Ads Area

ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝায় - ষোড়শ মহাজনপদ ও রাজধানী - What are 16 Mahajanapadas

ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝায় - ষোড়শ মহাজনপদ ও রাজধানী - What are 16 Mahajanapadas

ষোড়শ মহাজনপদ গুলির নাম, রাজধানী, শাসন প্রকৃতি এবং বর্তমান অবস্থান
ষোড়শ মহাজনপদ গুলির নাম, রাজধানী, শাসন প্রকৃতি এবং বর্তমান অবস্থান
বাংলা জিকে ডায়েরি 📘
নমস্কার বন্ধুরা,

এই পাঠে ষোড়শ মহাজনপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে আলোচ্য বিষয়গুলি থেকে প্রথমত জানব ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝায়। ষোড়শ মহাজনপদ এর নাম গুলো কি কি অথবা ষোড়শ মহাজনপদের নাম সম্পর্কিত অনেক প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকবার দেখা গেছে।

 আজকের এই আলোচনায় আপনি জানতে পারবেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কোন অঞ্চল মহাজনপদ নামে পরিচিত ছিল, ষোড়শ মহাজনপদ ও রাজধানী গুলি কি কি, তাদের শাসন প্রকৃতি এবং বর্তমান কোন অঞ্চলগুলি মহাজনপদের অন্তর্ভুক্ত ছিল, কোন গ্রন্থ থেকে আমরা মহাজনপদের কথা জানতে পারা যায় ইত্যাদি। আজকের এই পাঠটি ভালো করে দেখে নিলে ষোড়শ মহাজনপদ এর প্রশ্ন উত্তর গুলি আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন আগামী পরীক্ষা গুলিতে।



মহাজনপদ - Mahajanapadas


❑ 'মহাজনপদ' শব্দের অর্থ 'বৃহৎ রাজ্য'।

❑ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের সূচনা থেকে মগধ সাম্রাজ্যের উত্থান পর্যন্ত সময়কালকে 'ষোড়শ মহাজনপদের যুগ' বলা হয়।

❑ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কোন ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব ছিল না। এই সময় ভারতে ষোলোটি ছোট ছোট রাজ্যের অস্তিত্বের কথা জানা যায়। এগুলি একত্রে 'ষোড়শ মহাজনপদ' নামে পরিচিত।

❑ বৌদ্ধগ্রন্থ 'অঙ্গুওরনিকায়' থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতের 15 টি ও দক্ষিণ ভারতের 1 টি মহাজনপদের উত্থান ঘটেছিল।

❑ বৌদ্ধগ্রন্থ 'অঙ্গুওরনিকায়', 'জাতক' এবং জৈনগ্রন্থ 'ভগবতীসূত্র' এবং হিন্দুপুরাণ থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায়।

❑ আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর উপকূলের মধ্যবর্তী অঞ্চলে ষোড়শ মহাজনপদগুলির অবস্থিতি ছিল।



ষোড়শ মহাজনপদ গুলির নাম, রাজধানী, শাসন প্রকৃতি এবং বর্তমান অবস্থান


❑ কাশী


✪ নিকটবর্তী নদী - বরুনা, অসি

✪ শাসন প্রকৃতি - রাজতান্ত্রিক

✪ রাজধানী - বারাণসি

✪ বর্তমান অঞ্চল - উত্তরপ্রদেশের পূর্বাংশ বেনারস অঞ্চল



❑ কোশল


✪ নিকটবর্তী নদী - গোমতী, সদানীরা সর্পিকা ও সরযূ

✪ শাসন প্রকৃতি - রাজতান্ত্রিক

✪ রাজধানী - শ্রাবস্তী (উত্তরাঞ্চল), কুশাবতী (দক্ষিণাঞ্চল)

✪ বর্তমান অঞ্চল - অযোধ্যা ও ফৈজাবাদ



❑ অঙ্গ


✪ নিকটবর্তী নদী - চম্পা বা চন্দন, গঙ্গা

✪ শাসন প্রকৃতি - রাজতান্ত্রিক

✪ রাজধানী - চম্পা বা মালিনী (পূর্ব নাম)

✪ বর্তমান অঞ্চল - ঝাড়খণ্ডের দেওঘর এবং বিহারের ভাগলপুর ও মুঙ্গের জেলা



❑ মগধ


✪ নিকটবর্তী নদী - পশ্চিমে শোন, পূর্বে চম্পা

✪ শাসন প্রকৃতি - রাজতান্ত্রিক

✪ রাজধানী - প্রথমে গিরিব্রজ, রাজগীর/রাজগৃহ, পরবর্তীকালে বৈশালী এবং শেষে পাটালিপুত্র

✪ বর্তমান অঞ্চল - বিহারের গয়া ও পাটনা জেলা



❑ বৃজি বা বজ্জি


✪ নিকটবর্তী নদী - গঙ্গা

✪ শাসন প্রকৃতি - প্রজাতন্ত্রিক

✪ রাজধানী - বৈশালী

✪ বর্তমান অঞ্চল - মজঃফরপুর



❑ মল্ল বা মালব


✪ নিকটবর্তী নদী - ছোট গণ্ডক

✪ শাসন প্রকৃতি - প্রজাতান্ত্রিক

✪ রাজধানী - কুশিনগর

✪ বর্তমান অঞ্চল - উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা



❑ চেদী


✪ নিকটবর্তী নদী - যমুনা

✪ শাসন প্রকৃতি - রাজতান্ত্রিক

✪ রাজধানী - শুকতিমতী বা শুক্তি

✪ বর্তমান অঞ্চল - গঙ্গার দক্ষিণ ও এলাহাবাদের পশ্চিমে



❑ বৎস বা বংশ


✪ নিকটবর্তী নদী - গঙ্গা, যমুনা

✪ শাসন প্রকৃতি - রাজতান্ত্রিক

✪ রাজধানী - কৌশাম্বি (বর্তমানে কোশাম)

✪ বর্তমান অঞ্চল - এলাহাবাদ ও তার পার্শবর্তী অঞ্চল



❑ কুরু


✪ নিকটবর্তী নদী -

✪ শাসন প্রকৃতি - রাজতান্ত্রিক পরে গণতান্ত্রিক

✪ রাজধানী - ইন্দ্রপ্রস্থ ( খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক), হস্তিনাপুর

✪ বর্তমান অঞ্চল - দিল্লি ও তার পার্শবর্তী অঞ্চল



❑ পাঞ্চাল বা পঞ্চাল


✪ নিকটবর্তী নদী - গঙ্গা বা ভাগীরথী

✪ শাসন প্রকৃতি - রাজতান্ত্রিক, ষষ্ঠ নাগাদ গণতান্ত্রিক

✪ রাজধানী - উত্তর ভাগের অহিচ্ছত্র, দক্ষিণ ভারতের কাম্পিল্য

✪ বর্তমান অঞ্চল - উত্তরপ্রদেশের বেরেলী, বদায়ুন ও ফরাক্কাবাদ অঞ্চল



❑ মৎস্য


✪ নিকটবর্তী নদী - চম্বল ও সরস্বতী

✪ শাসন প্রকৃতি - রাজতান্ত্রিক

✪ রাজধানী - বিরাটনগর (বর্তমানে বৈরাট)

✪ বর্তমান অঞ্চল - রাজস্থানের জয়পুর, আলওয়ার ও ভরতপুরের অংশ



❑ শূরসেন


✪ নিকটবর্তী নদী - যমুনা

✪ শাসন প্রকৃতি - রাজতান্ত্রিক

✪ রাজধানী - মথুরা বা মধুরা

✪ বর্তমান অঞ্চল - যমুনা নদীর তীরবর্তী অঞ্চল



❑ অশ্মক বা অশ্বক


✪ নিকটবর্তী নদী - গোদাবরী

✪ শাসন প্রকৃতি - রাজতান্ত্রিক

✪ রাজধানী - পোটান বা পোটালি

✪ বর্তমান অঞ্চল - (অনিশ্চিত) গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চল (এইচ. সি. রায় চৌধুরী)



❑ অবন্তী


✪ নিকটবর্তী নদী - বেত্রবতী

✪ শাসন প্রকৃতি - রাজতান্ত্রিক

✪ রাজধানী - উত্তরাংশে উজ্জয়িনী, দক্ষিণ অংশে মহিস্মতি (বর্তমানে মাহেশ্বর)

✪ বর্তমান অঞ্চল - মধ্য ভারতের বিন্ধ পর্বতের উত্তর ও দাক্ষিণাংশে মধ্যপ্রদেশের উজ্জয়িনী ও বিদিশাঞ্চল



❑ গান্ধার


✪ নিকটবর্তী নদী - সিন্ধু নদ

✪ শাসন প্রকৃতি - রাজতান্ত্রিক

✪ রাজধানী - তক্ষশীলা

✪ বর্তমান অঞ্চল - পাকিস্তানের পেশোয়ার, রাওয়ালপিন্ডি ও কাশ্মীর উপত্যকা



❑ কম্বোজ


✪ নিকটবর্তী নদী - 

✪ শাসন প্রকৃতি - রাজতান্ত্রিক

✪ রাজধানী - রাজপুর

✪ বর্তমান অঞ্চল - ভারতের উত্তর-পশ্চিম গান্ধার সংলগ্ন অঞ্চল এবং পাকিস্তানের হাজারা জেলা





Read More...

◾ মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ

Buddhism - Important History Questions and Answers

Jainism - Important History Questions and Answers


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad