Ads Area

General Science Questions and Answers in Bengali Part 3 - জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর

General Science Questions and Answers in Bengali Part 3 - জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর

General Science Questions and Answers in Bengali Part 3
General Science Questions and Answers in Bengali Part 3

নমস্কার বন্ধুরা,

এই পেজে আমরা General Science Questions and Answers in Bengali Part 3 এ ২৫টি জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি।


Science বা বিজ্ঞান যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় General Science এর গুরুত্বের কথা মাথায় রেখে আমরা General Science থেকে Important GK Questions and Answers নিয়ে এই পর্ব শুরু করেছি। General Science Questions and Answers in Bengali Part 3 এ আপনাদের জন্য থাকছে ২৫টি বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। এই পর্বগুলির মাধ্যমে আমরা General Science থেকে আগত সাম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।







জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর



1. জীববিদ্যার কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?


A) মাইক্রোবায়োলজি

B) এন্টোমোলজি

C) হিস্টোলজি

D) ইকোলজি


উত্তরঃ- B) এন্টোমোলজি


2. কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করেন?


A) আইজ্যাক নিউটন

B) ম্যাক্স প্লাঙ্ক

C) দিমিত্রী মেন্ডেলিভ

D) রাদারফোর্ড


উত্তরঃ- B) ম্যাক্স প্লাঙ্ক


3. জীবের দ্বিপদ নামকরণ কে আবিষ্কার করেন?


A) লিনিয়াস

B) অ্যারিস্টোটল

C) লিউয়েনহক

D) রবার্ট ব্রাউন


উত্তরঃ- A) লিনিয়াস


4. ধাতুর ভেজাল নির্ণয়ের সূত্র কে আবিষ্কার করেন?


A) পাস্কাল

B) আর্কিমিডিস

C) বয়েল

D) ওপরের কোনোটিই নয়


উত্তরঃ- B) আর্কিমিডিস


5. কৃমি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?


A) ফাইকোলজি

B) মাইকোলজি

C) ইকোলজি

D) হেলমিনথোলজি


উত্তরঃ- D) হেলমিনথোলজি



6. আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?


A) হাইগেনস্

B) নিউটন

C) স্নেল

D) সি ভি রমন


উত্তরঃ- C) স্নেল


7. জীববিদ্যার জনক কাকে বলা হয়?


A) স্লেইডেন ও সোয়ান

B) ক্যারোলাস লিনিয়াস

C) ক্যাসিমির ফাঙ্ক

D) অ্যারিস্টোটল


উত্তরঃ- D) অ্যারিস্টোটল


8. নিচের কোনটি একটি মূল বা প্রথমিক ভৌতরাশি নয়?


A) তড়িৎ প্রবাহমাত্রা

B) ক্ষেত্রফল

C) উষ্ণতা

D) দৈর্ঘ্য


উত্তরঃ- B) ক্ষেত্রফল


9. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?


A) ভিটামিন এ

B) ভিটামিন বি

C) ভিটামিন সি

D) উপরের কোনোটিই নয়


উত্তরঃ- A) ভিটামিন এ


10. পদার্থবিদ্যার যে শাখায় নিম্ন তাপমাত্রা সংক্রান্ত আলোচনা হয় সেটি হল ________।


A) ক্রায়োজেনিকস

B) অ্যাস্ট্রোফিজিক্স

C) পাইরোজেনিকস

D) উপরের সবগুলি


উত্তরঃ- A) ক্রায়োজেনিকস


11. বলের পরিমাণগত সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে?


A) প্রথম গতিসূত্র

B) দ্বিতীয় গতিসূত্র

C) তৃতীয় গতিসূত্র

D) মহাকর্ষ সূত্র


উত্তরঃ- B) দ্বিতীয় গতিসূত্র


12. জীববিদ্যা শব্দটি আবিষ্কার করেন কে?


A) লিউয়েনহক

B) ল্যামার্ক

C) অ্যারিস্টোটল

D) রবার্ট হুক


উত্তরঃ- B) ল্যামার্ক


13. কোন মৌলটিকে দুষ্ট মৌল বলা হয়?


A) হাইড্রোজেন

B) অক্সিজেন

C) নাইট্রোজেন

D) জেনন


উত্তরঃ- A) হাইড্রোজেন


14. মহাকাশচারীরা মহাকাশযানে কোন শৈবালটি রাখেন?


A) ক্লোরোল্লা

B) গ্রীন ব্লু অ্যালগি

C) উভয়েই

D) কোনোটিই নয়


উত্তরঃ- A) ক্লোরোল্লা


15. অপরিমিত অক্সিজেনের উপস্থিতিতে কয়লার দহনে কোন গ্যাস উৎপন্ন হয়?


A) কার্বন ডাই অক্সাইড

B) কার্বন ট্রাই অক্সাইড

C) কার্বন মনোক্সাইড

D) উপরের সবগুলি


উত্তরঃ- C) কার্বন মনোক্সাইড


16. কোন প্রাচীন ভারতীয় ঋষি শল্যচিকিৎসা আবিষ্কারের সঙ্গে যুক্ত?


A) চরক

B) সুশ্রুত

C) আর্যভট্ট

D) কণাদ


উত্তরঃ- B) সুশ্রুত


17. কোন দুটি রাশির একক অনুরূপ?


A) সরণ ও অতিক্রান্ত দূরত্ব

B) ত্বরণ ও মন্দন

C) ভরবেগ ও বলের ঘাত

D) উপরের সবগুলি


উত্তরঃ- D) উপরের সবগুলি


18. সালোকসংশ্লেষের আলোক দশাটি কোথায় সম্পন্ন হয়?


A) ক্লোরোপ্লাস্টের গ্রানায়

B) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়

C) সাইটোপ্লাজমে

D) মাইটোকনড্রিয়ায়


উত্তরঃ- A) ক্লোরোপ্লাস্টের গ্রানায়


19. রকেট যে নীতি অনুসরণ করে, তাহলো ________।


A) নিউটনের তৃতীয় গতিসূত্র

B) রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র

C) নিউটনের মহাকর্ষ সূত্র

D) কেপলারের তৃতীয় সূত্র


উত্তরঃ- B) রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র


20. কোষের মস্তিষ্ক কোনটি?


A) নিউক্লিয়াস

B) রাইবোজোম

C) লাইসোজোম

D) মাইট্রোকনড্রিয়া


উত্তরঃ- A) নিউক্লিয়াস


21. প্রাণিরাজ্যের কোন পর্বের সব প্রতিনিধিই জলজ?


A) একাইনোডার্মাটা

B) পরিফেরা

C) প্ল্যাটিহেলমিনথিস

D) মোলাস্কা


উত্তরঃ- A) একাইনোডার্মাটা


22. সুইসাইডব্যাগ বলা হয় ________ কে।


A) রাইবোজোম

B) লাইসোজোম

C) নিউক্লিয়াস

D) সেন্ট্রোজোম


উত্তরঃ- B) লাইসোজোম


23. ই.ই.জি করা হয় ________ এর বিষয়ে জানতে।


A) হৃদপিন্ড

B) কিডনি

C) মস্তিষ্ক

D) শরীরের যেকোনো অঙ্গ


উত্তরঃ- C) মস্তিষ্ক


24. মায়োটোম পেশি দেখা যায় ________ শরীরে।


A) পাখির

B) মাছের

C) সরীসৃপের

D) মানুষের


উত্তরঃ- B) মাছের


25. ওরাইজা স্যাটাইভা হল আসলে ________ গাছের বিজ্ঞানসম্মত নাম।


A) ধান

B) গম

C) আলু

D) আম


উত্তরঃ- A) ধান





Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad