anemometer)
✜ আবিষ্কারক:- লিওবাতিস্তা অ্যালবার্তি (সুইডেন, ১৪৫০)
✜ ব্যবহার:- বায়ুর বল ও গতিবেগ পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
৫) অডিওমিটার (Audiometer)
✜ আবিষ্কারক:- কার্ল সিসোর (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৮৯৯)
✜ ব্যবহার:- শব্দের তীব্রতা মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
৬) অডিফোন (Audiphones)
✜ আবিষ্কারক:- আর জি রাডস (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৮৮০)
✜ ব্যবহার:- শ্রবণের অপূর্ণ অনুভূতির উন্নতির জন্য ব্যবহার করা হয়ে থাকে।
৭) ব্যারোমিটার (Barometer)
✜ আবিষ্কারক:- ইবানগেলিস্টা টরিসেলি (ইতালি, ১৬৪৩)
✜ ব্যবহার:- বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
৮) ব্যারোগ্রাফ (Barograph)
✜ আবিষ্কারক:- লুসিয়েন বিডি (ফ্রান্স, ১৮৪৪)
✜ ব্যবহার:- এটি বায়ুমণ্ডলীয় চাপের ক্রমাগত রেকর্ড মাপার জন্য ব্যবহৃত হয়।
৯) বাইনোকুলার (Binocular)
✜ আবিষ্কারক:- জোহান ফ্রেডরিক গ্যাল্যান্ডার (অস্ট্রিয়া, ১৮২৩)
✜ ব্যবহার:- দূরের জিনিস দেখার জন্য ব্যবহৃত হয়।
১০) বোলোমিটার (Bolometer)
✜ আবিষ্কারক:- স্যামুয়েল পি ল্যাঙ্গলে (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৮৮০)
✜ ব্যবহার:- তাপ বিকিরণ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
১১) বুরেট (Burette)
✜ আবিষ্কারক:- এটিনে ওসিয়ান হেনরি (ফ্রান্স, ১৮৪৫)
✜ ব্যবহার:- একটি তরলের সর্বোচ্চ ক্ষমতা পর্যন্ত প্রয়োজনীয় আয়তন সরবরাহের উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে।
১২) ক্যালোরিমিটার (Calorimeter)
✜ আবিষ্কারক:- অ্যান্টনি ল্যাভাসিয়র (ফ্রান্স, ১৭৮৯)
✜ ব্যবহার:- তাপের পরিমাণ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
১৩) কারডবিউরেটর (Carburetor)
✜ আবিষ্কারক:- স্যামুয়েল মোরে (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৮২৬)
✜ ব্যবহার:- পেট্রোল বাষ্প কর্তৃক বাতাস চার্জের উদ্দেশ্যে গাড়ির অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে ব্যবহার করা হয়ে থাকে।
১৪) কার্ডিওগ্রাম (Cardiogram)
✜ আবিষ্কারক:- উইলিয়াম আইন্টওবেন (নেদারল্যান্ড, ১৯২৪)
✜ ব্যবহার:- কার্ডিওগ্রাফে রেকর্ড করা হৃদপিন্ডের গতিবিধির চিহ্নিতকরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
১৫) ক্রোনোমিটার (Chronometer)
✜ আবিষ্কারক:- জন হ্যারিসন (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৭৬১)
✜ ব্যবহার:- জাহাজ থেকে কোন স্থানের দ্রাঘিমাংশ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
১৬) সিনেমাটোগ্রাফি (Cinematography)
✜ আবিষ্কারক:- উইলিয়াম ফ্রীস গ্রিন (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৮৮৮)
✜ ব্যবহার:- সিনেমা তৈরি, পর্দায় ফুটিয়ে তোলা এবং ফটোগ্রাফের বর্ধিত চিত্রের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
১৭) কোলোরিমিটার (Colorimeter)
✜ আবিষ্কারক:- জুলস জাবাস্কি (ফ্রান্স, ১৮৭০)
✜ ব্যবহার:- বিভিন্ন রং-এর তীব্রতার তুলনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
১৮) কমিউটেটর (Commutator)
✜ আবিষ্কারক:- উইলিয়াম রিচি (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৮৩২) এবং হিপোলাইট পিক্সি (ফ্রান্স, ১৮৩২)
✜ ব্যবহার:- তড়িৎপ্রবাহের দিকনির্দেশ পরিবর্তন বা বাতিল করা এবং ডায়নামোতে বিকল্প তড়িৎপ্রবাহকে 'এসি' থেকে সরাসরি তড়িৎপ্রবাহে 'ডিসি'-তে পরিণত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
১৯) ক্রেসকোগ্রাফ (Crescograph)
✜ আবিষ্কারক:- জগদীশচন্দ্র বসু (ভারত, ১৯১৯)
✜ ব্যবহার:- উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করতে ব্যবহৃত হয়ে থাকে।
২০) সাইক্লোট্রোন (Cyclotron)
✜ আবিষ্কারক:- আর্নেস্ট লরেন্স (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৯৩০)
✜ ব্যবহার:- একটি চার্জ যুক্ত কনা ত্বরক যা উচ্চশক্তিতে চার্জযুক্ত কনাগুলিকে ত্বরান্বিত করতে পারে।
২১) ডায়নামো (Dynamo)
✜ আবিষ্কারক:- মাইকেল ফ্যারাডে (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৮৩১)
✜ ব্যবহার:- যান্ত্রিক শক্তি থেকে তড়িৎশক্তিতে রূপান্তর করতে ব্যবহার করা হয়ে থাকে।
২২) ডায়নামোমিটার (Dynamometer)
✜ আবিষ্কারক:- এডমি রেগনিয়ার (ফ্রান্স, ১৭৯৮)
✜ ব্যবহার:- বল, টর্ক এবং ক্ষমতা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
২৩) ইলেক্ট্রোমিটার (Electrometer)
✜ আবিষ্কারক:- গ্যাব্রিয়েল লিপম্যান (লুক্সেমবার্গ, ১৮৭৩)
✜ ব্যবহার:- বিদ্যুৎ পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
২৪) ইলেকট্রোস্কোপ (Electroscope)
✜ আবিষ্কারক:- উইলিয়াম গিলবার্ট (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৬০০)
✜ ব্যবহার:- তড়িৎ আধানের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত হয়।
২৫) এন্ডোস্কোপ (Endoscope)
✜ আবিষ্কারক:- অ্যান্টনি জিন ডেসরসিয়াক্স (ফ্রান্স, ১৮৫৩)
✜ ব্যবহার:- দেহের অভ্যন্তরীণ অংশ পরীক্ষার জন্য ব্যবহৃত হয়।
২৬) ইউডিওমিটার (Eudiometre)
✜ আবিষ্কারক:- মার্সিলো ল্যান্ডারিয়ানি (ইটালি)
✜ ব্যবহার:- এটি একটি কাচের নল যার মধ্যে গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় আয়তন পরিবর্তন পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
২৭) ফ্যাথোমিটার (Fathometer)
✜ আবিষ্কারক:- হার্বাট গ্রোব ডোর্সে (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৯৩০)
✜ ব্যবহার:- সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।
২৮) গ্যালভানোমিটার (Galvanometer)
✜ আবিষ্কারক:- জোহান সিঙ্গার (জার্মানি, ১৮২০)
✜ ব্যবহার:- এটি কম মাত্রার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
২৯) হাইড্রোমিটার (Hydrometer)
✜ আবিষ্কারক:- উইলিয়াম নিকলসন (ব্রিটিশ যুক্তরাষ্ট্র, ১৭৯০)
✜ ব্যবহার:- তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
৩০) হাইগ্রোমিটার (Hygrometer)
✜ আবিষ্কারক:- লিওনার্দো দা ভিঞ্চি (ইটালি, ১৪৮০)
✜ ব্যবহার:- বায়ুর আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
৩১) হাইড্রোফোন (Hydrophone)
✜ আবিষ্কারক:- রেজিনাল্ড ফিসেনডেন (কানাডা, ১৯১৪)
✜ ব্যবহার:- জলের অভ্যন্তরে শব্দ পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
৩২) কিমোগ্রাফ (Kymograph)
✜ আবিষ্কারক:- কার্ল লুডউইগ (জার্মানি, ১৮৪০)
✜ ব্যবহার:- শারীরিক ক্রিয়াকলাপের গ্রাফিক্যালি রেকর্ডের জন্য ব্যবহৃত হয়। রক্তচাপ এবং হৃদস্পন্দন মূলত পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
৩৩) ল্যাকটোমিটার (Lactometer)
✜ আবিষ্কারক:- ডিকা (ব্রিটিশ যুক্তরাজ্য)
✜ ব্যবহার:- দুধের বিশুদ্ধতা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়।
৩৪) ম্যানোমিটার (Manometer)
✜ আবিষ্কারক:- ওস্টো ভন গুয়েরিকে (জার্মানি)
✜ ব্যবহার:- গ্যাসের চাপ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়।
৩৫) ম্যারিনার্স কম্পাস (Mariner's Compass)
✜ আবিষ্কারক:-
✜ ব্যবহার:- দিকনির্দেশ নির্ধারণের জন্য নাবিকদের দ্বারা ব্যবহৃত যন্ত্র।
৩৬) মাইক্রোফোন (Microphone)
✜ আবিষ্কারক:- জেমস ওয়েস্ট (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৯৬২)
✜ ব্যবহার:- শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক কম্পনে রূপান্তরিত করতে এবং শব্দকে দীর্ঘায়িত করতে ব্যবহৃত হয়।
৩৭) মাইক্রোস্কোপ (Microscope)
✜ আবিষ্কারক:- জ্যাকারিস জানসেন (নেদারল্যান্ড, ১৫৯০)
✜ ব্যবহার:- ক্ষুদ্র উপাদানকে বৃহদাকৃতি করতে ব্যবহৃত হয়।
৩৮) ওডোমিটার (Odometer)
✜ আবিষ্কারক:- টমাস স্যাবারি (ইটালি)
✜ ব্যবহার:- চাকাযুক্ত যানবাহনের অধিকৃত দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৩৯) পেরিস্কোপ (Periscope)
✜ আবিষ্কারক:- জুল কার্পেন্টার (ফ্রান্স)
✜ ব্যবহার:- সমুদ্রের তলদেশে বস্তু দেখতে ব্যবহৃত হয়। মূলত সাবমেরিনে ব্যবহৃত হয়।
৪০) ফোনোগ্রাফ (Phonograph)
✜ আবিষ্কারক:- টমাস এডিসন (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৮৭৬)
✜ ব্যবহার:- শব্দ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়।
৪১) ফটোমিটার (Photometer)
✜ আবিষ্কারক:- দিমিত্রি ল্যাচিনব (রাশিয়া)
✜ ব্যবহার:- আলোর উৎসের উজ্জ্বল তীব্রতার সহিত তুলনা করার জন্য ব্যবহৃত হয়।
৪২) পাইরোমিটার (Pyrometer)
✜ আবিষ্কারক:- জোসিরা ওয়েজউড (ব্রিটিশ যুক্তরাজ্য)
✜ ব্যবহার:- উচ্চতাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
৪৩) পোটেনটিওমিটার (Potentiometer)
✜ আবিষ্কারক:- টমাস এডিসন (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৮৭২)
✜ ব্যবহার:- এটি কোষের ইলেকট্রোমোটিভ বল তুলনা করার জন্য ব্যবহৃত হয়।
৪৪) কোয়ার্জ ক্লক (Quartz Clock)
✜ আবিষ্কারক:- জোসেফ ডব্লু হর্টন এবং ওয়ারেন এ ম্যারিসন (কানাডা, ১৯২৭)
✜ ব্যবহার:- জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ এবং নির্ভুল কাজে ব্যবহৃত ঘড়ি।
৪৫) রেডার (Radar)
✜ আবিষ্কারক:- হেনরিচ হার্জ (জার্মানি)
✜ ব্যবহার:- এটি মাধ্যম বা রেডিও মাইক্রোওয়েভের মাধ্যমে সমতলের দিক এবং পরিসীমা শনাক্ত করতে ব্যবহৃত হয়।
৪৬) রেডিওমিটার (Radiometre)
✜ আবিষ্কারক:- উইলিয়াম ক্রুকস (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৮৭৩)
✜ ব্যবহার:- উজ্জল শক্তি নির্গমন পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৪৭) রেন গজ (Rain Gauge)
✜ আবিষ্কারক:- চিগুজি (দক্ষিণ কোরিয়া, ১৪৪১)
✜ ব্যবহার:- একটি নির্দিষ্ট অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাপ নির্ণয় করতে ব্যবহৃত হয়।
৪৮) রেকটিফায়ার (Rectifier)
✜ আবিষ্কারক:- পিটার কুপার হিউট (মার্কিন যুক্তরাজ্য)
✜ ব্যবহার:- বিকল্প তড়িৎপ্রবাহ (AC) কে সরাসরি তড়িৎপ্রবাহ (DC) তে পরিবর্তিত করতে ব্যবহৃত হয়।
৪৯) রিফ্রাক্টোমিটার (Refractometer)
✜ আবিষ্কারক:- আর্নেস্ট আবে (জার্মানি)
✜ ব্যবহার:- প্রতিসরাঙ্ক পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৫০) স্যাকারোমিটার (Saccharometer)
✜ আবিষ্কারক:- থমাস থমসন (ব্রিটিশ যুক্তরাজ্য)
✜ ব্যবহার:- দ্রবণে চিনির পরিমাণ পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৫১) স্যালিনোমিটার (Salinometer)
✜ আবিষ্কারক:- টিম ধৌপিনি (কানাডা, ১৯৭৫)
✜ ব্যবহার:- দ্রবণের লবণাক্ততা পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৫২) সিসমোগ্রাফ (Seismograph)
✜ আবিষ্কারক:- জ্যাং হেং (চীন)
✜ ব্যবহার:- ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৫৩) স্ক্রু গেজ (Screw Gauge)
✜ আবিষ্কারক:- উইলিয়াম গ্যাসকোগনে (ব্রিটিশ যুক্তরাজ্য)
✜ ব্যবহার:- পাতলা কাচের প্লেটের গুরুত্ব পরিমাপ করতে এবং পুরুতার ও ক্ষুদ্র গোলকের ব্যাস পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৫৪) সেক্সট্যান্ট (Sextant)
✜ আবিষ্কারক:- জন হেডলি ও থমাস গডপ্রে (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৭৩১)
✜ ব্যবহার:- সূর্য বা অন্য নক্ষত্রের দিগন্তের ওপারে উচ্চতা পরিমাপ করে স্থানের অক্ষাংশ খুঁজে বের করতে নাবিকদের মাধ্যমে এটি ব্যবহৃত হয়।
৫৫) সোনোমিটার (Sonometer)
✜ আবিষ্কারক:- এটিয়েন লুইলি (১৬৯৪)
✜ ব্যবহার:- স্বনশূল বা টিউনিং ফর্কের কম্পাঙ্ক পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৫৬) স্পেকট্রোস্কোপ (Spectroscope)
✜ আবিষ্কারক:- গুস্তাব ক্রিচোফ এবং রবার্ট বুনসেন (জার্মানি, ১৮৬০)
✜ ব্যবহার:- বর্ণালী বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়।
৫৭) স্পেকট্রোমিটার (Spectrometer)
✜ আবিষ্কারক:-
✜ ব্যবহার:- নির্দিষ্ট ধরনের বিকিরণের শক্তি বিতরণ পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৫৮) স্পিডোমিটার (Speedometer)
✜ আবিষ্কারক:- জোসিফ বেলুসিক (ক্রোয়েশিয়া, ১৮৮৮)
✜ ব্যবহার:- যানবাহনের গতিবেগ পরিমাপে ব্যবহৃত হয়।
৫৯) স্ফেরোমিটার (Spherometer)
✜ আবিষ্কারক:- রবার্ট-অ্যাগলা কচোইক্স (ফ্রান্স, ১৮১০)
✜ ব্যবহার:- পৃষ্ঠতলের বক্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৬০) স্ফিগমোম্যানোমিটার (Sphygmomanometer)
✜ আবিষ্কারক:- বন বাস (অস্ট্রিয়া, ১৮৮১)
✜ ব্যবহার:- রক্তচাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৬১) স্টেরিওস্কোপ (Stereoscope)
✜ আবিষ্কারক:- চার্লস হুইটস্টোন (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৮৩৮)
✜ ব্যবহার:- দ্বিমাত্রিক চিত্র দেখার জন্য ব্যবহৃত হয়।
৬২) স্টেথোস্কোপ (Stethoscope)
✜ আবিষ্কারক:- রেনে ল্যানেক (ফ্রান্স, ১৮১৬)
✜ ব্যবহার:- হৃদপিণ্ড এবং ফুসফুসের শব্দ ডাক্তাররা শুনতে এবং বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়।
৬৩) স্ট্রোবোস্কোপ (Stroboscope)
✜ আবিষ্কারক:- যোসেফ প্লেটিউ (বেলজিয়াম, ১৮৩২)
✜ ব্যবহার:- দ্রুত চলমান বস্তু দেখতে ব্যবহৃত হয়।
৬৪) টেকোমিটার (Tachometer)
✜ আবিষ্কারক:- জোসিফ বেলুসিক (ক্রোয়েশিয়া)
✜ ব্যবহার:- উড়োজাহাজ এবং মোটর বোটের গতি পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৬৫) টেলিপ্রিন্টার (Teleprinter)
✜ আবিষ্কারক:- ডোনাল্ড মুরে (নিউজিল্যান্ড)
✜ ব্যবহার:- টাইপ করে মেসেজ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ ও গ্রহণে ব্যবহৃত হয়।
৬৬) টেলিস্কোপ (Telescope)
✜ আবিষ্কারক:- গ্যালিলিও গ্যালেলি (ইতালি, ১৬০৯)
✜ ব্যবহার:- মহাকাশে দূরবর্তী বস্তু দেখতে ব্যবহৃত হয়।
৬৭) থার্মোমিটার (Thermometer)
✜ আবিষ্কারক:- ড্যানিয়েল ফারেনহাইট (জার্মানি, ১৭০৯)
✜ ব্যবহার:- তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৬৮) থার্মোস্ট্যাট (Thermostat)
✜ আবিষ্কারক:- মার্ক হনিওয়েল (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৯০৬)
✜ ব্যবহার:- নির্দিষ্ট অঞ্চলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
৬৯) থিওডোলাইট (Theodolite)
✜ আবিষ্কারক:- লিওনার্ড ডিগ্রেস (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৫৫০)
✜ ব্যবহার:- উল্লম্ব এবং অনুভূমিক কোণ পরিমাপে ব্যবহৃত হয়।
৭০) ট্রানজিস্টর (Transistor)
✜ আবিষ্কারক:- উইলিয়াম শকালে (মার্কিন যুক্তরাষ্ট্র), জন বার্ডিন (ব্রিটিশ যুক্তরাজ্য), ওয়াল্টার ব্রাটেন (মার্কিন যুক্তরাষ্ট্র) ১৯৪৭
✜ ব্যবহার:- ক্ষুদ্র ডিভাইস যা স্রোত প্রসারিত করতে এবং অন্যান্য কার্য সম্পাদন করতে ব্যবহৃত হয় যা সাধারণত একটি থার্মিয়নিক ভালভ দ্বারা সঞ্চালিত হয়।
৭১) ভার্নিয়ার ক্যালিপার্স (Vernier Callipers)
✜ আবিষ্কারক:- পিয়ের ভার্নিয়ার (ফ্রান্স, ১৬৩১)
✜ ব্যবহার:- স্কেলের ছোট উপবিভাগ পরিমাপের জন্য একটি সামঞ্জস্য যোগ্য স্কেল।
৭২) ভোল্টমিটার (Voltmeter)
✜ আবিষ্কারক:- অ্যান্ড্রু কে (১৯৫৪)
✜ ব্যবহার:- দুটি পয়েন্টের তড়িৎ বিভব প্রভেদ পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
৭৩) ভোল্টামিটার (Voltameter)
✜ আবিষ্কারক:- আগস্ট উইলেম বন হফম্যান (জার্মানি, ১৮৮৬)
✜ ব্যবহার:- ইলেকট্রোলাইটিক ক্রিয়া-কলাপ এর মাধ্যমে তড়িৎ আধান পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৭৪) ভিসকোমিটার (Viscometer)
✜ আবিষ্কারক:- লিও উব্বেলোদে (জার্মানি)
✜ ব্যবহার:- তরলের সান্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৭৫) ফুজিতা স্কেল (Fujita Scale)
✜ আবিষ্কারক:- ডঃ টেটসুয়া থিওডর ফুজিতা (জাপান)
✜ ব্যবহার:- টর্নেডোর তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।
৭৬) অক্সানোমিটার (Auxanometre)
✜ আবিষ্কারক:- বানিংসবার্জার
✜ ব্যবহার:- উদ্ভিদের বৃদ্ধি পরিমাপে ব্যবহৃত হয়।
৭৭) পোটোমিটার (Potometer)
✜ আবিষ্কারক:- গ্যানং
✜ ব্যবহার:- শ্বাস-প্রশ্বাসের পরিমাপ নির্ণয়ে ব্যবহৃত হয়।
৭৮) পাইরোমিটার (Pyrometer)
✜ আবিষ্কারক:- জোসিয়া ওয়েজউড (ব্রিটিশ যুক্তরাজ্য)
✜ ব্যবহার:- উচ্চ তাপমাত্রা নির্ণয়ে ব্যবহৃত হয়।
৭৯) ক্রায়োমিটার (Cryometer)
✜ আবিষ্কারক:-
✜ ব্যবহার:- নিম্ন তাপমাত্রা নির্ণয়ে ব্যবহৃত হয়।
৮০) জি এম কাউন্টার (GM Counter)
✜ আবিষ্কারক:- হেন্স জিগার এবং ওয়াল্টার মূলার (জার্মানি, ১৯২৮)
✜ ব্যবহার:- তেজস্ক্রিয়তা পরিমাপে ব্যবহৃত হয়।
৮১) অ্যাকটিনোমিটার (Actinometer)
✜ আবিষ্কারক:- জন হার্সেল (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৮২৫)
✜ ব্যবহার:- সৌর বিকিরণ পরিমাপে ব্যবহৃত হয়।
৮২) নেফোস্কোপ (Nephoscope)
✜ আবিষ্কারক:- মিখাইল পোমোর্টসেব (রাশিয়া, ১৮৯৪)
✜ ব্যবহার:- মেঘের চলন ও গতিবেগ নির্ণয়ে ব্যবহৃত হয়।
More Important GK | Link |
---|---|
রামসার সাইট জিকে প্রশ্ন ও উত্তর | Click Here |
Please do not enter any spam link in the comment box.