Ads Area

ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ শিলালিপি গুলির তালিকা PDF - List of Important inscriptions in Indian History PDF in Bengali

ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ শিলালিপি গুলির তালিকা PDF - List of Important inscriptions in Indian History PDF in Bengali

 
Important inscriptions in Indian History in Bengali
Important inscriptions in Indian History in Bengali

নমস্কার বন্ধুর,
এই পাঠে আমরা ভারতীয় ইতিহাসে দেশীয় শিলালিপি গুলির নাম এবং কোন রাজার সময় কোন শিলালিপি প্রচলিত ছিল তার তালিকাটি নিয়ে আলোচনা করব।

প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপি সর্বশেষ্ঠ ও সর্বপ্রধান স্থানের অধিকারী। মুদ্রা, ভাস্কর্য, স্থাপত্য, ঐতিহ্য ও সাহিত্য থেকে আমরা যেসব বিবরণ পায় তার সত্যতা নির্ণয় করতে শিলালিপি আমাদের যথেষ্ট সাহায্য করে।

ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছেন "Inscriptions are the most important and trustworthy source of our knowledge regarding Indian history." ["প্রাচীন ভারত সম্বন্ধে আমাদের জ্ঞানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য উৎস হল লিপি।"]

Important Inscriptions in Indian History এই টপিক থেকে অনেক প্রশ্ন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছে। কোন রাজার সময় কোন লিপি প্রচলিত ছিল তার তালিকাটি নিচে দেওয়া হল। তালিকাটি ভালো করে দেখে নিন এবং প্রয়োজনমতো PDF টি ডাউনলোড করে নিন।


PDF-এর ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে।


ভারতীয় ইতিহাসে দেশীয় লিপি বা লেখসমূহ::


লিপি/লেখ-র নাম রাজার নাম বংশ পরিচয়
১. এলাহাবাদ প্রশস্তি সমুদ্র গুপ্ত গুপ্ত
২. এরান শিলালিপি দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত
৩. ভিতারি লিপি স্কন্দগুপ্ত গুপ্ত
৪. সারনাথ লিপি বুধগুপ্ত গুপ্ত
৫. গুনাইগড় লিপি বৈন্যায়গুপ্ত গুপ্ত
৬. বিদিশা শিলালিপি রামগুপ্ত গুপ্ত
৭. মেহরৌলি লিপি দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত
৮. তুমাইন শিলালিপি ঘটোৎকচ গুপ্ত গুপ্ত
৯.‌ দামোদরপুর লিপি প্রথম কুমার গুপ্ত গুপ্ত
১০. উদয়গিরি লিপি দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত
১১. সাঁচি লিপি দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত
১২. নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন
১৩. নানঘাট শিলালিপি প্রথম সাতকর্ণী সাতবাহন
১৪. হাতিগুম্ফা লিপি খারবেল কলিঙ্গ
১৫. আইহোল প্রশস্তি দ্বিতীয় পুলকেশী বাতাপির চালুক্য
১৬. বাদামি লেখ প্রথম পুলকেশী বাতাপির চালুক্য
১৭. বাদামিস্তম্ভ লেখ প্রথম কীর্তিবর্মন বাতাপির চালুক্য
১৮. মহাকূট লেখ মঙ্গলেশ বাতাপির চালুক্য
১৯. হায়দ্রাবাদ তাম্রশাসন দ্বিতীয় পুলকেশী বাতাপির চালুক্য
২০. একেরী শিলালেখ দ্বিতীয় পুলকেশী বাতাপির চালুক্য
২১. লোহনার তাম্রশাসন দ্বিতীয় পুলকেশী বাতাপির চালুক্য
২২. জুনাগর/গিরিনগর স্তম্ভলিপি রুদ্রদামন শক
২৩. গোয়ালিয়র প্রশস্তি প্রথম ভোজ প্রতিহার
২৪. বুচকলি শিলালিপি দ্বিতীয় নাগভট্ট গুর্জর প্রতিহার
২৫. নৌসরি লেখ তৃতীয় জয়ভট্ট গুর্জর প্রতিহার
২৬. নালন্দা লিপি হর্ষবর্ধন পুষ্যভূতি
২৭. বাঁশখেরা তাম্রপট্ট হর্ষবর্ধন পুষ্যভূতি
২৮. সোনাপৎ তাম্রপট্ট হর্ষবর্ধন পুষ্যভূতি
২৯. মধুবনী তাম্রপট্ট হর্ষবর্ধন পুষ্যভূতি
৩০. গঞ্জাম লিপি শশাঙ্ক গৌড়
৩১. মান্দাশোর লিপি যশোধর্মন মালব
৩২. দেওপাড়া প্রশস্তি বিজয় সেন সেন
৩৩. নৈহাটি তাম্রপট্ট বল্লাল সেন সেন
৩৪. হিদিলপুর লিপি কেশব সেন সেন
৩৫. বাদল স্তম্ভলিপি নারায়ন পাল পাল
৩৬. খালিমপুর তাম্রলিপি ধর্মপাল পাল
৩৭. ভাগলপুর তাম্রলিপি নারায়ন পাল পাল
৩৮. মুঙ্গের লিপি দেবপাল পাল
৩৯. ইরদা লিপি নারায়ন পাল পাল
৪০. বেলবা তাম্রশাসন প্রথম মহীপাল পাল
৪১. নালন্দা তাম্রশাসন দেবপাল পাল
৪২. মুথরা লিপি কনিষ্ক কুষাণ
৪৩. পেশোয়ার লিপি কনিষ্ক কুষাণ
৪৪. সম্পট লিপি কনিষ্ক কুষাণ
৪৫. কামরা লিপি কনিষ্ক কুষাণ
৪৬. মধুবন লিপি দেবগুপ্ত পরবর্তী গুপ্ত বংশ
৪৭. কাসাকুদ্দি লিপি মহেন্দ্র বর্মন পল্লব
৪৮. বাতাপি লিপি নরসিংহ বর্মন পল্লব
৪৯. তাঞ্জোর লিপি প্রথম রাজরাজ চোল
৫০. তিরুমালাই পর্বতলিপি প্রথম রাজেন্দ্র চোল চোল
৫১. তক্কোলম লেখ প্রথম আদিত্য চোল
৫২. তিলত্তানম্ লেখ প্রথম আদিত্য চোল
৫৩. উত্তর মেরু লেখ প্রথম পরান্তক চোল
৫৪. লেইডেন তাম্রশাসন প্রথম রাজরাজ চোল
৫৫. কলিঙ্গ লিপি অশোক মৌর্য
৫৬. বরাবর গুহালিপি অশোক মৌর্য
৫৭. লুম্বিনী স্তম্ভলিপি অশোক মৌর্য
৫৮. নিগলিসাগর স্তম্ভলিপি অশোক মৌর্য
৫৯. বৈরাট লিপি অশোক মৌর্য
৬০. রূপনাথ শিলালিপি অশোক মৌর্য
৬১. মাস্কি লিপি অশোক মৌর্য
৬২. ভাবরু লিপি অশোক মৌর্য
৬৩. গাভীমঠ লিপি অশোক মৌর্য
৬৪. সাঁচি স্তম্ভলিপি অশোক মৌর্য
৬৫. সারনাথ স্তম্ভলিপি অশোক মৌর্য
৬৬. গিরনার শিলালিপি অশোক মৌর্য
৬৭. ধৌলি লিপি অশোক মৌর্য
৬৮. ব্রহ্মগিরি লিপি অশোক মৌর্য
৬৯. মৌখরী লিপি ঈশানবর্মণ মৌখরী
৭০. নিধনপুর লিপি ভাস্করবর্মণ কামরূপ
৭১. সঞ্জন তাম্রলিপি অমোঘবর্ষ রাষ্ট্রকূট





File Details:

File Name: ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ শিলালিপি গুলির তালিকা

File Format: PDF

Language: Bengali

File Size: 237 KB

Download Link: Click Here



More Important GK

Link

বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad