Ads Area

Monthly Current Affairs in Bengali - July 2022 (Part - 1) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - July 2022 (Part - 1) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - July 2022 (Part - 1)
Monthly Current Affairs in Bengali - July 2022 (Part - 1)

Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali - July 2022 (Part - 1) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।


Monthly Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।




আরো পড়ুন...

কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২২Click Here




Monthly Current Affairs in Bengali - July 2022 (Part - 1)



✜ সম্প্রতি ভারতের বৃহত্তম বিমানবন্দর 'জেওয়ার' তৈরি করার টেন্ডার জিতে নিল কোন সংস্থা?


➥ 'টাটা গ্রুপ'এর পরিকাঠামো ও নির্মাণ শাখা সংস্থা 'টাটা প্রজেক্টস লিমিটেড'।


✜ সম্প্রতি কোন দেশ তাদের নাম বদল করল?


➥ তুর্কি ('Turkey' থেকে এখন দেশটির নতুন নাম হয়েছে 'Turkiye')।


✜ সম্প্রতি 'কুম্ভ' ('T-34' নামেও পরিচিত ছিল) নামে পুরুষ বাঘ মারা গেল রণথম্বোর বাঘ সংরক্ষণাগর'এ। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?


➥ রাজস্থান।


✜ সম্প্রতি বিশ্বের প্রথম মেছো বিড়ালের সমীক্ষা করা হলো কোন হ্রদে?


➥ চিলকা হ্রদে।


✜ কোন দেশ সম্প্রতি মাত্র ৫ দিনে ৭৫ কিলোমিটার রাস্তা তৈরি করে 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড'এ নাম তুলল?


➥ ভারত।


✜ ভারতীয় রেলওয়ে প্রথম অফিসার হিসেবে, কে সম্প্রতি 'আয়রনম্যান ট্রায়াথলন' সম্পূর্ণ করে নজির গড়লেন?


➥ শ্রেয়াস জি. হোসুর (জার্মানির হামবুর্গে, ১৩ ঘন্টা ২৬ মিনিট সময়ে এই ইভেন্টটি সম্পূর্ণ করেছেন তিনি)।


✜ কোথায় সম্প্রতি এশিয়ার বৃহত্তম ২০ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র ইনস্টল করল অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা 'মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড'?


➥ হরিয়ানার মানেসারে।


✜ রাষ্ট্রসঙ্ঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ রাষ্ট্রসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফতিমা।


✜ প্রায় ৫ বছর পর, ১২ তম 'বিশ্ব বাণিজ্য সংস্থা'র মন্ত্রী পর্যায়ের সম্মেলন সম্প্রতি কোন দেশে শুরু হয়েছে?


➥ সুইজারল্যান্ড।


✜ 'আন্তর্জাতিক মুদ্রা তহবিল'এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ ভারতের কৃষ্ণ শ্রীনিবাসন।


✜ ফ্রান্সের লুই চতুর্দশের পর, সম্প্রতি কে ইতিহাসে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রাজত্বকারী হলেন?


➥ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ (১৯৫৩ সালে ব্রিটেনের সিংহাসনে বসেন তিনি)।


✜ ২০২২ সালের আগস্টের মধ্যে, কোন রাজ্যে দক্ষিণ আফ্রিকা থেকে চিতাদের পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার?


➥ মধ্যপ্রদেশ।


✜ উত্তর কোরিয়ার প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ প্রবীণ কূটনীতিবিদ চো সন-হুই।


✜ কোন দেশ সম্প্রতি বিশ্বে এই প্রথম চাঁদের সবিস্তার মানচিত্র প্রকাশ করল?


➥ চীন (এই মানচিত্রটি প্রকাশ করা হয়েছে ১:২৫০০০০০ স্কেলে, যেটি এখনও পর্যন্ত চাঁদের সবথেকে বিস্তারিত মানচিত্র)।


✜ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতের কোন শহরে, 'ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথারাইজেশন সেন্টার'এর সদর দপ্তরের উদ্বোধন করলেন?


➥ আহমেদাবাদ।


✜ কোন দেশ ২০২২ সালের জুন থেকে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে?


➥ মালয়েশিয়া।


✜ কর্নাটকের নতুন লোকায়ুক্ত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ বিচারপতি ভীমনাগৌড়া সঙ্গনাগৌড়া পাটিল।


✜ কোথায় সম্প্রতি দেশের মধ্যে এই প্রথম ১০০% ইস্পাত প্রক্রিয়াজাত বর্জ্য ব্যবহার করে রাস্তা তৈরি করা হল?


➥ গুজরাতের সুরাতে।


✜ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানাতে, কে সম্প্রতি 'ক্রান্তিগাথা' গ্যালারির উদ্বোধন করলেন?


➥ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


✜ এশিয়ার প্রথম দেশ হিসাবে, গাঁজা চাষকে আইনসিদ্ধ বলে ঘোষণা করল কারা?


➥ থাইল্যান্ড (তবে, শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রেই গাঁজার ব্যবহারকে মান্যতা দিয়েছে দেশটি)।


✜ সম্প্রতি তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে যাত্রা শুরু করল 'ভারত গৌরব' প্রকল্পের অধীনে ভারতের প্রথম বেসরকারি ট্রেন। কোন বেসরকারি সংস্থা এই ট্রেন চালাচ্ছে?


➥ সাউথ স্টার রেল।


✜ কোন দেশ সম্প্রতি ইরাকের পর ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারীতে পরিণত হল?


➥ রাশিয়া।


✜ বিশ্বের প্রথম দেশ হিসাবে, প্রতিটি সিগারেটের ওপর সতর্কবার্তা ছাপানোর সিদ্ধান্ত নিল কারা?


➥ কানাডা (এই সতর্কবার্তায় লেখা থাকবে 'প্রতি টানেই বিষ')।


✜ কোথায় সম্প্রতি 'অ্যাডভান্স সেন্টার ফর ক্যান্সার ডায়াগনস্টিকস এন্ড রিসার্চ সেন্টার'এর উদ্বোধন করা হয়েছে?


➥ কোচি।


✜ সম্প্রতি ভারতের প্রথম সেন্ট্রালাইজড এসি রেলওয়ে টার্মিনাল 'স্যার এম. বিশ্বেশ্বরায়া রেলওয়ে টার্মিনাল' কোথায় চালু হল?


➥ কর্নাটকের রাজধানী শহর বেঙ্গালুরু।


✜ বিশ্বের মধ্যে ভারতীয় ভাঙা চাল বা খুদ আমদানিকৃত দেশের তালিকায় শীর্ষস্থান পেল কোন দেশ?


➥ চীন (করোনা অতিমারির সময়, অর্থাৎ ২০২১-'২২ আর্থিক বছরে ভারত থেকে মোট ১৬.৩৪ লাভ মেট্রিক টন ভাঙা চাল আমদানি করেছে চীন)।


✜ ১৫ জুন থেকে কোন ব্রাউজার পুরোপুরি বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট?


➥ ইন্টারনেট এক্সপ্লোরার।


✜ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতে তৈরি জরায়ুর ক্যান্সারের প্রথম টিকাটির নাম কি?


➥ কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস টিকা (এটি পুণের 'সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া'র তৈরি)।


✜ সম্প্রতি প্রয়াতও এশিয়ার দীর্ঘতম দাঁতওয়ালা হাতিটির নাম কি?


➥ ভোগেশ্বরা ('মিস্টার কাবিনি' নামেও পরিচিত)।


✜ কোন দেশ সম্প্রতি 'ফুজিয়ান' নামে এয়ারক্র্যাফট কেরিয়ারের সূচনা করল?


➥ চীন।


✜ 'অপারেশন মহিলা সুরক্ষা'র মাধ্যমে সম্প্রতি কতজন মহিলা ও বালিকাকে পাচারের হাত থেকে উদ্ধার করল 'রেলওয়ে প্রোটেকশন ফোর্স'?


➥ ১৫০ জন।


✜ 'প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া'র প্রথম মহিলা চেয়ারপারসন হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ রঞ্জনা প্রকাশ দেশাই।


✜ মানুষের প্রয়োজন ছাড়াই সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে কোন সংস্থা সম্প্রতি 'HomoSEP' নামে রোবট তৈরি করল?


➥ আইআইটি মাদ্রাজ।


✜ 'অগ্নিপথ' প্রকল্পের আওতায়, নির্বাচিত সেনাদের কি নামে ডাকা হবে?


➥ অগ্নিবীর।


✜ 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপন করতে ভারতের মোট কতগুলি সমুদ্র সৈকত পরিষ্কার করা হবে?


➥৭৫টি।


✜ জল সংক্রান্ত সহযোগিতার জন্য, হরিয়ানা সরকার সম্প্রতি কোন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল?


➥ ইজরায়েল।


✜ কোন দেশ সম্প্রতি ১৪ তম ব্রিকস সম্মেলন আয়োজন করেছে?


➥ চীন।


✜ ভারতের প্রথম রাজ্য হিসাবে, কোথায় সম্প্রতি 'বালিকা পঞ্চায়েত' শুরু হয়েছে?


➥ গুজরাট।


✜ কোন দেশ প্রথমবার 'ন্যাটো সম্মেলন'এ অংশ নিতে চলেছে?


➥ জাপান।


✜ ২০২২-'২৩ সালে কে 'মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড'এর সম্মান পেলেন?


➥ সরগম কৌশল।





Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad