20th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary
20th May 2021 Current Affairs in Bengali |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 20th May 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 20th May 2021 Current Affairs, May 2021 Current Affairs
20th May 2021 Current Affairs in Bengali::
1. 2022 সালে মহিলা রাগবি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
>> নিউজিল্যান্ড।
▪️ 2021 সালের মহিলা রাগবি বিশ্বকাপ করোনা প্রাদুর্ভাবের কারণে বাতিল হয়েছিল, সেটাই 2022 সালের 8 অক্টোবর থেকে 12 নভেম্বর অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে।
▪️ 2022 সালে এটি নবমতম মহিলা রাগবি বিশ্বকাপ।
▪️ এবার মহিলা রাগবি বিশ্বকাপে 12 টি দেশ অংশগ্রহণ করবে।
▪️ 2017 সালে অষ্টম তম মহিলা রাগবি বিশ্বকাপ আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল।
▪️ 2017 সালে মহিলা রাগবি বিশ্বকাপ জয় লাভ করেছিল নিউজিল্যান্ড, ইংল্যান্ড কে হারিয়ে।
2. তিব্বতের রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত হলেন?
>> পেনপা সেরিং।
▪️ ইনি তিব্বত পার্লামেন্টের প্রাক্তন স্পিকার।
▪️ তিব্বতের রাজধানী লাসা।
▪️ তিব্বতের মুদ্রা রেনমিনবি।
3. মোক্তার ওয়ান কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন?
>> মালি।
▪️ মালি, আফ্রিকার অষ্টম বৃহত্তম একটি দেশ।
▪️ মালির রাজধানী বামাকো।
▪️ মালির মুদ্রা West African CFA franc.
4. কোন দেশ "Simorgh" নামে একটি নতুন সুপার কম্পিউটার তৈরি করল?
>> ইরান।
▪️ Simorgh নামে সুপার কম্পিউটারটি আগের সুপার কম্পিউটারের চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী।
▪️ The supercomputer will be used for artificial intelligence workloads traffic and weather data and image processing.
5. ভারতের প্রথম Agriculture Export Facilitation Centre কোথায় খোলা হলো?
>> পুনে।
**মহারাষ্ট্রে কৃষি রপ্তানি সুবিধা কেন্দ্র খোলার কারন**
▪️ One of the largest producer of onions.
▪️ The state is the leading producer of pulses.
▪️ It is the second largest coarse cereals producer.
▪️ It is also the second largest producer of soyabean sugarcane and cotton.
▪️ It is the third largest producer of sunflower.
6. বিশ্ব মৌমাছি দিবস কবে পালিত হয়?
>> 20 মে।
▪️ সুস্থায়ী উন্নয়নের এই পরাগ বহনকারী মৌমাছিদের অবদান তুলে ধরতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।
▪️ 2018 সালে স্লোভেনিয়ায় প্রথম এই দিনটি পালন করা হয়।
▪️ 2021 Theme "Bee engaged: Build Back Better for Bees".
7. ঘূর্ণিঝড় যশ এর নামকরণ করেছে কোন দেশ?
>> ওমান।
▪️ ওমানের রাজধানী মাস্কট।
▪️ ওমানের মুদ্রা ওমানি রিয়াল।
8. মরণোত্তর বাস্কেটবল হল অফ ফেম-এ অন্তর্ভুক্ত হলেন কে?
>> কোবে ব্রায়ান্ট।
▪️ ইনি আমেরিকার প্রফেশনাল বাস্কেটবল খেলোয়াড় ছিলেন।
▪️ ইনি 2016 সালে অবসর গ্রহণ করেন।
▪️ ইনি 2008 সালে NBA most valuable player হয়েছিলেন।
▪️ 2020 সালের জানুয়ারি মাসে ইনি helicopter crash এ মারা যান।
9. কোন রাজ্য সরকার রোগীদের মনিটর ও ট্রাকিং করার জন্য HIT Covid অ্যাপ লঞ্চ করল?
>> বিহার।
▪️ করোনা আক্রান্ত রোগীরা যারা বাড়িতে আছে তাদের নিয়মিত ট্রাকিং পর্যবেক্ষণ নিশ্চিত করতে বিহারের মুখ্যমন্ত্রী এই অ্যাপ চালু করেছেন।
▪️ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
▪️ বিহারের রাজ্যপাল ফাগু চৌহান।
▪️ বিহারের রাজধানী পাটনা।
10. কোন রাজ্য সরকার শিশুদের জন্য Mahtari Dular Yojona লঞ্চ করল?
>> ছত্রিশগড়।
▪️ মধ্যপ্রদেশের পর ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল Mahtari Dular Yojona আওতায় মহামারীতে পিতা-মাতাকে হারানো শিশুদের বিনামূল্যে পড়াশোনার খরচ বহন এবং প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য মাসে 500 টাকা স্টাইপেন্ড ও নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের হাজার টাকা স্টাইপেন্ড দেওয়ার কথা ঘোষণা করল।
▪️ ছত্রিশগড় এর রাজধানী রায়পুর।
▪️ ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
▪️ ছত্রিশগড়ের রাজ্যপাল অনুসুইয়া উইকি।
More Current Affairs |
Link |
---|---|
19th May 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.