19th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary
19th May 2021 Current Affairs in Bengali |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 19th May 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali, Daily Current Affairs in Bengali, 19th May 2021 Current Affairs, May 2021 Current Affairs
19th May 2021 Current Affairs in Bengali::
1. 2021 সালে কে Whitley Award পেলেন?
>> নুকলু ফোম।
▪️ Whitley Award টি 'Green Oscar' নামে পরিচিত।
▪️ নুকলু ফোম নাগাল্যান্ডের একজন বাসিন্দা।
▪️ প্রথম ভারতীয় হিসেবে তিনি এই পুরস্কার পেলেন।
▪️ প্রতিবছর the Global South by UK-based charity the Whitley Fund for Nature (WFN) এই পুরস্কার প্রদান করে থাকে।
▪️ পুরস্কার মূল্য হিসেবে 40 হাজার পাউন্ড টাকা দেওয়া হয়।
2. সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার নতুন কোম্পানির প্রধান (Head) হিসেবে কে নিযুক্ত হলেন?
>> সতোসী উচিদা।
▪️ Suzuki Motor Corporation প্রতিষ্ঠাতা: Michio Suzuki.
▪️ Suzuki Motor Corporation প্রতিষ্ঠা সাল: October 1990.
▪️ Suzuki Motor Corporation CEO: Osamu Suzuki.
3. ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে কবে পালিত হয়?
>> 17 মে।
▪️ প্রথম আয়োজিত ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ কনভেনশনকে স্মরণ করে এই দিনটি পালন করা হয়।
▪️ 1969 সালের 17 মে প্রথম ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ কনভেনশন আয়োজিত হয়।
▪️ 2021 Theme: "Accelerating Digital Transformation in challenging times".
4. কোন রাজ্য সরকার Covid Fateh লঞ্চ করল?
>> পাঞ্জাব।
▪️ গ্রামীণ অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার বিরুদ্ধে লড়তে এই ক্যাম্পেইন লঞ্চ করা হলো।
▪️ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
▪️ পাঞ্জাবের রাজ্যপাল ভি পি সিং বাদনোর।
5. বিহার রাজ্যের মুখ্য সচিব পদে কে নিযুক্ত হলেন?
>> ত্রিপুরারি সরন।
▪️ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
▪️ বিহারের রাজ্যপাল ফাগু চৌহান।
▪️ বিহারের রাজধানী পাটনা।
▪️ বিহার রাজ্যের প্রতিষ্ঠা দিবস 26 জানুয়ারি 1950
6. কোন আইআইটি বহনযোগ্য পরিবেশবান্ধব electric cremation system তৈরি করল?
>> IIT Ropar.
▪️ এই electric cremation system প্রযুক্তিতে কার্ড দিলেও কোনো ধোয়া তৈরী হবে না।
▪️ Cheema Boilers limited এই কোম্পানির সহযোগিতায় এটি তৈরি করা হয়।
▪️ আইআইটি রোপার পাঞ্জাবে অবস্থিত।
▪️ প্রতিষ্ঠা সাল 2008।
▪️ ডিরেক্টর পিকে রায়না।
7. কোন কেন্দ্রীয় মন্ত্রী 2021 সালের International invincible gold medal পুরস্কার পেলেন?
>> ডঃ রমেশ পক্রিয়াল।
▪️ এই পুরস্কারটি প্রদান করল worldwide maharishi organisation and its universities.
▪️ তিনি বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী পদে নিযুক্ত আছেন।
8. আন্তর্জাতিক আলো দিবস কবে পালিত হয়?
>> 16 মে।
▪️ বিজ্ঞান, সংস্কৃতি ও শিল্প, শিক্ষা, সুস্থায়ী উন্নয়ন, মেডিসিন, যোগাযোগ এবং শক্তি ক্ষেত্রে আলোর মূল্য তুলে ধরতে ও উদাহরণ স্বরূপ এর ভূমিকা তুলে ধরতে এই দিনটি উদযাপন করা হয়।
9. কোন রাজ্য সরকার ভার্চুয়াল স্কুল তৈরীর কথা ঘোষণা করল?
>> ছত্রিশগড়।
▪️ ছত্রিশগড় রাজ্য সরকার করোনার পরিস্থিতিতে শিশুদের শিক্ষা দেওয়ার জন্য ভার্চুয়াল স্কুল লঞ্চ করার কথা ঘোষণা করল।
▪️ ছত্রিশগড় এর রাজধানী রায়পুর।
▪️ মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
▪️ রাজ্যপাল অনুসুইয়া উইকি।
10. কোন বিশ্ববিদ্যালয় স্যাটেলাইট ডিজাইন ও প্রোগ্রাম ট্রেনিং শেখানোর জন্য 'CUSAT' প্রোগ্রাম লঞ্চ করল?
>> চন্ডিগড় বিশ্ববিদ্যালয়।
▪️ এর মূল উদ্দেশ্য ইসরোর সহযোগিতায় 10 থেকে 12 মাসের মধ্যে নিজস্ব স্যাটেলাইট ডিজাইন করা ও উৎক্ষেপন করা।
▪️ এর জন্য এক কোটি টাকা ব্যয় করছে চন্ডিগড় ইউনিভার্সিটি।
More Current Affairs |
Link |
---|---|
18th May 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.