Ads Area

GK Questions in Bengali for WBP Exam Set 7 - WBP GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১

GK Questions in Bengali for WBP Exam Set 7 - WBP GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১

GK Questions in Bengali for WBP Exam Set 7
GK Questions in Bengali for WBP Exam Set 7


নমস্কার বন্ধুরা,

পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি GK Questions in Bengali for WBP Exam Set 7 - WBP GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১ যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে 25 টি General Knowledge দেওয়া আছে। আশা করি এই Practice গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন। এই General Knowledge Practice Set টির উত্তর রয়েছে Option গুলির মধ্যে। এইধরনের প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগে অনেক বার দেখা গেছে। 






GK Questions in Bengali for WBP Exam Set 7

 


1. ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়া কে রচনা করেন?





উত্তরঃ (A) জহরলাল নেহেরু

 

2. রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকেন কার কাছে?





উত্তরঃ (B) রাষ্ট্রপতি

 

3. লোকসভার স্পিকার কিভাবে নির্বাচিত হন?





উত্তরঃ (C) লোকসভার সদস্য দ্বারা

 

4. অর্থবিল পাস করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে কার?





উত্তরঃ (A) লোকসভা

 

5. ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে গেলে কোনো ব্যক্তিকে ভারতে থাকতে হবে কত বছর?





উত্তরঃ (B) 7

 

6. বাংলায় নীল বিদ্রোহ কবে ঘটেছিল?





উত্তরঃ (A) 1859

 

7. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?





উত্তরঃ (B) বহুলুল লোদী

 

8. কার আমলে সাঁচি স্তুপ নির্মিত হয়?





উত্তরঃ (A) অশোক

 

9. কে পাটলিপুত্র নগর এর প্রতিষ্ঠাতা?





উত্তরঃ (A) অজাতশত্রু

 

10. "মুদ্রারাক্ষস" গ্রন্থটির লেখক কে?





উত্তরঃ (D) বিশাখদত্ত

 

11. কে লোকনায়ক হিসেবে পরিচিত?





উত্তরঃ (A) জয়প্রকাশ নারায়ণ

 

12. কনৌজ যুদ্ধের সময়কাল কত খ্রিস্টাব্দ?





উত্তরঃ (C) 1540

 

13. দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক কারা ছিল?





উত্তরঃ (C) সাতবাহন

 

14. জৈন ধর্মানুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে কি বলা হয়?





উত্তরঃ (C) নিগ্রন্থ

 

15. ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন?





উত্তরঃ (C) মরক্কো

 

16. আলোকবর্ষ হল -





উত্তরঃ (B) আলোর এক বছরে অতিক্রান্ত দূরত্ব

 

17. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হল -





উত্তরঃ (A) সুপেরিয়র হ্রদ

 

18. পৃথিবীর যে অঞ্চলে বৃষ্টিপাত সর্বাধিক হয় -





উত্তরঃ (C) নিরক্ষীয় অঞ্চল

 

19. আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত?





উত্তরঃ (A) তামিলনাড়ু

 

20. পৃথিবীর মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধ এর তুলনায় কত ছোট?





উত্তরঃ (C) 42 km

 

21. ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি?





উত্তরঃ (B) তারাপুর

 

22. কোন শস্য, চাষের জন্য ভারতের সর্বাধিক ব্যবহৃত হয়?





উত্তরঃ (A) ধান

 

23. মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তুকে কি বলা হয়?





উত্তরঃ (B) উল্কা

 

24. নিচের কোন দ্বীপের ওপর দিয়ে নিরক্ষরেখা গেছে?





উত্তরঃ (D) বোর্নিও

 

25. ভারতের জনগণনা কত বছর অন্তর হয়?





উত্তরঃ (D) 10




More Mock Test

Link

GK Questions in Bengali for WBP Exam Set 6

Click Here





Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad