General Science Questions and Answers in Bengali Part 4 - জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর General Science Questions and Answers in Bengali Part 4
নমস্কার বন্ধুরা,
এই পেজে আমরা General Science Questions and Answers in Bengali Part 4 এ ২৫টি জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি।
Science বা বিজ্ঞান যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় General Science এর গুরুত্বের কথা মাথায় রেখে আমরা General Science থেকে Important GK Questions and Answers নিয়ে এই পর্ব শুরু করেছি। General Science Questions and Answers in Bengali Part 3 এ আপনাদের জন্য থাকছে ২৫টি বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। এই পর্বগুলির মাধ্যমে আমরা General Science থেকে আগত সাম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।
জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর
1. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গুলি V, J, L অথবা I আকৃতির হয়?
A) প্রোফেজ
B) মেটাফেজ
C) অ্যানোফেজ
D) টেলোফেজ
উত্তরঃ (C) অ্যানোফেজ
➣ Check Answer
2. জটিল বা কমপাউন্ড মাইক্রোস্কোপ এর ক্ষেত্রে কোনটি সত্য?
A) এর দুটি লেন্স আছে
B) এটির জন্য বড় জায়গার দরকার
C) এতে অতিবেগুনি রশ্মি দরকার
D) কেবলমাত্র মৃত জীব দেখা যায়
উত্তরঃ (A) এর দুটি লেন্স আছে
➣ Check Answer
3. প্রোটিনের অভাবে কোন রোগটি হয়?
A) পেলেগ্রা
B) জেরোপথ্যালমিয়া
C) কোয়াশিয়রকর
D) ডায়াবেটিস মেলিটাস
উত্তরঃ (C) কোয়াশিয়রকর
➣ Check Answer
4. 'অর্জিত অনাক্রমতার অভাবজনিত লক্ষণ' বা AIDS রোগটির কারণ কি?
A) ভাইরাস
B) ব্যাকটেরিয়া
C) প্রোটোজোয়া
D) হেলমিন্থ
উত্তরঃ (A) ভাইরাস
➣ Check Answer
5. ছত্রাক সংক্রমনের জন্য যে রোগটি ছড়ায়-
A) পোলিও
B) ডার্মাটাইটিস
C) কলেরা
D) টাইফয়েড
উত্তরঃ (B) ডার্মাটাইটিস
➣ Check Answer
6. হাইড্রোজেন আয়নের (H+) ইলেকট্রন সংখ্যা কটি?
উত্তরঃ (C) 0
➣ Check Answer
7. আপেলে কোন অ্যাসিড থাকে?
A) ম্যালিক
B) টারটারিক
C) হাইড্রোক্লোরিক
D) কার্বনিক
উত্তরঃ (A) ম্যালিক
➣ Check Answer
8. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি?
A) প্রতিসরণ
B) প্রতিফলন
C) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
D) বিক্ষেপণ
উত্তরঃ (C) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
➣ Check Answer
9. বাড়িতে বিদ্যুৎ সংযোগ ________ সমবায়ে করা হয়?
A) সমান্তরাল
B) শ্রেণী
C) শ্রেণী ও সমান্তরাল
D) কোনোটিই নয়
উত্তরঃ (A) সমান্তরাল
➣ Check Answer
10. অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কোন ভাষা ব্যবহৃত হয়?
A) JAVA
B) C
C) PHP
D) C++
উত্তরঃ (A) JAVA
➣ Check Answer
11. সৌর কোষে কোন পদার্থটি ব্যবহৃত হয়?
A) সিলিকন
B) সালফার
C) অ্যালুমিনিয়াম
D) তামা
উত্তরঃ (A) সিলিকন
➣ Check Answer
12. এক্স রশ্মি কে আবিষ্কার করেন?
A) রাদারফোর্ড
B) রন্টজেন
C) স্যাডউইক
D) মাদাম কুরি
উত্তরঃ (B) রন্টজেন
➣ Check Answer
13. নিচের কোনটি প্রকৃত ফল নয়?
A) আপেল
B) আঙ্গুর
C) খেজুর
D) কুল
উত্তরঃ (A) আপেল
➣ Check Answer
14. আলোকবর্ষ কিসের একক?
A) আলোর তীব্রতা
B) আলোর গতিবেগ
C) দূরত্ব
D) দীপন প্রাবল্য
উত্তরঃ (C) দূরত্ব
➣ Check Answer
15. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি?
A) অ্যালুমিনিয়াম
B) সোনা
C) রূপা
D) তামা
উত্তরঃ (B) সোনা
➣ Check Answer
16. বায়ুমন্ডলে উপস্থিত সর্বাধিক নোবেল গ্যাস কোনটি?
A) হিলিয়াম
B) আর্গন
C) নিয়ন
D) জেনন
উত্তরঃ (B) আর্গন
➣ Check Answer
17. LCD এর পুরো কথা কি?
A) Liquid Crystal Display
B) Liquid Compact Display
C) Light Circuit Display
D) Light Crystal Display
উত্তরঃ (A) Liquid Crystal Display
➣ Check Answer
18. শব্দের গতিবেগ সর্বাধিক হয় কোন মাধ্যমে?
A) কঠিন
B) তরল
C) গ্যাসীয়
D) প্লাজমা
উত্তরঃ (A) কঠিন
➣ Check Answer
19. মরীচিকা ________ এর উদাহরন।
A) আলোর প্রতিফলন
B) আলোর প্রতিসরণ
C) আলোর সমাবর্তন
D) আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
উত্তরঃ (D) আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
➣ Check Answer
20. মানবদেহের বৃহত্তম হাড় কোনটি?
A) টিবিয়া
B) হিউমেরাস
C) ফিমার
D) ফিবুলা
উত্তরঃ (C) ফিমার
➣ Check Answer
21. উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়?
A) অ্যারিস্টোটল
B) ল্যামার্ক
C) গ্রেগর জোহান মেন্ডেল ন
D) থিওফ্রাস্টাস
উত্তরঃ (D) থিওফ্রাস্টাস
➣ Check Answer
22. মানব শরীরে একটি শ্বাস রঞ্জক হল?
A) ক্যারোটিনয়েড
B) জল
C) হেপারিন
D) হিমোগ্লোবিন
উত্তরঃ (D) হিমোগ্লোবিন
➣ Check Answer
23. একটি তরল অধাতু হল-
A) পারদ
B) ব্রোমিন
C) ফ্রান্সিয়াম
D) আয়োডিন
উত্তরঃ (B) ব্রোমিন
➣ Check Answer
24. যে কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে, তা হল-
A) রাইবোজোম
B) লাইসোজোম
C) গলগী বডি
D) মাইট্রোকনড্রিয়া
উত্তরঃ (D) মাইট্রোকনড্রিয়া
➣ Check Answer
25. মাইটোসিস কোষ বিভাজনের বৃহত্তম দশা কোনটি?
A) ইন্টারফেজ
B) প্রোফেজ
C) মেটাফেজ
D) টেলোফেজ
উত্তরঃ (A) ইন্টারফেজ
➣ Check Answer
Please do not enter any spam link in the comment box.