GK Questions in Bengali for WBP Exam Set 6 - WBP GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১
GK Questions in Bengali for WBP Exam Set 6 |
পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১ এর প্রস্তুতির সুবিধার্থে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি GK Questions in Bengali for WBP Exam Set 6.
এই পর্বে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। প্রতিটি পর্বে 25 টি করে প্রশ্ন দেওয়া হয়েছে। এইধরনের প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগে অনেক বার দেখা গেছে।
GK Questions, WBP Exam Special, WBP Constable GK Questions, WBP SI GK Questions, GK Questions in Bengali for WBP Exam, WBP GK Questions in Bengali, WBP Exam 2021, WBP GK in Bengali
READ MORE
GK Questions in Bengali for WBP Exam Set 6
১। National Organ Donation Day কবে পালিত হয়?
A) 28 নভেম্বর
B) 29 নভেম্বর
C) 30 নভেম্বর
D) 27 নভেম্বর
উত্তরঃ D) 27 নভেম্বর
২। সম্প্রতি কোন রাজ্য ভারতীয় সেনা সাইকেল অভিযান শুরু করেছে?
A) উত্তর প্রদেশ
B) পাঞ্জাব
C) গুজরাট
D) মধ্যপ্রদেশ
উত্তরঃ C) গুজরাট
৩। বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয়েছিল?
A) 2014
B) 2015
C) 2016
D) 2019
উত্তরঃ B) 2015
৪। 91 তম একাডেমি পুরস্কারে ভারতের কোন শর্ট ফিল্ম নির্বাচিত হলো?
A) Sound Proof
B) Trapped
C) Natkhat
D) Shameless
উত্তরঃ D) Shameless
৫। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় চালকবিহীন ট্রেন উদ্বোধন করেছেন?
A) মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন
B) দিল্লি মেট্রো রেল কর্পোরেশন
C) কলকাতা মেট্রো রেল কর্পোরেশন
D) চেন্নাই মেট্রো রেল কর্পোরেশন
উত্তরঃ B) দিল্লি মেট্রো রেল কর্পোরেশন
৬। বাংলায় নীল বিদ্রোহ কবে ঘটেছিল?
A) 1859
B) 1870
C) 1863
D) 1869
উত্তরঃ A) 1859
৭। লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?
A) ইব্রাহিম লোদী
B) বহুলুল লোদী
C) সিকান্দার লোদী
D) কোনটাই না
উত্তরঃ B) বহুলুল লোদী
৮। কার আমলে সাঁচি স্তুপ নির্মিত হয়?
A) অশোক
B) হর্ষবর্ধন
C) কনিষ্ক
D) সমুদ্রগুপ্ত
উত্তরঃ A) অশোক
৯। কে পাটলিপুত্র নগর এর প্রতিষ্ঠাতা?
A) অজাতশত্রু
B) অশোক
C) বিম্বিসার
D) মহাপদ্ম নন্দ
উত্তরঃ A) অজাতশত্রু
১০। "মুদ্রারাক্ষস" গ্রন্থটির লেখক কে?
A) কালিদাস
B) কলহন
C) কৌটিল্য
D) বিশাখদত্ত
উত্তরঃ D) বিশাখদত্ত
১১। কে লোকনায়ক হিসেবে পরিচিত?
A) জয়প্রকাশ নারায়ণ
B) বল্লভ ভাই প্যাটেল
C) মহাত্মা গান্ধী
D) জহরলাল নেহেরু
উত্তরঃ A) জয়প্রকাশ নারায়ণ
১২। কনৌজ যুদ্ধের সময়কাল কত খ্রিস্টাব্দ?
A) 1525
B) 1600
C) 1540
D) 1610
উত্তরঃ C) 1540
১৩। দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক কারা ছিল?
A) চোল
B) রাষ্ট্রকূট
C) সাতবাহন
D) বকাটক
উত্তরঃ C) সাতবাহন
১৪। জৈন ধর্মানুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে কি বলা হয়?
A) দিগম্বর
B) শ্বেতাম্বর
C) নিগ্রন্থ
D) আরাহন্ত
উত্তরঃ C) নিগ্রন্থ
১৫। ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন?
A) মিশর
B) ইতালি
C) মরক্কো
D) মঙ্গোলিয়া
উত্তরঃ C) মরক্কো
১৬। আলোকবর্ষ হল -
A) সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব
B) আলোর এক বছরে অতিক্রান্ত দূরত্ব
C) পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব
D) কোনোটাই নয়
উত্তরঃ B) আলোর এক বছরে অতিক্রান্ত দূরত্ব
১৭। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হল -
A) সুপেরিয়র হ্রদ
B) ভিক্টোরিয়া হ্রদ
C) কাস্পিয়ান সাগর
D) কোনোটিই নয়
উত্তরঃ A) সুপেরিয়র হ্রদ
১৮। পৃথিবীর যে অঞ্চলে বৃষ্টিপাত সর্বাধিক হয় -
A) ভূমধ্যসাগরীয় অঞ্চল
B) নাতিশীতোষ্ণ অঞ্চল
C) নিরক্ষীয় অঞ্চল
D) ক্রান্তীয় পার্বত্য অঞ্চল
উত্তরঃ C) নিরক্ষীয় অঞ্চল
১৯। আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত?
A) তামিলনাড়ু
B) মধ্যপ্রদেশ
C) কর্ণাটক
D) অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ A) তামিলনাড়ু
২০। পৃথিবীর মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধ এর তুলনায় কত ছোট?
A) 25 km
B) 80 km
C) 42 km
D) 50 km
উত্তরঃ C) 42 km
২১। ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
A) সুরাট
B) তারাপুর
C) ট্রম্বে
D) শোলাপুর
উত্তরঃ B) তারাপুর
২২। কোন শস্য চাষের জন্য ভারতের সর্বাধিক ব্যবহৃত হয়?
A) ধান
B) গম
C) আখ
D) জোয়ার
উত্তরঃ A) ধান
২৩। মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তুকে কি বলা হয়?
A) ধুমকেতু
B) উল্কা
C) পাথর
D) কোনোটিই নয়
উত্তরঃ B) উল্কা
২৪। নিচের কোন দ্বীপের ওপর দিয়ে নিরক্ষরেখা গেছে?
A) মাদাগাস্কার
B) তাসমানিয়া
C) জাভ
D) বোর্নিও
উত্তরঃ D) বোর্নিও
২৫। ভারতের জনগণনা কত বছর অন্তর হয়?
A) 2
B) 5
C) 7
D) 10
উত্তরঃ D) 10
More Important GK | Link |
---|---|
GK Questions in Bengali for WBP Exam Set 5 | Click Here |
Please do not enter any spam link in the comment box.