Ads Area

Daily Current Affairs in Bengali - 17th March 2022 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Daily Current Affairs in Bengali - 17th March 2022 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২


Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 17th March 2022 এর 10টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর। 


কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। আগামী সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই Current Affairs বিষয়ে ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি। 


17th March 2022, Daily Current Affairs in Bengali, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২, Today Current Affairs Bangla, Current Affairs 2022 in Bengali, Bangla GK Diary Current Affairs, Bangla GK Diary Current Affairs 2022




Daily Current Affairs in Bengali - 17th March 2022


1. সম্প্রতি ভাগবন্ত মান (Bhagwant Mann) ভারতের কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন?


A) মেঘালয়

B) আসাম

C) পাঞ্জাব

D) ত্রিপুরা 


Ans: C) পাঞ্জাব


2. International tennis hall of fame open এর অফিশিয়াল স্পনসর হল কোন কোম্পানি?


A) Microsoft

B) DELL

C) HCL

D) Infosys 


Ans: D) Infosys


3. সম্প্রতি প্রদীপ কুমার রাওয়াত কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন?


A) চীন

B) জাপান

C) মালয়েশিয়া

D) ইউক্রেন 


Ans: A) চীন


4. ভারতের কোথায় AQVERIUM নামে ভারতের প্রথম ডিজিটাল ওয়াটার ডাটা ব্যাঙ্ক লঞ্চ করা হলো?


A) চেন্নাই

B) ভোপাল

C) বেঙ্গালুরু

D) আমেদাবাদ 


Ans: C) বেঙ্গালুরু


5. কোন সরকার বৈদ্যুতিক যানবাহন কেনা এবং রেজিস্ট্রেশন এর জন্য My EV পোর্টাল লঞ্চ করল?


A) হরিয়ানা

B) জম্মু-কাশ্মীর

C) দিল্লি

D) মহারাষ্ট্র 


Ans: C) দিল্লি


6. Big Bazaar কোম্পানির নতুন নাম কি রাখা হলো?


A) All Bazar

B) Spot Bazar

C) Smart Bazar

D) Town Bazar 


Ans: C) Smart Bazar


7. কোন রাজ্য সরকার মাছের উৎপাদন বৃদ্ধি করতে NABARD এর সাথে পার্টনারশিপ গড়লো?


A) হরিয়ানা

B) অন্ধ্রপ্রদেশ

C) ওড়িশা

D) পশ্চিমবঙ্গ 


Ans: C) ওড়িশা


8. সম্প্রতি কোন শহরে সাহিত্য উৎসবের আয়োজন করল সাহিত্য অ্যাকাডেমি?


A) দিল্লি

B) মুম্বাই

C) চেন্নাই

D) ভুবনেশ্বর 


Ans: A) দিল্লি


9. National vaccination day কবে পালিত হয়?


A) 11 মার্চ

B) 15 মার্চ

C) 13 মার্চ

D) 16 মার্চ 


Ans: D) 16 মার্চ


10. SIPRI রিপোর্ট অনুযায়ী কোন দেশ অস্ত্রের বৃহত্তম আমদানিকারক হিসেবে চিহ্নিত হয়েছে?


A) ভারত

B) পাকিস্তান

C) ইরান

D) ইরাক 


Ans: A) ভারত



More Current Affairs

Link

16th March 2022 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad