Monthly Current Affairs in Bengali - July 2022 Part 3 - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২
![]() |
Monthly Current Affairs in Bengali - July 2022 Part 3 |
Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali - July 2022 Part 3 - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।
Monthly Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।
More Current Affairs |
Link |
---|---|
Monthly Current Affairs - July 2022 Part 1 |
|
Monthly Current Affairs - July 2022 Part - 2 |
Monthly Current Affairs in Bengali - July 2022 Part 3
✱ ২০২২ সালে কে 'মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড'এর সম্মান পেলেন?
➥ খুশি প্যাটেল।
✱ সম্প্রতি 'ইউনেস্কো'র 'ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ'এ যুক্ত হল 'খুভসগুল হ্রদ জাতীয় উদ্যান'। এটি কোন দেশে অবস্থিত?
➥ মঙ্গোলিয়া।
✱ কোন দেশ সম্প্রতি পরিবেশ দূষণ রুখতে, ১ জুলাই থেকে, একক ব্যবহারযোগ্য প্লাস্টিক বা তা দিয়ে তৈরি সামগ্রী নিষিদ্ধ করল?
➥ ভারত।
✱ সম্প্রতি দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করল প্রথম ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন। ট্রেনটি কোন দুই দেশের মধ্যে যোগাযোগ রক্ষা করবে?
➥ ভারত ও নেপাল।
✱ ২০২২ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত, 'এনআরআই ওয়ার্ল্ড সামিট'এ কে 'শিরোমণি পুরস্কার' পেলেন?
➥ শিল্পী, ব্যবসায়ী ও সমাজসেবী মিশেল পুনাওয়ালা (শিল্পকলার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার পেলেন তিনি)।
✱ ভারতীয় বিমানবাহিনীর মর্যাদাপূর্ণ সেন্ট্রাল এয়ার কম্যান্ডের এয়ার অফিসার কম্যান্ডিং-ইন-চিফ হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ এয়ার মার্শাল অমর প্রীত সিং।
✱ ভারতের অ্যাটর্নি জেনারেল এখন কে?
➥ কোট্টায়ান কাতানকোট ভেনুগোপাল।
✱ ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ ইয়ার ল্যাপিড।
✱ কোন মহাকাশ সংস্থা সম্প্রতি চাঁদে 'CAPSTONE' মহাকাশযান উৎক্ষেপণ করল?
➥ নাসা।
✱ ২০২২ সালে কোন দেশে ১১ তম 'ওয়ার্ল্ড আরবান ফোরাম' অনুষ্ঠিত হয়েছে?
➥ পোল্যান্ড।
✱ ২০২২ সালে ভারতের কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ'এর উদ্বোধন করেছেন?
➥ গুজরাট।
✱ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'নারী কো নমন' প্রকল্প চালু করল?
➥ হিমাচল প্রদেশ (এই প্রকল্পের অধীনে, রাজ্যের মহিলা যাত্রীদের রাজ্যের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে সরকারি বাস ভাড়ায় ৫০% ছাড় দেওয়া হবে)।
✱ এনটিপিসি সম্প্রতি কোন রাজ্যে ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করল?
➥ তেলেঙ্গানা।
✱ বেঙ্গালুরুতে বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন সম্পর্কে তথ্য প্রদানের জন্য, কোন কোম্পানি সম্প্রতি 'ইভি মিত্র' মোবাইল অ্যাপ চালু করল?
➥ বেঙ্গালুরু ইলেক্ট্রিসিটি কোম্পানি।
✱ কোন মহাকাশ সংস্থা সম্প্রতি সিঙ্গাপুরের ৩টি উপগ্রহ সহ একটি 'PSLV-C53' লঞ্চ করল?
➥ ইসরো।
✱ সম্প্রতি ভারতের কোন শহরে বিশ্বের বৃহত্তম টেকনোলজি হাবের উদ্বোধন করা হয়েছে?
➥ তেলেঙ্গানার হায়দ্রাবাদে।
✱ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদ শহরের নতুন নাম কি হতে চলেছে?
➥ যথাক্রমে সাম্ভাজি নগর ও ধারাশিব।
✱ মুম্বাইয়ের নতুন পুলিশ কমিশনার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ বিবেক ফাঁসালকার।
✱ ২০২১ সালে কে সিআইআই 'কোয়ালিটি রত্ন পুরস্কার' পেলেন?
➥ আইটি সার্ভিস ম্যানেজমেন্ট কোম্পানি 'হ্যাপিয়েস্ট মাইন্ডস টেকনোলজিস'এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অশোক সুতা।
✱ 'রাষ্ট্রসংঘ'এর রিপোর্ট অনুযায়ী, ২০৩৫ সালে ভারতের জনসংখ্যা কত হবে?
➥ ৬৭৫ মিলিয়ন।
✱ ভারতের বৃহত্তম পোকার প্ল্যাটফর্ম 'PokerBaazi.com'এর ব্রান্ড অ্যাম্বাসাডর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ বলিউড অভিনেতা শাহিদ কাপুর।
✱ 'ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স'এর প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরিয়ান টি.রাজা কুমার।
✱ সম্প্রতি প্রয়াত অম্বিকা রাও (৫৮ বছর) কে ছিলেন?
➥ মালায়ালাম অভিনেত্রী।
✱ সম্প্রতি ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য, প্রথম দেশীয়ভাবে তৈরি কোভিড-১৯ টিকায় অনুমোদন দিল দক্ষিণ কোরিয়া। টিকাটির নাম কি?
➥ SkyCovione।
✱ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
✱ 'গেইল (ইন্ডিয়া) লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ সন্দীপ কুমার গুপ্তা।
✱ সম্প্রতি প্রয়াত পালনজি মিস্ত্রি (৯৩ বছর) কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
➥ ব্যবসায়ী।
✱ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'কাশী যাত্রা প্রকল্প' চালু করল?
➥ কর্ণাটক (এই প্রকল্পের অধীনে, উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরে তীর্থযাত্রা করতে ইচ্ছুক এমন ৩০,০০০ ব্যক্তিকে ৫,০০০ টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে)।
✱ কারা সম্প্রতি 'কেম্পেগৌড়া আন্তর্জাতিক পুরস্কার' পেলেন?
➥ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.এম.কৃষ্ণ, 'ইনফোসিস'এর প্রতিষ্ঠাতা এন.আর.নারায়ণ মূর্তি ও প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন।
✱ কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর সম্প্রতি কোথায় মধু পরীক্ষার ল্যাবরেটরি উদ্বোধন করলেন?
➥ নাগাল্যান্ডের ডিমাপুরে।
✱ ঝাড়খন্ড ও অন্ধ্রপ্রদেশের পর, এবার সম্প্রতি ভারতের কোন রাজ্য থেকে বিপুল পরিমাণ ইউরেনিয়ামের খোঁজ মিলল?
➥ রাজস্থান।
✱ সম্প্রতি ভারতের কোন রাজ্যে ৪ দিন ব্যাপী অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হল?
➥ অসম।
✱ কে সম্প্রতি 'ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে অতিরিক্ত দায়িত্ব নিলেন?
➥ পি.উদয়কুমার।
✱ সম্প্রতি কোন দেশে 'পদ্মা' সেতুর উদ্বোধন করা হয়েছে?
➥ বাংলাদেশ।
✱ কোন দেশ শীঘ্রই গর্ভপাতের অধিকারকে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে?
➥ মার্কিন যুক্তরাষ্ট্র।
✱ 'ইন্ডিয়া ডেবট রেজোলিউশন কোম্পানি লিমিটেড'এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ অবিনাশ কুলকার্নি।
✱ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ৩,৭০০ মেগাওয়াট আদানি গ্রিন এনার্জি প্রকল্পের অনুমোদন করল?
➥ অন্ধ্রপ্রদেশ।
✱ ইংল্যান্ডের ওয়ান ডে ও টোয়েন্টি-২০ দলের অধিনায়ক হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ জস বাটলার।
✱ কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে ৩৫ রান করে বিশ্বরেকর্ড গড়লেন?
➥ জসপ্রীত বুমরা।
✱ 'সম্প্রতি প্রয়াত বারিন্দর সিং (৭৫ বছর) কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
➥ হকি।
✱ কে সম্প্রতি বিশ্বের প্রথম টেনিস তারকা হিসাবে ৪টি গ্র্যান্ডস্লামের সিঙ্গলসে ৮০টির বেশি ম্যাচ জেতার নজির গড়লেন?
➥ সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ।
✱ সম্প্রতি অবসর নেওয়া ইয়ন মর্গ্যান কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
➥ ক্রিকেট।
Please do not enter any spam link in the comment box.