21st May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary
21st May 2021 Current Affairs in Bengali |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 21st May 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 21st May 2021 Current Affairs, May 2021 Current Affairs
21st May 2021 Current Affairs in Bengali::
1. কোন দেশ সফলভাবে সমুদ্র পর্যবেক্ষণ স্যাটেলাইট Haiyang-2D উৎক্ষেপণ করল?
>> চীন।
▪️ China National Space Administration প্রতিষ্ঠা সাল: 22 এপ্রিল 1993.
▪️ China National Space Administration সদরদপ্তর: বেইজিং, চীন।
2. ভোডাফোন আইডিয়া (Vi) কোম্পানির ডিজিটাল অফিসার পদে কে নিযুক্ত হলেন?
>> রিমা জৈন।
▪️ সদরদপ্তর গান্ধীনগর।
▪️ CEO - রবীন্দ্রর টক্কর।
▪️ প্রতিষ্ঠা সাল 31 আগস্ট 2018
3. World AIDS vaccination day কবে পালন করা হয়?
>> 18 মে।
▪️ অপর নাম HIV vaccine awareness day
▪️ World AIDS Day - 1 December.
4. কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 থেকে নিজেদের নাম তুলে নিল?
>> উত্তর কোরিয়া।
▪️ ফিফা বিশ্বকাপ 2022 অনুষ্ঠিত হবে 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত।
▪️ এবছর এটা 22 তম।
5. মাত্র চার দিনের ব্যবধানে পরপর দুবার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড করলো কে?
>> মিংমা তেনজি শেরপা।
▪️ মাউন্ট এভারেস্টকে নেপালে বলা হয় সাগরমাথা।
▪️ মিংমা তেনজি শেরপা প্রথম নেপালি এবং প্রথম দক্ষিণ এশীয় যিনি বিশ্বের সর্বোচ্চ 14 টি শীর্ষে পৌঁছেছেন।
6. নিউ ইয়র্কে পাবলো পিকাসোর আঁকা ছবি বিক্রি হলো কত মিলিয়ন ডলারে?
>> 103.4 মিলিয়ন মার্কিন ডলার।
▪️ ছবিটির নাম woman sitting near a window
▪️ পাবলো রুইজ পিকাসো ছিলেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্ট মেকার, সিরামিসিস্ট এবং থিয়েটার ডিজাইনার যিনি তার প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় ফ্রান্সে কাটিয়েছিলেন।
7. কোন রাজ্য সরকার ব্ল্যাক ফাঙ্গাশ কে মহামারী রোগ হিসেবে ঘোষণা করল?
>> রাজস্থান।
▪️ দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে রাজস্থান রাজ্য সকল রাজ্যবাসীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমা সুবিধা চালু করল।
▪️ রাজস্থান রাজ্য সরকার সরকারি চাকরির ক্ষেত্রে অর্থনৈতিকভাবে দুর্বল সম্প্রদায় কে সর্বাধিক বয়সের ছাড় দেওয়ার কথা ঘোষণা করল।
▪️ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
▪️ রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র।
8. কোন রাজ্য সরকার করোনা মহামারীতে ডিউটি করতে করতে প্রয়াত সরকারি কর্মচারীর পরিবারকে কাজ দেওয়ার কথা ঘোষণা করল?
>> মধ্যপ্রদেশ।
▪️ সম্প্রতি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মহামারীতে পিতামাতাকে হারানো শিশুদের বিনামূল্যে পড়াশোনা করে রেশন ছাড়াও মাসে 5000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করল।
▪️ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল।
▪️ মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।
9. চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন এর পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?
>> অরবিন্দ কুমার।
▪️ চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন সদরদপ্তর চেন্নাই।
▪️ প্রতিষ্ঠা সাল 1965 সাল 8 নভেম্বর।
10. কোন অনলাইন শপিং কোম্পানি miniTV নামে ভিডিও স্ট্রিমিং সার্ভিস লঞ্চ করল?
>> Amazon.
▪️ Amazon সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেট
▪️ প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
▪️ প্রতিষ্ঠা সাল 5 জুলাই 1994
More Current Affairs |
Link |
---|---|
20th May 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.