Ads Area

Famous Dams in India - ভারতের বিখ্যাত বাঁধসমূহ। List of Dams in India in Bengali: Bangla GK Diary

Famous Dams in India - ভারতের বিখ্যাত বাঁধসমূহ। List of Dams in India in Bengali


Famous Dams in India
Famous Dams in India


নমস্কার বন্ধুরা,
'বাংলা জিকে ডায়েরি' থেকে 'Famous Dams in India - ভারতের বিখ্যাত বাঁধসমূহ'এর তালিকা শেয়ার করা হল। List of Dams in India in Bengali এই পাঠে আমরা ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ বাঁধ এবং কোন নদীর উপর সেই বাঁধ অবস্থিত তা নিয়ে আলোচনা করব।
একটি বাঁধ জলের প্রবাহ বন্ধ করতে বাধা হিসাবে কাজ করে। এটি বন্যা প্রতিরোধে এবং সেচ সুবিধার ক্ষেত্রেও সহায়তা করে। সমস্ত ভারতে প্রায় 5200 টি বাঁধ ছড়িয়ে রয়েছে। কেবলমাত্র মহারাষ্ট্রে 1845 টি বাঁধ রয়েছে, এবং ভারতের মধ্যে এই রাজ্যে সর্বাধিক সংখ্যক বাঁধ রয়েছে।




ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত বাঁধসমূহ


✜ অন্ধ্র প্রদেশ - Andhra Pradesh


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

নাগার্জুন সাগর বাঁধ (Nagarjuna Sagar Dam)

কৃষ্ণা (Krishna)

শ্রীশাইলাম বাঁধ (Srisailam Dam)

কৃষ্ণা (Krishna)

সোমসিলা বাঁধ (Somasila Dam)

পেন্না (Penna)

পোলাভরাম বাঁধ (Polavaram Dam)

গোদাবরী (Godavari)



✜ অরুণাচল প্রদেশ - Arunachal Pradesh


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

দিবাং বাঁধ (Dibang Dam)

দিবাং (Dibang)



✜ ছত্তিশগড় -  Chhattisgarh


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

দুধওয়া বাঁধ (Dudhawa Dam)

মহানদী (Mahanadi)

গ্যাংরেল বাঁধ (Gangrel Dam)

মহানদী (Mahanadi)



✜ গুজরাট - Gujarat


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

সরদার সরোবর বাঁধ (Sardar Sarovar Dam)

নর্মদা (Narmada)

উকাই বাঁধ (Ukai Dam)

তাপ্তি (Tapti)



✜ হিমাচল প্রদেশ - Himachal Pradesh


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

ভাকড়া বাঁধ (Bhakra Dam)

সতলুজ(Satluj)

নাথপা বাঁধ (Nathpa Dam)

সতলুজ(Satluj)

পং বাঁধ (Pong Dam)

বীয়াস (Beas)

চামেরা বাঁধ (Chamera Dam)

রবি (Ravi)



✜ ঝাড়খণ্ড - Jharkhand


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

মাইথন বাঁধ (Maithon Dam)

বরাকর (Barakar)

তিলাইয়া বাঁধ (Tilaiya Dam)

বরাকর (Barakar)

পাঞ্চেত বাঁধ (Panchet Dam)

দামোদর (Damodar)

মাসানজোর বাঁধ (Massanjore Dam)

ময়ূরাক্ষী (Mayurakshi)



✜ কর্ণাটক - Karnataka


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

আলমাট্টি বাঁধ (Almatti Dam)

কৃষ্ণা (Krishna)

বাসভ সাগর বাঁধ (Basava Sagara Dam)

কৃষ্ণা (Krishna)

তুঙ্গভদ্র বাঁধ (Tungabhadra Dam)

তুঙ্গভদ্র (Tungabhadra)

কৃষ্ণ রাজা সাগর বাঁধ (Krishna Raja Sagara Dam)

কাবেরী (Kaveri)



✜ কেরালা - Kerala


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

ইদুক্কি বাঁধ (Idukki Dam)

পেরিয়ার (Periyar)

মোল্লাপেরিয়ার বাঁধ (Mullaperiyar Dam)

পেরিয়ার (Periyar)



✜ মধ্য প্রদেশ - Madhya Pradesh


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

বনসাগর বাঁধ (Bansagar Dam)

শোণ (Son)

বরগি বাঁধ (Bargi Dam)

নর্মদা (Narmada)

ইন্দিরাসাগর বাঁধ (Indirasagar Dam)

নর্মদা (Narmada)

ওমকেশ্বর বাঁধ (Omkareshwar Dam)

নর্মদা (Narmada)

রাজঘাট বাঁধ (Rajghat Dam)

বেতবা (Betwa)



✜ মহারাষ্ট্র - Maharashtra


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

উজানী বাঁধ (Ujani Dam)

ভীমা (Bhima)

কয়না বাঁধ (Koyna Dam)

কয়না (Koyna)



✜ ওড়িশা - Odisha


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

হীরাকুদ বাঁধ (Hirakud Dam)

মহানদী (Mahanadi)

ইন্দ্রবতী বাঁধ (Indravati Dam)

ইন্দ্রবতী (Indravati)



✜ পাঞ্জাব - Punjab


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

রঞ্জিত সাগর বাঁধ (Ranjit Sagar Dam)

রবি (Ravi)



✜ রাজস্থান - Rajasthan


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

জওহর সাগর বাঁধ (Jawahar Sagar Dam)

চম্বল (Chambal)

গান্ধী সাগর বাঁধ (Gandhi Sagar Dam)

চম্বল (Chambal)

রানা প্রতাপ সাগর বাঁধ (Rana Pratap Sagar dam)

চম্বল (Chambal)

মাহি বাজাজ সাগর বাঁধ (Mahi Bajaj Sagar Dam)

মাহি (Mahi)



✜ তামিলনাড়ু - Tamil Nadu


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

মেটুর বাঁধ (Mettur Dam)

কাবেরী (Kaveri)

কল্লনাই বাঁধ (Kallanai Dam)

কাবেরী (Kaveri)



✜ তেলেঙ্গানা - Telangana



গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

সিঙ্গুর বাঁধ (Singur Dam)

গোদাবরী (Godavari)

রাজোলিবান্দা বাঁধ (Rajolibanda Dam)

কৃষ্ণা (Krishna)


✜ উত্তর প্রদেশ - Uttar Pradesh


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

রিহান্দ বাঁধ (Rihand Dam)

রিহান্দ(Rihand)

মাতিলা বাঁধ (Matatila Dam)

বেতবা(Betwa)



✜ উত্তরাখণ্ড - Uttarakhand


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

তেহারি বাঁধ (Tehri Dam)

ভাগীরথী(Bhagirathi)

মানেরি বাঁধ (Maneri Dam)

ভাগীরথী(Bhagirathi)

কোটেশ্বর বাঁধ (Koteshwar Dam)

ভাগীরথী(Bhagirathi)



✜ পশ্চিমবঙ্গ - West Bengal


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

মুকুটমণিপুর বাঁধ (Mukutmanipur Dam)

কংসাবতী (Kangsabati)



✜ জম্মু ও কাশ্মীর - Jammu and Kashmir


গুরুত্বপূর্ণ বাঁধ

নদী

উরি বাঁধ (Uri Dam)

ঝিলাম(Jhelum)

সালাল বাঁধ (Salal Dam)

চেনাব (Chenab)

বাগলিহার বাঁধ (Baglihar Dam)

চেনাব (Chenab)






Important GK in Bengali

Link

মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ

Click Here

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad