Ads Area

Monthly Current Affairs in Bengali || July 2022 Part 2 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali || July 2022 Part 2 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs - July 2022 Part 2
Monthly Current Affairs - July 2022 Part 2

Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali || July 2022 Part 2 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।


Monthly Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।




➤ Monthly Current Affairs in Bengali || July 2022 Part 1




Monthly Current Affairs in Bengali || July 2022 Part 2



✱ সোমালিয়ার প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ হামজা আবদি ব্যারি।


✱ কোন দেশ ২০২৮ সালের মধ্যে মহাকাশে সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা নিয়েছে?

➥ চিন।


✱ সম্প্রতি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত, 'স্কাইট্র্যাক্স ২০২২ বিশ্ব বিমানবন্দর পুরস্কার'এ, 'বিশ্বের সেরা বিমানবন্দর' হিসাবে নির্বাচিত হল কোন বিমানবন্দর?

➥ কাতারের 'হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর'।


✱ ২০২২-'২৩ সালের জন্য, 'সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া'র চেয়ারপার্সন হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ প্রমোদ কে. মিত্তল।


✱ ২০২১ সালে পূনর্নবীকরণযোগ্য শক্তি স্থাপনের ক্ষেত্রে ভারতের স্থান কত?

➥ তৃতীয়।


✱ কোন ৪টি দেশ সম্প্রতি 'I2U2' নামে একটি নতুন দল গঠন করেছে?

➥ ভারত, ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরশাহী।


✱ ভারতের প্রথম বিমানবন্দর হিসাবে ২০২২ সালের জুন থেকে, সম্পূর্ণরূপে জলবিদ্যুৎ ও সৌরশক্তির ওপর নির্ভর করে পরিচালিত হচ্ছে কোন বিমানবন্দর?

➥ দিল্লির 'ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।


✱ রান্নার গ্যাসের দাম থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে, কোন কোম্পানি সম্প্রতি ইন্ডোর সোলার কুকিং স্টোভ তৈরি করল?

➥ ভারতের শীর্ষস্থানীয় তেল কোম্পানি 'ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড' (এটির নাম 'সূর্য নূতন')।


✱ কোন দেশে সম্প্রতি বিশ্বের বৃহত্তম মিঠে জলের মাছ পাওয়া গেছে?

➥ কম্বোডিয়া ('স্টিংরে' প্রজাতির এই মাছটির ওজন প্রায় ৩০০ কেজি ও উচ্চতা প্রায় ১৩ ফুট)।


✱ ২০২২ সালে ২৬ তম 'কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং' কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?

➥ রুয়ান্ডা।


✱ ২০২২ সালে কে 'ফিকশনের জন্য নারী পুরষ্কার' পেলেন?

➥ মার্কিনি-কানাডিয়ান লেখিকা রুথ ওজেকি (তাঁর লেখা 'The Book of Form and Emptiness' বইটির জন্য এই পুরষ্কার পেলেন তিনি)।


✱ সম্প্রতি প্রয়াত গোপী চাঁদ নারাং (৯১ বছর) কোন ভাষার সাহিত্য সমালোচক ছিলেন?

➥ উর্দু।


✱ রাষ্ট্রসঙ্ঘে, ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ প্রবীণ কূটনীতিবিদ রুচিরা কাম্বোজ।


✱ কে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার দণ্ডয়াল এলাকায়, 'সিসমোগ্রাফি অবজার্ভেটরি'র উদ্বোধন করলেন?

➥ কেন্দ্রীয় মন্ত্রী ড.জিতেন্দ্র সিং।


✱ 'গুজরাত ইন্টারন্যাশনাল ফিন্যান্স টেক-সিটি'তে 'নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক'এ ভারতের আঞ্চলিক অফিসের ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ ড.ডি.জে.পান্ডিয়ান।


✱ কোন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা সম্প্রতি অ্যান্টি-গ্র্যাভিটি বডি স্যুট তৈরি করলেন?

➥ দিল্লির 'অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস (এই স্যুটটি পড়ে মহাকাশচারীরা মহাকাশে যোগ ব্যায়াম করতে পারবেন)।


✱ 'ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল'এর এক রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে বিশ্বব্যাপী সোনার পুনর্ব্যবহারে ভারতের স্থান কত?

➥ চতুর্থ (২০২১ সালে ৭৫ টন সোনার পুনর্ব্যবহার করেছে ভারত)।


✱ এ'বছর ২১ জুন, 'আন্তর্জাতিক যোগ দিবস'এর কততম সংস্করণ পালিত হয়েছে?

➥ অষ্টম।


✱ দেশের ৩৬ তম রাজ্য হিসাবে, কারা সম্প্রতি 'এক দেশ এক রেশন কার্ড' প্রকল্প বাস্তবায়ন করল?

➥ অসম।


✱ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্যের ১১টি কারাগারের বাইরের ক্যাম্পাসগুলিতে জ্বালানি স্টেশন স্থাপনের পরিকল্পনা নিল?

➥ হরিয়ানা সরকার (এই প্রকল্পের নাম 'জেল ফিলিং স্টেশন')।


✱ মাটির তৈরি অ-বৈদ্যুতিক কুলিং ক্যাবিনেটের জন্য একটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (IS 17693 : 2022) তৈরি করল 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডারস'। এটির নাম কি?

➥ মিট্টিকুল রেফ্রিজারেটর।


✱ কে সম্প্রতি নয়াদিল্লিতে, 'জাতীয় যোগা অলিম্পিয়াড ২০২২' ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করলেন?

➥ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।


✱ সন্ত্রাসী কাজকর্মে অর্থনৈতিক জোগানের ওপর নজরদারি চালানো সংগঠন 'ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স'এর বিচারে, পাকিস্তান এখন কোন তালিকায় রয়েছে?

➥ ধূসর তালিকা।


✱ কে সম্প্রতি স্বল্প দৈর্ঘের ভিডিও শেয়ারিং অ্যাপ 'টিকটক'এ বিশ্বের সর্বাধিক ফলোয়ারকারী হয়ে নজির গড়লেন?

➥ সেনেগালের সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব খ্যাবি লেম (তাঁর ফলোয়ার্স এখন ১৪২.৮ মিলিয়ন)।


✱ কোন দেশ সম্প্রতি ল্যান্ডমাইন ব্যবহার ও উৎপাদনের ওপর প্রায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করল?

➥ মার্কিন যুক্তরাষ্ট্র।


✱ 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার'এর প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ শ্যাম শরণ।


✱ কে সম্প্রতি 'জাতীয় মিলেট সম্মেলন'এর উদ্বোধন করেছেন?

➥ কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।


✱ 'ইন্টেলিজেন্স ব্যুরো'র ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ তপন কুমার ডেকা।


✱ ২০২৩ সালে ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল 'জি-২০' সম্মেলন আয়োজন করবে?

➥ জম্মু ও কাশ্মীর।


✱ রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি করার জন্য, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ১৭ তম 'শালা প্রবেশোৎসব' অভিযান চালু করল?

➥ গুজরাট।


✱ 'নীতি আয়োগ'এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ পরমেশ্বরন আইয়ার।


✱ সম্প্রতি বিশ্বের মধ্যে সবথেকে বড় ইলেকট্রনিক্স ইন্টারলকিং সিস্টেম রেলস্টেশনে পরিণত হল কোন রেলস্টেশন?

➥ হুগলি জেলায় অবস্থিত 'ব্যান্ডেল রেলওয়ে স্টেশন'।


✱ সম্প্রতি কোথায় 'ড. বি. আর. আম্বেদকর স্কুল অফ ইকোনমিক্স'এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি?

➥ বেঙ্গালুরু।


✱ 'ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি'র ডিরেক্টর জেনারেল হিসাবে সাম্প্রতি কে মনোনীত হলেন?

➥ ডিংকর গুপ্তা।


✱ সম্প্রতি ভারতের প্রথম মহিলা 'ন্যাশনাল ডিফেন্স আকাদেমি' ব্যাচে ভর্তির পরীক্ষায় প্রথম স্থান পেয়ে নজির গড়লেন কে?

➥ হরিয়ানার রোহতক জেলার বাসিন্দা ১৯ বছর বয়সি শানন ঢাকা।


✱ ২০২২ সালে 'জাতীয় এমএসএমই পুরস্কার'এ, প্রথম পুরস্কার পেল কোন রাজ্য?

➥ ওড়িশা সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পদ্যোগ বিভাগ।


✱ যুদ্ধের কারণে ইউক্রেনের স্থানচ্যুত শিশুদের সাহায্য করতে, কে সম্প্রতি নিজের 'নোবেল পুরস্কার'এর পদকটি নিলামে তুললেন?

➥ রুশ সাংবাদিক দিমিত্রী মুরাতভ (২০২১ সালে শান্তিতে 'নোবেল পুরস্কার' পান তিনি)।


✱ নরেন্দ্র মোদির সম্প্রতি কোথায় নতুন বাণিজ্য ভবনের উদ্বোধন করেছেন?

➥ নয়াদিল্লি।


✱ কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি কোথায় 'আম উৎসব'এর উদ্বোধন করেছেন?

➥ বেলজিয়ামের ব্রাসেলস।


✱ 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি'র ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ বিশিষ্ট অর্থনীতিবিদ আর. কবিতা রাও।





Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad