Ads Area

Daily Current Affairs in Bengali - 18th March 2022 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Daily Current Affairs in Bengali - 18th March 2022 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২


Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 18th March 2022 এর 10টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর। 


কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। আগামী সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই Current Affairs বিষয়ে ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি। 


18th March 2022, Daily Current Affairs in Bengali, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২, Today Current Affairs Bangla, Current Affairs 2022 in Bengali, Bangla GK Diary Current Affairs, Bangla GK Diary Current Affairs 2022




Daily Current Affairs in Bengali - 18th March 2022



1. FIDE chess Olympiad 2022 কোথায় অনুষ্ঠিত হবে?


A) চেন্নাই

B) মুম্বাই

C) ইন্দোর

D) ভুবনেশ্বর 


Ans: A) চেন্নাই


2. My11Circle এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?


A) ঋষভ পান্ত ও মায়াঙ্ক আগারওয়াল

B) ভুবনেশ্বর কুমার ও রবীচন্দ্রন অশ্বিন

C) শুভমন গিল ও ঋতুরাজ গায়কোয়াড়

D) বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা 


Ans: C) শুভমন গিল ও ঋতুরাজ গায়কোয়াড়


3. বর্তমানে ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠান নিম্নের কোনটি?


A) Bharat coking coal limited

B) Eastern coalfields limited

C) Mahanadi coalfields limited

D) South eastern coalfield limited 


Ans: C) Mahanadi coalfields limited


4. Oscars 2022 এ ভারতের কোন ছবি best documentary feature category মনোনীত হল?


A) Thaen

B) Karnan

C) Writing with fire

D) Raame Aandalum 


Ans: C) Writing with fire


5. ভারতের প্রথম কোথায় World peace centre প্রতিষ্ঠিত হতে চলেছে?


A) গুরগাঁও, হরিয়ানা

B) ফরিদাবাদ, হরিয়ানা

C) ব্যাঙ্গালোর, কর্ণাটক

D) ভোপাল, মধ্য প্রদেশ 


Ans: A) গুরগাঁও, হরিয়ানা


6. 'Monsoon' নামে কবিতার বইটির লেখক কে?


A) অপূর্ব কর

B) প্রভাস শ্রীনিবাসন

C) অভয় কে

D) তরুণ মজুমদার 


Ans: C) অভয় কে


7. Nation's first AI & Robotics Technology Park (ARTPARK) এর কোথায় উদ্বোধন করা হলো?


A) চেন্নাই, তামিলনাড়ু

B) বেঙ্গালুরু, কর্ণাটক

C) আম্বালা, হরিয়ানা

D) ভুবনেশ্বর, উড়িষ্যা 


Ans: B) বেঙ্গালুরু, কর্ণাটক


8. কোন রাজ্য মিশন ইন্দ্রধানুষের অধীনে 90.5% কভারেজ সহ ভারতের সম্পূর্ণ টিকাদানের তালিকায় শীর্ষস্থান দখল করেছে?


A) ওড়িশা

B) তামিলনাড়ু

C) উত্তরপ্রদেশ

D) গোয়া 


Ans: A) ওড়িশা


9. কোন ব্যাংক স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক লিংকেজ এর সেরা পারফর্মেন্সের স্বীকৃতি স্বরূপ National Award for outstanding performance for FY 2020-2021 পুরস্কারে সম্মানিত হলো?


A) SBI Bank

B) ICICI Bank

C) Axis Bank

D) Jammu and Kashmir Bank 


Ans: D) Jammu and Kashmir Bank


10. International Day of Action for Rivers কবে পালিত হয়?


A) 11 মার্চ

B) 15 মার্চ

C) 13 মার্চ

D) 14 মার্চ 


Ans: D) 14 মার্চ




More Current Affairs

Link

17th March 2022 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad