Ads Area

ষোড়শ মহাজনপদ টীকা | ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা - Sixteen Mahajanapadas

ষোড়শ মহাজনপদ টীকা | ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা - Sixteen Mahajanapadas

ষোড়শ মহাজনপদ টীকা | ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা
ষোড়শ মহাজনপদ টীকা | ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা

বাংলা জিকে ডায়েরি 📘

ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা পর্বে আমরা ষোড়শ মহাজনপদ ও রাজধানী (16 mahajanapadas with capital) গুলি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানব। Sixteen Mahajanapadas বা ষোড়শ মহাজনপদ সম্পর্কে টীকা লেখায় আজকের এই পর্বটির অনেক গুরুত্ব থাকবে।

ষোড়শ মহাজনপদ সম্পর্কিত দুটি পর্ব এর আগে আমরা দিয়েছি যেখানে আপনারা ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝায় - ষোড়শ মহাজনপদ ও রাজধানী, 100 টি ষোড়শ মহাজনপদ এর প্রশ্ন উত্তর ইত্যাদি সম্পর্কিত তথ্য পাবেন।

16 Mahajanapadas List বা 16 Mahajanapadas Name অনেকের কাছে এখনো অজানা। আজকের আলোচনার মূল উদ্দেশ্য ষোড়শ মহাজন পদের নাম, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কোন অঞ্চল মহাজনপদ নামে পরিচিত ছিল, ষোড়শ মহাজনপদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সমূহ, ষোড়শ মহাজনপদ মানচিত্র ইত্যাদি বিষয়ে আপনাদের একটি পরিষ্কার ধারণা দেওয়া যাতে করে ষোড়শ মহাজনপদ প্রশ্ন উত্তর এবং ষোড়শ মহাজনপদ mcq গুলি আপনাদের কাছে সহজ হয়ে ওঠে।

এই পর্বটি দেখার আগে আপনাদের অনুরোধ করব নিচের দেওয়া লিঙ্কে গিয়ে আগের পর্বটি অবশ্যই দেখুন।


Read this...



ষোড়শ মহাজনপদ - The Sixteen Mahajanapadas


✪ কাশী

✪ কোশল

✪ অঙ্গ

✪ মগধ

✪ বৃজি বা বজ্জি

✪ মল্ল বা মালব

✪ চেদী

✪ বৎস বা বংশ

✪ কুরু

✪ পাঞ্চাল বা পঞ্চাল

✪ মৎস্য

✪ শূরসেন

✪ অশ্মক বা অশ্বক

✪ অবন্তী

✪ গান্ধার

✪ কম্বোজ



ষোড়শ মহাজনপদ সম্পর্কিত তথ্য সমূহ:


❑ ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে অবন্তী, বৎস, কোশল ও মগধ বেশ শক্তিশালী ছিল।

❑ ষোড়শ মহাজনপদের মধ্য দক্ষিণ ভারতের একমাত্র জনপদ হল অস্মক।

❑ ষোড়শ মহাজনপদ এর মধ্যে ১৪টি ছিল রাজতান্ত্রিক ও বাকি ২টি ছিল প্রজাতান্ত্রিক রাজ্য।

❑ কাশীর রাজধানী বারাণসী ছিল এক প্রাচীন নগরী। বরুনা ও অসি নামের গঙ্গার দুই শাখা এই নগরকে দুদিক থেকে বেষ্টন করেছিল বলে এর নাম বারাণসী। জাতক থেকে জানা যায় যে কাশীর আয়তন ছিল তিনশোলিগ।

❑ 'জাতক' থেকে কোশল, অঙ্গ ও মগধ রাজ্যের সঙ্গে কাশীর প্রতিদ্বন্দ্বিতার কথা জানা যায়।

❑ গৌতম বুদ্ধের সময় কাশী রাজ্যের পতন ঘটে এবং কোশল কাশী রাজ্যকে অধিকার করে।

❑ কোশল ছিল কাশীর প্রতিবেশী এক বৃহৎ রাজ্য। কোশল রাজ্য ছিল উর্বরা ভূমি ও নগরী দ্বারা সমৃদ্ধশালী।

❑ অযোধ্যা, সাকেত, শ্রাবস্তী প্রভৃতি বিখ্যাত নগর কোশল রাজ্যে অবস্থিত ছিল।

❑ কোশল রাজ প্রসেনজিৎ নিজ কন্যা বজিরার সঙ্গে অজাতশত্রুর বিবাহ দেন এবং জামাতাকে কাশী শহর যৌতুক দেন।

❑ মহাভারত খ্যাত বিখ্যাত ইক্ষ্বাকু বংশের মহাকোশল এখানে রাজত্ব করতেন।

❑ মহাকোশল এর কন্যা কোশলদেবীর সঙ্গে মগধরাজ বিম্বিসারের বিবাহ দেন।

❑ কোশলরাজ প্রসেনজিৎ গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন।

❑ সম্ভবত প্রসেনজিৎ ও বাসবক্ষত্রিয়ার পুত্র বিড়ডূভরের মৃত্যুর পর কোশলে মগদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

❑ মহাভারতে অঙ্গ রাজ্যের নাম পাওয়া যায়। কর্ণ ছিলেন অঙ্গ রাজ্যের অধিপতি।

❑ গঙ্গা ও চম্পা নদীর সঙ্গমস্থলে অবস্থিত চম্পা নগরী ছিল এই রাজ্যের রাজধানী। এর পূর্বনাম 'মালিনী'।

❑ বুদ্ধদেবের সময় ভারতের ছয়টি প্রধান নগরীর মধ্যে চম্পা ছিল অন্যতম। অপর পাঁচটি নগরী হল - রাজগৃহ, শ্রাবস্তী, বারাণসী, সাকেত এবং কৌশাম্বী।


Read More - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 - Lucent GK in Bengali - Part 49


❑ চম্পা নগরী ছিল বাণিজ্যের মূল কেন্দ্র এবং এর বণিকরা গঙ্গা অববাহিকা ধরে সমুদ্রপথে সুবর্ণভূমি বা দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাণিজ্যের জন্য যাতায়াত করত।

❑ চম্পার বণিকরাই দক্ষিণ-পূর্ব এশিয়ার আন্নাম ও কোচিন-চীনে চম্পা নামে একটি হিন্দু উপনিবেশ গড়ে তোলে।

❑ মগধের সঙ্গে অঙ্গের তীব্র প্রতিযোগিতা চলত। শেষ পর্যন্ত মগধরাজ বিম্বিসার এই রাজ্যটিকে গ্রাস করেন।

❑ মগধ রাজ্যের ভূমি ছিল খুব উর্বর এবং জনগণ সাহসী ও পরিশ্রমী।

❑ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বুদ্ধদেবের সমসাময়িক হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার মগধের সিংহাসনে বসেন।

❑ বৃজির অন্তর্গত শাক্য বংশে ভগবান বুদ্ধদেব এবং জ্ঞাতৃক কূলে মহাবীর জন্মগ্রহণ করেন।

❑ বৃজি রাষ্ট্রের দুটি প্রধান শহর বৃজিগ্রাম ও উক্কাচেলা। প্রথমটি বৈশালীর সন্নিকটে এবং অপরটি গঙ্গা নদীর উত্তরে অবস্থিত ছিল।

❑ বৈশালী ছিল লিচ্ছবিদের রাজধানী। মিথিলা ছিল বিদেহ রাজ্যের রাজধানী।

❑ বুদ্ধদেব মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে দেহত্যাগ করেন ও এই জনপদের জনগণ বুদ্ধের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করেন। মল্ল রাজ্যের অপর নগরের নাম ছিল পাবা।

❑ বৎস রাজ্যের তুলা এবং তুলাজাত বস্ত্র উৎপাদন ছিল প্রধান শিল্প। কাশীও কার্পাস শিল্পের বাণিজ্যে খ্যাতিলাভ করেছিল।

❑ বৎস রাজ উদয়িন প্রাচীন ভারতের একটি বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। মহাকবি ভাস এর স্বপ্নবাসবদত্তা এবং শ্রীহর্ষের রত্নাবলী ও প্রিয়দর্শিকা - এই তিনটি নাটকের নায়ক হলেন উদয়িন বা উদয় ভদ্র। কালিদাসের মেঘদূত ও সোমদেবের কথাসরিৎসাগরে তার সপ্রশংস উল্লেখ রয়েছে।

❑ উদয়িন গৌতম বুদ্ধ, মগধরাজ বিম্বিসার ও অজাতশত্রুর সমসাময়িক ছিলেন।

❑ মহাভারতের ধৃতরাষ্ট্রের বংশ কুরু নামে পরিচিত ছিল। মহাভারতের যুগে হস্তিনাপুর ছিল কুরু রাজ্যের রাজধানী।

❑ পাঞ্চাল রাজ্যটিও মহাভারতের যুগে বিখ্যাত ছিল। পাঞ্চালের মধ্য দিয়ে প্রবাহিত ছিল গঙ্গা বা ভাগীরথী নদী।


Read More - SSC MTS GK Question in Bengali - Part 07 | এসএসসি এমটিএস জিকে প্রশ্ন উত্তর


❑ মহাভারতে রাজা সহজ এর উল্লেখ আছে যিনি মৎস্য ও চেদী উভয় অঞ্চলের রাজা ছিলেন।

❑ বিখ্যাত শহর কান্যকুব্জ বা কনৌজ ছিল পাঞ্চালের অন্তর্গত। বৈদিক কুরু ও ভরতগোষ্ঠী বৎস রাজ্যে বাস করত।

❑ মহাভারতের খ্যাতিমান বিরাট রাজা মৎস্য রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে মৎস্য রাজ্য চেদীর অন্তর্ভুক্ত হয়।

❑ মহাভারতের যুগে শূরসেন রাজ্যের রাজধানী মথুরাতে যদুবংশ রাজত্ব করতেন।

❑ খ্রিস্টপূর্ব চতুর্থ অব্দে মেগাস্থিনিস এখানে হেরাক্লেস বা কৃষ্ণের উপাসনা কেন্দ্র দেখেছিলেন।

❑ শূরসেনের রাজা অবন্তীপুত্র ছিল বুদ্ধের শিষ্য।

❑ চুল্লকালিঙ্গ জাতকে অশ্বকরাজ অরুণের উল্লেখ আছে, যিনি মন্ত্রী নন্দী সেনের সাহায্যে কলিঙ্গ জয় করেন।

❑ চেদী রাজ্যের একটি বিখ্যাত শহর ছিল সহজাতি।

❑ অর্থশাস্ত্রের টীকাকর ভট্টস্বামিনের মতে, আধুনিক মহারাষ্ট্রের প্রাচীন নাম হল অস্মক।

❑ বায়ু পুরাণে অস্মকের রাজাদের ইক্ষ্বাকু বংশীয় বলে বর্ণনা করা হয়েছে।

❑ অবন্তী রাজ্যের মধ্য দিয়ে বেত্রবতী নদী প্রবাহিত হয়েছে। এই নদী অবন্তী রাজ্যকে উত্তর ও দক্ষিণ ভাগ করেছিল। শেষ পর্যন্ত অবন্তী রাজ্য মগধের অন্তর্ভুক্ত হয়।

❑ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অবন্তীর রাজা ছিলেন প্রদ্যোৎ। লোকে তাকে চন্ডপ্রদ্যোৎ মহাসেন বলত।

❑ মহাভারতে গান্ধার রাজ্যের নাম পাওয়া যায়। ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী ছিলেন গান্ধার দেশের রাজকন্যা।

❑ গান্ধার রাজ্য বলতে সিন্ধু নদীর পশ্চিম তীরের পাঞ্জাবকে বোঝায়। গ্রীকরা একে 'গান্ডীরাস' বলত।

❑ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের শেষদিকে পারসিক হখামনীষীয় সম্রাট দরায়ুস গান্ধার রাজ্য অধিকার করেন। গ্রিক লেখক হেরোডেটাস এবং হেকটায়সের বিবরণ ও বাহিস্তান শিলালেখ থেকে একথা জানা যায়।

❑ গান্ধারের রাজধানী তক্ষশীলা ছিল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র এবং বাণিজ্যস্থল। প্রখ্যাত বৈয়াকরণিক পাণিনি এবং মহাপণ্ডিত কৌটিল্য এখানে বিদ্যার্জন করেছিলেন বলে জানা যায়।

❑ মহাভারতে কম্বোজের উল্লেখ রয়েছে। আর্যরা ভারতে প্রবেশ করার সময় কম্বোজে বসবাস করে।

❑ কম্বোজ বৈদিক ব্রাহ্মণ সংস্কৃতির কেন্দ্র ছিল বলে জানা যায়।





Read More...

GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

SSC MTS GK Questions in Bengali - এসএসসি এমটিএস জিকে

Kolkata Police Constable Preliminary Mock Test in Bengali


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad