ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য - 100+ Indian Architecture History GK in Bengali
Indian Architecture History GK in Bengali |
নমস্কার বন্ধুরা,
এই পাঠে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ 100টির বেশি প্রশ্ন উত্তর।
ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্যের নাম, সময়কাল, অবস্থান, প্রতিষ্ঠাতা ইত্যাদি থেকে প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা গেছে। এই ধরনের প্রশ্ন উত্তরগুলি আজকের এই পাঠে আমরা আপনাদের জন্য শেয়ার করলাম।
ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য এই বিষয়টি Bengali Static Gk, Static Gk Bangla, Bangla Gk, Gk in Bengali, History Gk, History Gk in Bengali ইত্যাদির অংশ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য অর্থাৎ Famous Architectures of India এই টপিক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় থাকে।
History GK in Bengali এর অংশ Famous Indian architecture থেকে সাধারণত যে ধরনের প্রশ্ন করা হয়ে থাকে সেগুলি নিচে দেওয়া হল। সম্পূর্ণ পাঠটি একবার দেখে নিন। আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এই ধরনের সমস্ত প্রশ্নগুলির উত্তর দিতে আজকের এই পাঠটি খুবই কার্যকরি থাকবে।
আজকের প্রশ্ন-উত্তর গুলি করার আগে নিচের পেজটি একবার পড়ুন...
ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য - Famous Architectures of India in Bengali
ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য - 100+ Indian Architecture History GK in Bengali
১) তাজমহল কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- মুঘল সম্রাট শাহজাহান।
২) তাজমহল কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ- উত্তরপ্রদেশের আগ্রা শহরে অবস্থিত।
৩) তাজমহল কার স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান তৈরি করেন?
উত্তরঃ- তার প্রিয় পত্নী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে।
৪) তাজমহল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ- যমুনা নদীর তীরে অবস্থিত।
৫) কত সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়?
উত্তরঃ- ১৯৮৩ সালে।
৬) সাঁচির স্তুপ কে নির্মাণ করেন?
উত্তরঃ- মৌর্য সম্রাট অশোক।
৭) সাঁচির স্তুপ কোথায় অবস্থিত?
উত্তরঃ- মধ্যপ্রদেশের ভোপাল শহরের কাছে।
৮) কত সালে ইউনেস্কো সাঁচির স্তুপকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়?
উত্তরঃ- ১৯৮৯ সালে।
৯) অজন্তা গুহা কোথায় অবস্থিত?
উত্তরঃ- মহারাষ্ট্রে।
১০) অজন্তা গুহা কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- গুপ্ত রাজবংশ।
১১) কত সালে ইউনেস্কো অজন্তা গুহাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়?
উত্তরঃ- ১৯৮৩ সালে।
১২) ইলোরা গুহা কোথায় অবস্থিত?
উত্তরঃ- মহারাষ্ট্রে অবস্থিত।
১৩) ইলোরা গুহা কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- গুপ্ত রাজবংশ।
১৪) কত সালে ইউনেস্কো ইলোরা গুহাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়?
উত্তরঃ- ১৯৮৩ সালে।
১৫) নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ- বিহারের পাটনা শহরের নিকট।
১৬) নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত।
১৭) ভারতবর্ষের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কী?
উত্তরঃ- নালন্দা বিশ্ববিদ্যালয়।
১৮) কত সালে ইউনেস্কো নালন্দা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়?
উত্তরঃ- ২০১৬ সালে।
১৯) জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ- উড়িষ্যার পুরীতে অবস্থিত।
২০) জগন্নাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- গঙ্গ রাজা অনন্ত বর্মন চোরগঙ্গ।
২১) বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ- বিহারের ভাগলপুর শহরের কাছে।
২২) বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- পাল রাজা ধর্মপাল।
২৩) বিরুপাক্ষ মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ- হাম্পি যেটি কর্নাটকে অবস্থিত।
২৪) বিরুপাক্ষ মন্দির কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- চালুক্য রাজা দ্বিতীয় বিক্রমাদিত্য।
২৫) সূর্য মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ- উড়িষ্যার কোনারকে অবস্থিত।
২৬) সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- গঙ্গ রাজা প্রথম নরসিংহদেব।
২৭) কত সালে ইউনেস্কো সূর্য মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়?
উত্তরঃ- ১৯৮৪ সালে।
২৮) মহাবলীপুরমের রথ মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ- তামিলনাড়ুর মামল্লপুরমে অবস্থিত।
২৯) মহাবলীপুরমের রথ মন্দির কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- পল্লবরাজ প্রথম নরসিংহবর্মন।
৩০) কত সালে ইউনেস্কো মহাবলীপুরমের রথ মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এর স্বীকৃতি দেয়?
উত্তরঃ- ১৯৮৪ সালে।
৩১) কৈলাসনাথ মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ- তামিলনাড়ুর কাঞ্চিতে অবস্থিত।
৩২) কৈলাসনাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- পল্লবরাজ দ্বিতীয় নরসিংহবর্মন।
৩৩) ইলোরার কৈলাস মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ- মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরে।
৩৪) ইলোরার কৈলাস মন্দির কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- রাষ্ট্রকূট রাজ প্রথম কৃষ্ণ।
৩৫) খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ- মধ্যপ্রদেশে অবস্থিত।
৩৬) খাজুরাহ মন্দির কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- চান্দেলা রাজবংশ।
৩৭) কত সালে ইউনেস্কো খাজুরাহ মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়?
উত্তরঃ- ১৯৮৬ সালে।
৩৮) দিলওয়ারা জৈন মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ- রাজস্থানের মাউন্ট আবুতে।
৩৯) দিলওয়ারা জৈন মন্দির কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- সোলাঙ্কিরাজ সিদ্ধরাজা।
৪০) রানি কি ভাভ কোথায় অবস্থিত?
উত্তরঃ- গুজরাটের পাঠান।
৪১) রানি কি ভাভ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- সোলাঙ্কিরাজ প্রথম ভীমের পত্নী উদয়মতি।
৪২) কত সালে ইউনেস্কো রানি কি ভাভকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়?
উত্তরঃ- ২০১৪ সালে।
৪৩) বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ- তামিলনাড়ুর তাঞ্জাভুরে।
৪৪) বৃহদেশ্বর মন্দির কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- চোল রাজা প্রথম রাজরাজ।
৪৫) কত সালে ইউনেস্কো বৃহদেশ্বর মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়?
উত্তরঃ- ২০০৪ সালে।
৪৬) কত সালে ইউনেস্কো নালন্দা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়?
উত্তরঃ- ২০১৬ সালে।
৪৭) কুতুবমিনার কোথায় অবস্থিত?
উত্তরঃ- কুতুবউদ্দিন আইবক।
৪৮) কত সালে ইউনেস্কো কুতুবমিনারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়?
উত্তরঃ- ১৯৯৩ সালে।
৪৯) এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত?
উত্তরঃ- মুম্বাই শহরের নিকট এলিফ্যান্টা দ্বীপে।
৫০) এলিফ্যান্টা গুহা কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- রাষ্ট্রকূট রাজবংশ।
৫১) কত সালে ইউনেস্কো এলিফ্যান্টা গুহাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়?
উত্তরঃ- ১৯৮৭ সালে।
৫২) আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত?
উত্তরঃ- রাজস্থানের আজমিরে।
৫৩) আড়াই দিন কা ঝোপড়া কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- সুলতান কুতুবউদ্দিন আইবক।
৫৪) আলাই মিনার কোথায় অবস্থিত?
উত্তরঃ- দিল্লিতে।
৫৫) আলাই মিনার কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- আলাউদ্দিন খলজি।
৫৬) হজ খস কোথায় অবস্থিত?
উত্তরঃ- দিল্লিতে।
৫৭) হজ খস কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- আলাউদ্দিন খলজি।
৫৮) আরামবাগ স্থাপত্য কোথায় অবস্থিত?
উত্তরঃ- উত্তরপ্রদেশের আগ্রাতে।
৫৯) আরামবাগ স্থাপত্য কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- মুঘল সম্রাট বাবর।
৬০) হুমায়ুনের সমাধিক্ষেত্র কোথায় অবস্থিত?
উত্তরঃ- দিল্লিতে।
৬১) হুমায়ুনের সমাধিক্ষেত্র কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- মুঘল সম্রাট হুমায়ুনের পত্নী হাজি বেগম।
৬২) কত সালে ইউনেস্কো হুমায়ুনের সমাধিক্ষেত্রকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়?
উত্তরঃ- ১৯৯৩ সালে।
৬৩) বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন?
উত্তরঃ- মুঘল সম্রাট আকবর।
৬৪) বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত?
উত্তরঃ- উত্তরপ্রদেশের আগ্রার নিকট ফতেপুর সিক্রিতে।
৬৫) আগ্রা দুর্গ কোথায় অবস্থিত?
উত্তরঃ- উত্তরপ্রদেশের আগ্রাতে।
৬৬) আগ্রা দুর্গ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- মুঘল সম্রাট আকবর।
৬৭) কত সালে ইউনেস্কো আগ্রা দুর্গকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়?
উত্তরঃ- ১৯৮৩ সালে।
৬৮) ঈগলের বাসা স্থাপত্য কোথায় অবস্থিত?
উত্তরঃ- মহারাষ্ট্রের রায়গড়তে।
৬৯) ঈগলের বাসা স্থাপত্য কে নির্মাণ করেন?
উত্তরঃ- ছত্রপতি শিবাজী।
৭০) ভারতবর্ষের বৃহত্তম গম্বুজের নাম কী?
উত্তরঃ- গোলগম্বুজ।
৭১) গোলগম্বুজ কোথায় অবস্থিত?
উত্তরঃ- কর্নাটকের বিজাপুরে।
৭২) গোলগম্বুজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- মহম্মদ আদিল শাহ।
৭৩) স্বর্ণমন্দির গুরদ্বারা কোথায় অবস্থিত?
উত্তরঃ- পাঞ্জাবের অমৃতসরে।
৭৪) স্বর্ণমন্দির গুরদ্বারা কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- গুরু রামদাস।
৭৫) বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত?
উত্তরঃ- রাজস্থানের চিতোরগড়ে।
৭৬) বিজয় স্তম্ভ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- মেওয়ারের রাজা রানা কুম্ভ।
৭৭) লালবাগ স্থাপত্য কোথায় অবস্থিত?
উত্তরঃ- ব্যাঙ্গালোরে।
৭৮) লালবাগ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- হায়দার আলী।
৭৯) আকবরের সমাধিক্ষেত্র কোথায় অবস্থিত?
উত্তরঃ- উত্তরপ্রদেশের আগ্রার নিকট সিকান্দ্রা শহরে।
৮০) আকবরের সমাধিক্ষেত্র কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- আকবর।
৮১) চারমিনার কোথায় অবস্থিত?
উত্তরঃ- হায়দ্রাবাদে।
৮২) চারমিনার কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- কুতুবশাহী সাম্রাজ্যের সুলতান মহম্মদ কুয়ালি কুতুব শাহ।
৮৩) লালকেল্লা কোথায় অবস্থিত?
উত্তরঃ- দিল্লিতে।
৮৪) লালকেল্লা কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- মুঘল সম্রাট শাহজাহান।
৮৫) কত সালে ইউনেস্কো লালকেল্লা স্থাপত্যকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়?
উত্তরঃ- ২০০৭ সালে।
৮৬) বিবি কা মকবারা কোথায় অবস্থিত?
উত্তরঃ- মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরে।
৮৭) বিবি কা মকবারা কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- মুঘল সম্রাট ঔরঙ্গজেব।
৮৮) মুঘল সম্রাট ঔরঙ্গজেব কার স্মৃতির উদ্দেশ্যে এই স্থাপত্যটি নির্মাণ করেন?
উত্তরঃ- তার স্ত্রী দিলরাস বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে।
৮৯) যন্তর মন্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ- রাজস্থানের জয়পুরে।
৯০) যন্তর মন্তর কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- রাজপুত রাজা দ্বিতীয় জয়সিংহ।
৯১) কত সালে ইউনেস্কো যন্তর-মন্তরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়?
উত্তরঃ- ২০১০ সালে।
৯২) শালিমার বাগ স্থাপত্য কোথায় অবস্থিত?
উত্তরঃ- জম্মু-কাশ্মীরের শ্রীনগরে।
৯৩) শালিমার বাগ স্থাপত্য কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- মুঘল সম্রাট জাহাঙ্গীর।
৯৪) জাহাঙ্গীর কাকে খুশি করবার জন্য শালিমার বাগ স্থাপত্যটি নির্মাণ করেন?
উত্তরঃ- জাহাঙ্গীর তার স্ত্রী নুরজাহানকে খুশি করবার জন্য এটি নির্মাণ করেন।
৯৫) সবরমতি আশ্রম কোথায় অবস্থিত?
উত্তরঃ- গুজরাটের আহমেদাবাদে শহরে।
৯৬) সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- মহাত্মা গান্ধী।
৯৭) ভিক্টোরিয়া টার্মিনাস কোথায় অবস্থিত?
উত্তরঃ- মহারাষ্ট্রে।
৯৮) ভিক্টোরিয়া টার্মিনাস কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স।
৯৯) কত সালে ভিক্টোরিয়া টার্মিনাস পরিবর্তিত হয়ে ছত্রপতি শিবাজী টার্মিনাস নামকরণ হয়?
উত্তরঃ- ১৯৯৬ সালে।
১০০) কত সালে ইউনেস্কো ছত্রপতি শিবাজী টার্মিনাস রেলস্টেশনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়?
উত্তরঃ- ২০০৪ সালে।
১০১) পার্লামেন্ট ভবন কোথায় অবস্থিত?
উত্তরঃ- নিউ দিল্লিতে।
১০২) পার্লামেন্ট ভবন কে প্রতিষ্ঠিত করেন?
উত্তরঃ- এডউইন লুটেনস এবং হার্ভার্ড বেকার।
১০৩) রাইসিনা হিলস কোথায় অবস্থিত?
উত্তরঃ- নিউদিল্লিতে।
১০৪) রাইসিনা হিলস কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- এডউইন লুটেনস।
১০৫) গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত?
উত্তরঃ- মুম্বাইতে।
১০৬) গেটওয়ে অফ ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- জর্জ উইটেট।
১০৭) ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত?
উত্তরঃ- নিউ দিল্লিতে।
১০৮) ইন্ডিয়া গেট কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- এডউইন লুটেনস।
১০৯) স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত?
উত্তরঃ- গুজরাটের কেওরিয়াতে।
১১০) স্ট্যাচু অফ ইউনিটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- রাম বানজি সুতর।
১১১) স্ট্যাচু অফ ইউনিটি কার মূর্তি?
উত্তরঃ- স্যার সরদার বল্লভ ভাই প্যাটেলের।
Please do not enter any spam link in the comment box.