পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য - Famous Architectures of West Bengal in Bengali
Famous Architectures of West Bengal in Bengali |
নমস্কার বন্ধুরা,
এই পাঠে আপনাদের কাছে শেয়ার করলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্যের নাম, সময়কাল, অবস্থান, প্রতিষ্ঠাতা ও স্থাপত্য সম্পর্কিত কিছু তথ্য।
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য এই বিষয়টি Bengali Static Gk, Static Gk Bangla, Bangla Gk, Gk in Bengali, History Gk, History Gk in Bengali ইত্যাদির অংশ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য অর্থাৎ Famous Architectures of West Bengal এই টপিক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। আজ আমরা জেনে নেবো পশ্চিমবঙ্গের তেমনই কিছু অপূর্ব স্থাপত্য নিদর্শনের কথা। সময়-সুযোগ মিললে ঘুরে আসতে পারেন ঐতিহ্য, সংস্কৃতি আর ইতিহাসের সংমিশ্রণে গড়ে ওঠা সেসব স্থাপত্যের দুনিয়া থেকে।
পাঠের শেষে আপনাদের জন্য দেওয়া হবে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর যেগুলি আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই কার্যকরি থাকবে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য
১. আদিনা মসজিদ
✤ সময়কাল ➙ ১৩৭৩ খ্রিস্টাব্দ
✤ অবস্থান ➙ মালদহ জেলার পাণ্ডুয়া
✤ প্রতিষ্ঠাতা ➙ ইলিয়াস শাহি সাম্রাজ্যের সুলতান সিকান্দর শাহ
✤ গুরুত্বপূর্ণ তথ্য ➙ ইসলামি শিল্পরীতিতে নির্মিত এই মসজিদটি বাংলায় মুসলিম স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন।
২. বড়সোনা মসজিদ
✤ সময়কাল ➙ ১৫২৬ খ্রিস্টাব্দ
✤ অবস্থান ➙ মালদহ জেলার গৌড়
✤ প্রতিষ্ঠাতা ➙ হোসেন শাহি সম্রাজ্যের সুলতান নুসরত শাহ
✤ গুরুত্বপূর্ণ তথ্য ➙ ইসলামি শিল্পরীতিতে নির্মিত এই মসজিদটি ৫০.৪ মিটার দীর্ঘ। এই মসজিদে প্রবেশের জন্য বারোটি প্রবেশদ্বার রয়েছে তাই এটি 'বারদুয়ারি' নামে পরিচিত।
৩. শান্তিনিকেতন
✤ সময়কাল ➙ ১৯২১ খ্রিস্টাব্দ
✤ অবস্থান ➙ বীরভূম জেলার বোলপুর শহর
✤ প্রতিষ্ঠাতা ➙ রবীন্দ্রনাথ ঠাকুর
✤ গুরুত্বপূর্ণ তথ্য ➙ প্রথাগত শিক্ষার বাইরে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করার উদ্দেশ্যেই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এটি চালু করেন। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার এটিকে ১৯৫১ সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে।
৪. বেলুড় মঠ
✤ সময়কাল ➙ ১৮৯৭ খ্রিস্টাব্দ
✤ অবস্থান ➙ হাওড়া জেলার বেলুড় শহর
✤ প্রতিষ্ঠাতা ➙ স্বামী বিবেকানন্দ
✤ গুরুত্বপূর্ণ তথ্য ➙ স্বামী বিবেকানন্দ তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতির উদ্দেশ্যে এই স্থাপত্যটি স্থাপন করেন। পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের প্রধান দপ্তর এখানেই প্রতিষ্ঠিত করা হয়।
৫. ভিক্টোরিয়া মেমোরিয়াল
✤ সময়কাল ➙ ১৯০৬-১৯২১ খ্রিস্টাব্দ
✤ অবস্থান ➙ কলকাতা
✤ প্রতিষ্ঠাতা ➙ উইলিয়াম এমারসন
✤ গুরুত্বপূর্ণ তথ্য ➙ রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে এই সংগ্রহশালাটি নির্মাণ করা হয়। সাদা মার্বেলে নির্মিত এই স্থাপত্যটি কলকাতার অন্যতম পুরাতন স্থাপত্য।
৬. হাওড়া ব্রিজ
✤ সময়কাল ➙ ১৯৪২ খ্রিস্টাব্দ
✤ অবস্থান ➙ হাওড়া-কলকাতা
✤ প্রতিষ্ঠাতা ➙ ব্রিটিশ সরকার
✤ গুরুত্বপূর্ণ তথ্য ➙ ব্রেথওয়েট, বার্ন ও জেসপ কোম্পানি হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ নির্মাণের জন্য হুগলি নদীর উপর এই ব্রিজ নির্মাণ করেন। ১৯৪৩ সালে জনসাধারণের জন্য এই ব্রিজ খুলে দেওয়া হয়।
৭. হাজারদুয়ারি
✤ সময়কাল ➙ ১৮২৯-১৮৩৭ খ্রিস্টাব্দ
✤ অবস্থান ➙ মুর্শিদাবাদ
✤ প্রতিষ্ঠাতা ➙ ডানকান ম্যাকলিয়ড
✤ গুরুত্বপূর্ণ তথ্য ➙ ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই স্থাপত্যটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন স্থাপত্য। এই জায়গা 'বড় কোটি' নামে পরিচিত। এই স্থাপত্যটিতে প্রবেশের জন্য হাজারটি দরজা থাকায় এর নাম হাজারদুয়ারি।
৮. কোচবিহার রাজবাড়ি
✤ সময়কাল ➙ ১৮৮৭ খ্রিস্টাব্দ
✤ অবস্থান ➙ কোচবিহার
✤ প্রতিষ্ঠাতা ➙ মহারাজা নৃপেন্দ্র নারায়ণ
✤ গুরুত্বপূর্ণ তথ্য ➙ এই স্থাপত্যটি লন্ডনের বাকিংহাম প্যালেসের অনুকরণে নির্মিত হয়।
৯. দক্ষিণেশ্বর মন্দির
✤ সময়কাল ➙ ১৮৫৫ খ্রিস্টাব্দ
✤ অবস্থান ➙ দক্ষিণেশ্বর
✤ প্রতিষ্ঠাতা ➙ রানী রাসমণি
✤ গুরুত্বপূর্ণ তথ্য ➙ হুগলি নদীর ধারে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরের আরাধ্যা দেবী হলেন 'মা ভবতারিণী'। রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের প্রধান পূজারী ছিলেন।
১০. বিড়লা প্ল্যানেটরিয়াম
✤ সময়কাল ➙ ১৯৬৩ খ্রিস্টাব্দ
✤ অবস্থান ➙ কলকাতা
✤ প্রতিষ্ঠাতা ➙ ডালমিয়া কোম্পানি
✤ গুরুত্বপূর্ণ তথ্য ➙ এটি 'তারামণ্ডল' নামে বেশি জনপ্রিয়। এটি এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটরিয়াম। জ্যোতির্বিজ্ঞানের অনেক তথ্য এখান থেকে জানা যায়।
১১. ভারতীয় জাদুঘর
✤ সময়কাল ➙ ১৮১৪ খ্রিস্টাব্দ
✤ অবস্থান ➙ কলকাতা
✤ প্রতিষ্ঠাতা ➙ ন্যাথানেই ওয়ালিচ
✤ গুরুত্বপূর্ণ তথ্য ➙ এটি বিশ্বের নবম পুরাতন ও ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জাদুঘর। এখানে ভারতবর্ষের প্রাচীনকালের বহু দুষ্প্রাপ্য জিনিসপত্র সংরক্ষিত রাখা আছে।
১২. মহাকরণ (রাইটার্স বিল্ডিং)
✤ সময়কাল ➙ ১৭৭৭ খ্রিস্টাব্দ
✤ অবস্থান ➙ কলকাতা
✤ প্রতিষ্ঠাতা ➙ টমাস লিয়
✤ গুরুত্বপূর্ণ তথ্য ➙ পশ্চিমবঙ্গের অন্যতম পুরাতন এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব সর্বাধিক। ২০১৩ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের প্রধান দপ্তরগুলি এখানেই ছিল। ১৯৩০ সালে এখানেই ঘটেছিল অলিন্দ যুদ্ধ যেখানে প্রাণ ত্যাগ করে বাদল গুপ্ত, পরবর্তীকালে হাসপাতালে মৃত্যু ঘটে বিনয় বসু এবং ফাঁসি হয় দীনেশ গুপ্তের।
নমুনা প্রশ্নোত্তর
প্রশ্নঃ বেলুড় মঠ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ।
প্রশ্নঃ হাজারদুয়ারি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মুর্শিদাবাদ।
প্রশ্নঃ ভিক্টোরিয়া মেমোরিয়াল কার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়?
উত্তরঃ রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে।
প্রশ্নঃ হাওড়া ব্রিজ কত সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়?
উত্তরঃ ১৯৪৩ সালে।
প্রশ্নঃ মহাকরণ (রাইটার্স বিল্ডিং) কোথায় অবস্থিত?
উত্তরঃ কলকাতা।
প্রশ্নঃ শান্তিনিকেতনকে কত সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়?
উত্তরঃ ১৯৫১ সালে।
প্রশ্নঃ আদিনা মসজিদ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ইলিয়াস শাহি সাম্রাজ্যের সুলতান সিকান্দর শাহ।
প্রশ্নঃ বারদুয়ারি নামে পরিচিত কোন স্থাপত্য?
উত্তরঃ বড়সোনা মসজিদ।
প্রশ্নঃ কোচবিহার রাজবাড়ি স্থাপত্যটি কিসের অনুকরণে নির্মিত করা হয়?
উত্তরঃ লন্ডনের বাকিংহাম প্যালেসের।
প্রশ্নঃ দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পূজারী কে ছিলেন?
উত্তরঃ রামকৃষ্ণ পরমহংসদেব।
Please do not enter any spam link in the comment box.