General Science - WBCS Prelims Previous Year 2005 Solved Question Answer
General Science - WBCS Prelims Previous Year 2005 |
নমস্কার বন্ধুরা,
WBCS Prelims Previous Year 2005 সালে General Science থেকে যে সমস্ত GK Question এসেছিল সেই সমস্ত প্রশ্ন গুলি নিয়ে আলোচনা করা হল। আপনারা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবেন অবশ্যই জানেন General Science বিষয়টি WBCS Prelims বা WBCS Main দুটির জন্যই খুবই গুরুত্বপূর্ণ। WBCS Prelims পরীক্ষায় সাধারণত জেনারেল সাইন্স (General Science) থেকে 25 টি প্রশ্ন এসে থাকে। তাই আমরা আপনাদের WBCS Exam প্রস্তুতির সুবিধার্থে প্রত্যেকটি WBCS Prelims Previous Year প্রিলিমিনারি পরীক্ষায় আগত জেনারেল সাইন্স (General Science) এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রত্যেক বছর সাধারণত 25 টি করে General Science এর প্রশ্ন এসে থাকে।
Free PDF ও সব রকমের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হন।
General Science - WBCS Prelims Previous Year 2005
1. নিম্নোক্ত কোনটি একটি পরিমাপ যন্ত্র নয়?
A) ব্যারোমিটার
B) থার্মোমিটার
C) পিকোমিটার
D) হাইগ্রোমিটার
Ans: C) পিকোমিটার
2. ডারউইনের মতে প্রাকৃতিক নির্বাচনের (Natural Selection) একক কি?
A) ব্যক্তি (Individual)
B) পরিবার (Family)
C) গণ (Genus)
D) প্রজাতি (Species)
Ans: D) প্রজাতি (Species)
3. নিম্নোক্ত কোন উদ্ভিদের স্টোমাটা রাতে খোলা থাকে এবং দিনের বেলা বন্ধ থাকে?
A) ওয়াটার লিলি
B) ক্যাকটাস
C) সূর্যমুখী
D) ফার্ন
Ans: B) ক্যাকটাস
4. নরপাইনফ্রাইনের (Norepinephrine) প্রধান কাজ হল?
A) রক্তচাপ বৃদ্ধি
B) প্রস্রাব গঠন বৃদ্ধি
C) সবাত শ্বসন বৃদ্ধি করা
D) এপিনেফ্রিন মুক্ত করা
Ans: A) রক্তচাপ বৃদ্ধি
5. নিম্নোক্ত কোনটি ধাতু নয়?
A) প্লাটিনাম
B) পারদ
C) নিকেল
D) সিলিকন
Ans: D) সিলিকন
6. নিম্নোক্ত কোন উদ্ভিদ কলা মৃতকোষ দ্বারা গঠিত?
A) জাইলেম
B) ফ্লোয়েম
C) প্যারেনকাইমা
D) হাইপোডার্মিস
Ans: A) জাইলেম
7. নিম্নলিখিত রক্তের গ্রুপ বহনকারী ব্যক্তিদের মধ্যে কোনটিকে সর্বজনীন দাতা (universal donor) বলা হয়?
A) A
B) B
C) AB
D) O
Ans: D) O
8. পৃথিবীতে নাইট্রোজেনের বৃহত্তম ভান্ডার কোনটি?
A) মাটি
B) বায়ু
C) মহাসাগর
D) শিলা
Ans: B) বায়ু
9. বয়স পরিবর্তনের সাথে সাথে ব্যক্তির আকার বৃদ্ধি কে বলা হয়-
A) Growth
B) Development
C) Maturity
D) Change
Ans: A) Growth
10. অক্সিজেন কে আবিষ্কার করেন?
A) প্রিস্টলি
B) ল্যাভয়েসিয়ার
C) চার্লস
D) বয়েল
Ans: A) প্রিস্টলি
11. নিম্নোক্ত কোনটি অদৃশ্য কালির (sympathetic ink) মিশ্রণে থাকে?
A) কোবাল্ট ক্লোরাইড এবং জল
B) জিঙ্ক ক্লোরাইড এবং জল
C) ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং জল
D) উপরের কোনোটিই নয়
Ans: A) কোবাল্ট ক্লোরাইড এবং জল
12. একটি টেলিস্কোপের টিউবের উভয় প্রান্তে কি থাকে?
A) উত্তল লেন্স
B) অবতল লেন্স
C) প্ল্যানো উত্তল লেন্স
D) প্ল্যানো অবতল লেন্স
Ans: A) উত্তল লেন্স
13. নিম্নোক্ত কোনটি কোষীয় গঠন (cellular structure) অনুসারে সবচেয়ে জটিল?
A) ব্যাকটেরিয়া
B) প্রোটোজোয়া
C) শৈবাল
D) ছত্রাক
Ans: D) ছত্রাক
14. উদ্ভিদ কোন রূপে গ্লুকোজ সংরক্ষণ করে?
A) মনোস্যাকারাইড
B) সেলুলোজ
C) স্টার্চ
D) গ্লাইকোজেন
Ans: C) স্টার্চ
15. একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্ত সঞ্চালন ব্যবস্থায় রক্তের পরিমাণ কত?
A) 1 লিটার
B) 2 লিটার
C) 5 লিটার
D) 10 লিটার
Ans: C) 5 লিটার
16. LPG সিলিন্ডারের নিম্নোক্ত কোন উপাদান থাকে?
A) বিউটেন এবং আইসোবিউটেন
B) বিউটেন এবং প্রোপেন
C) আইসোবিউটেন এবং প্রোপেন
D) বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন
Ans: B) বিউটেন এবং প্রোপেন
17. যে প্রক্রিয়ায় L.P.G সিলিন্ডার থেকে গ্যাস বের হয় তাকে কি বলা হয়?
A) প্রসারণ (Diffusion)
B) নিঃসরণ (Effusion)
C) চাপ (Pressure)
D) বায়ুচলাচল (Ventilation?
Ans: B) নিঃসরণ (Effusion)
18. 20 টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে কয়টি অপরিহার্য বলে বিবেচিত হয়?
A) ছয়
B) নয়
C) বারো
D) চৌদ্দ
Ans: B) নয়
19. ডেন্টিস্টরা (Dentists) ব্যবহার করেন কোন দর্পন?
A) বিশেষ দর্পন
B) সমতল দর্পন
C) অবতল দর্পন
D) উত্তল দর্পন
Ans: C) অবতল দর্পন
20. কোলেস্টেরল হল-
A) সম্পৃক্ত চর্বি (Saturated fat)
B) অসম্পৃক্ত চর্বি (Unsaturated fat)
C) স্টেরয়েড (Steroid)
D) ডাইগ্লিসারাইড (Diglyceride)
Ans: C) স্টেরয়েড (Steroid)
21. নিচের কোন প্রাণীর শরীরের অংশের সংখ্যা সবচেয়ে কম?
A) চ্যাপ্টাকৃমি (Flat worm)
B) কেঁচো (Earth worm)
C) চিংড়ি (Prawn)
D) আরশোলা (Cockroach)
Ans: A) চ্যাপ্টাকৃমি (Flat worm)
22. ঘাম, লালা এবং চোখের জলে লাইসোজাইম (Lysozyme) নামক একটি উৎসেচক থাকে। এটি কি ধ্বংস করে?
A) ভাইরাস সংক্রমিত কোষ
B) প্রোটোজোয়া
C) ব্যাকটেরিয়া
D) ভাইরাস
Ans: C) ব্যাকটেরিয়া
23. অ্যান্টিবডি ________ দ্বারা সংশ্লেষিত হয়।
A) অস্থি মজ্জা
B) প্লাজমা এবং লসিকা
C) লিভার
D) কিডনি
Ans: B) প্লাজমা এবং লসিকা
24. জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত প্রথম হরমোন কোনটি?
A) ইস্ট্রোজেন
B) টেস্টোস্টেরন
C) থাইরক্সিন
D) ইনসুলিন
Ans: D) ইনসুলিন
25. X-Ray নিম্নোক্ত কোনটির মধ্য দিয়ে যেতে ব্যর্থ হয়?
A) স্থুল দেহ
B) হাড়
C) লোহা
D) সোনা
Ans: B) হাড়
26. ভিটামিন C এর বৈজ্ঞানিক নাম কী?
A) অ্যাসিটিক অ্যাসিড
B) মিউরিয়াটিক অ্যাসিড
C) অ্যাসকরবিক অ্যাসিড
D) ল্যাকটিক অ্যাসিড
Ans: C) অ্যাসকরবিক অ্যাসিড
More Important GK | Link |
---|---|
হরপ্পা সভ্যতার আবিষ্কৃত স্থান ও আবিষ্কারকগণ | Click Here |
Please do not enter any spam link in the comment box.