Ads Area

General Science Questions and Answers in Bengali Part 4 - জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর

General Science Questions and Answers in Bengali Part 4 - জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর

General Science Questions and Answers in Bengali Part 4
General Science Questions and Answers in Bengali Part 4

নমস্কার বন্ধুরা,

এই পেজে আমরা General Science Questions and Answers in Bengali Part 4 এ ২৫টি জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি।


Science বা বিজ্ঞান যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় General Science এর গুরুত্বের কথা মাথায় রেখে আমরা General Science থেকে Important GK Questions and Answers নিয়ে এই পর্ব শুরু করেছি। General Science Questions and Answers in Bengali Part 3 এ আপনাদের জন্য থাকছে ২৫টি বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। এই পর্বগুলির মাধ্যমে আমরা General Science থেকে আগত সাম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।




আরো পড়ুন...

General Science GK All Part





জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর


 

1. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গুলি V, J, L অথবা I আকৃতির হয়?





উত্তরঃ (C) অ্যানোফেজ

 

2. জটিল বা কমপাউন্ড মাইক্রোস্কোপ এর ক্ষেত্রে কোনটি সত্য?





উত্তরঃ (A) এর দুটি লেন্স আছে

 

3. প্রোটিনের অভাবে কোন রোগটি হয়?





উত্তরঃ (C) কোয়াশিয়রকর

 

4. 'অর্জিত অনাক্রমতার অভাবজনিত লক্ষণ' বা AIDS রোগটির কারণ কি?





উত্তরঃ (A) ভাইরাস

 

5. ছত্রাক সংক্রমনের জন্য যে রোগটি ছড়ায়-





উত্তরঃ (B) ডার্মাটাইটিস

 

6. হাইড্রোজেন আয়নের (H+) ইলেকট্রন সংখ্যা কটি?





উত্তরঃ (C) 0

 

7. আপেলে কোন অ্যাসিড থাকে?





উত্তরঃ (A) ম্যালিক

 

8. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি?





উত্তরঃ (C) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

 

9. বাড়িতে বিদ্যুৎ সংযোগ ________ সমবায়ে করা হয়?





উত্তরঃ (A) সমান্তরাল

 

10. অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কোন ভাষা ব্যবহৃত হয়?





উত্তরঃ (A) JAVA

 

11. সৌর কোষে কোন পদার্থটি ব্যবহৃত হয়?





উত্তরঃ (A) সিলিকন

 

12. এক্স রশ্মি কে আবিষ্কার করেন?





উত্তরঃ (B) রন্টজেন

 

13. নিচের কোনটি প্রকৃত ফল নয়?





উত্তরঃ (A) আপেল

 

14. আলোকবর্ষ কিসের একক?





উত্তরঃ (C) দূরত্ব

 

15. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি?





উত্তরঃ (B) সোনা

 

16. বায়ুমন্ডলে উপস্থিত সর্বাধিক নোবেল গ্যাস কোনটি?





উত্তরঃ (B) আর্গন

 

17. LCD এর পুরো কথা কি?





উত্তরঃ (A) Liquid Crystal Display

 

18. শব্দের গতিবেগ সর্বাধিক হয় কোন মাধ্যমে?





উত্তরঃ (A) কঠিন

 

19. মরীচিকা ________ এর উদাহরন।





উত্তরঃ (D) আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

 

20. মানবদেহের বৃহত্তম হাড় কোনটি?





উত্তরঃ (C) ফিমার

 

21. উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়?





উত্তরঃ (D) থিওফ্রাস্টাস

 

22. মানব শরীরে একটি শ্বাস রঞ্জক হল?





উত্তরঃ (D) হিমোগ্লোবিন

 

23. একটি তরল অধাতু হল-





উত্তরঃ (B) ব্রোমিন

 

24. যে কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে, তা হল-





উত্তরঃ (D) মাইট্রোকনড্রিয়া

 

25. মাইটোসিস কোষ বিভাজনের বৃহত্তম দশা কোনটি?





উত্তরঃ (A) ইন্টারফেজ






Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad