Ads Area

গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস - Constituent Assembly and the History of Making Constitution of India in Bengali

গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস - Constituent Assembly and the History of Making Constitution of India in Bengali


গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস
গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস

নমস্কার বন্ধুরা,

এই পাঠে আমরা ভারতের গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস নিয়ে আলোচনা করব এবং এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরীক্ষায় বারবার এসে থাকে সেগুলি নিয়ে আলোচনা করব।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় Indian Constitution এবং Constituent Assembly থেকে অনেক প্রশ্ন আসতে দেখা গেছে। আজকের এই পাঠটি আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সাহায্য করবে।




সংবিধান [ Constitution ]


একটি রাষ্ট্র যে যে মৌলিক শর্তের ভিত্তিতে প্রকাশিত হবে সেই শর্তগুলির সংকলনকে সংবিধান বলা হয়। রাষ্ট্রের শাসনতন্ত্রের কাঠামো, প্রশাসনিক প্রতিষ্ঠানসমূহ এবং তাদের মুখ্য পদাধিকারী দের ভূমিকা, ক্ষমতা, দায়িত্ব ও দায়বদ্ধতার পূর্ণচিত্র থাকে প্রত্যেকটি সভ্য দেশের লিখিত সংবিধানে। ব্রিটেন ব্যতিরেকে বিশ্বের প্রায় প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের লিখিত সংবিধান আছে। এই সংবিধানগুলির মধ্যে আয়তনে বৃহত্তম ভারতীয় সংবিধান।
ভারতের সংবিধান গৃহীত হওয়ার সময় (26 নভেম্বর, 1949) এতে ছিল 22 টি পার্ট, 395 টি অনুচ্ছেদ, এবং 8 টি তফশিল।




গণপরিষদ [ Constituent Assembly ]


ভারতীয় সংবিধান রচনা করেছিল ভারতের গণপরিষদ। গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে একটি দেশের শাসনব্যবস্থা সেই দেশের অধিবাসীদের দ্বারা রচিত হওয়া উচিত। কিন্তু দেশবাসীর সকলের পক্ষে সংবিধান রচনার কাজ এ সরাসরি অংশগ্রহণ করা সম্ভব নয়। তাই দেশবাসীর প্রতিনিধি হিসেবে কয়েকজনকে নিয়ে একটি সংস্থা গঠিত হয়। এই সংস্থায় দেশ ও দেশবাসীর জন্য একটি সংবিধান প্রণয়ন করে। দেশের জনগণের হয়ে যারা সংবিধান রচনা করে সম্মিলিতভাবে তাদের বলা হয় গণপরিষদ। ভারতেও গঠিত হয়েছিল গণপরিষদ এবং সেই গণপরিষদ রচনা করেছিল ভারতীয় সংবিধান।




গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস


 সংবিধান রচনার জন্য 1935 সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম তোলে স্বরাজ দল।

 ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে 1946 সালের নভেম্বর মাসে গঠিত হয় গণপরিষদ।

 গণপরিষদ গঠনের অংশগ্রহণ করেনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া।

 প্রথমে মুসলিম লীগ গণপরিষদ গঠনের অংশগ্রহণ করেছিল। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। পরে, মুসলিম লীগের প্রতিনিধিরা গণপরিষদের সদস্য পদ ত্যাগ করার পর গণপরিষদের সদস্য সংখ্যা হয় 299 জন।

 1946 সালে 9 ই ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা। ওই সভায় গণপরিষদের প্রবীণতম সদস্যরূপে গণপরিষদের কার্যনির্বাহী সভাপতির পদ অলংকৃত করেন ডঃ সচিদানন্দ সিনহা।
 1946 সালে 11 ই ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের দ্বিতীয় সভা। এই সভায় গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান পদে নির্বাচিত হন ডঃ রাজেন্দ্র প্রসাদ।
 ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয় মোট 13 টি কমিটি।
 খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি আর আম্বেদকর। তাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়। খসড়া কমিটির চেয়ারম্যান সহ মোট সাতজন সদস্য ছিলেন।
 গণপরিষদের আইনি পরামর্শ দাতা নিযুক্ত হয়েছিলেন বি এন রাও।
 গণপরিষদে সব সিদ্ধান্ত গৃহীত হতো সর্বসম্মতিক্রমে।
 1947 সালে 22 শে জানুয়ারি গণপরিষদের সম্মুখে উদ্দেশ্যমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন জওহরলাল নেহেরু।
 24 জনুয়ারি 1947 সালে ভারতের জাতীয় সংগীত ও জাতীয় স্রোত গৃহীত হয়।
 22 শে জুলাই, 1947 গণপরিষদ ভারতের জাতীয় পতাকাকে গ্রহণ ও অনুমোদন করে।
 পতাকাটির নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া নামক অন্ধপ্রদেশের এক বাসিন্দা।
 1949 সালে 26 শে নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে যে যে বিষয়গুলো কার্যকর হয় তাদের মধ্যে অন্যতম নাগরিকতা সংক্রান্ত বিষয়, নির্বাচন ও কার্যনির্বাহী সংসদ।
 1950 সালে 26 শে জানুয়ারি কার্যকরী হয় ভারতীয় সংবিধান।
 ব্যক্তিবিশেষ রূপে ভারতীয়দের দ্বারা ভারতীয় সংবিধান রচনার দাবি জনসমক্ষে প্রথম উপস্থাপন করেন মানবেন্দ্রনাথ রায়, ভারতে কমিউনিস্ট মুভমেন্টের জনক।
 গণপরিষদের মোট 11 টি অধিবেশন বসেছিল।
 ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন।




গণপরিষদের গুরুত্বপূর্ণ কমিটি ও তাদের চেয়ারম্যান


 ইউনিয়ন পাওয়ার্স কমিটি [Union Powers Committee] - জওহরলাল নেহেরু।
 ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি [Union Constitution Committee] - জওহরলাল নেহেরু।
 ড্রাফটিং কমিটি [Drafting Committee] - বি আর আম্বেদকর।
 রুলস অব প্রসিডিউর কমিটি [Rules of Procedures Committee] - ডঃ রাজেন্দ্র প্রসাদ।
 স্টিয়ারিং কমিটি [Steering Committee] - ডঃ রাজেন্দ্র প্রসাদ।


Drafting Committee তে মোট 7 জন সদস্য ছিলেন-


1. ডঃ বি আর আম্বেদকর (সভাপতি)
2. এম গোপালাস্বামি আয়েঙ্গার
3. কে এম মুন্সি
4. সৈয়দ মহঃ সায়েদুল্লা
5. আহ্লাদী কৃষ্ণস্বামি আয়ার
6. ডি পি খৈতান (1948 সালে তাঁর মৃত্যুতে টি টি কৃষ্ণমাচারি যোগদেন।
7. বি এল মিত্র (অসুস্থ হওয়ায় তার পরিবর্তে এন মাধব রাও যোগ দেন)




২৬ শে জানুয়ারি তারিখটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে নির্বাচন এর কারণ


1929 সালে লাহোরে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে, কংগ্রেসের বার্ষিক অধিবেশনে ভারতের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য রূপে 'স্বায়ত্বশাসন' এর পরিবর্তে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়। লাহোর কংগ্রেসে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইংরেজ সরকার স্বাধীনতার দিক বা না দিক, পরের বছর থেকে প্রত্যেক বছর 26 শে জানুয়ারি দিনটিকে কংগ্রেসের নেতৃত্বে সারা ভারত জুড়ে স্বাধীনতা দিবস রূপে পালন করা হবে। 1930 - 1947 সাল, এই দীর্ঘ সময় প্রত্যেক বছর 26 শে জানুয়ারি দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস রুপে পালন করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। 26 শে জানুয়ারির এই ঐতিহাসিক গুরুত্বের কথা বিবেচনা করে 1950 সালের ওই দিনটিতেই ভারতীয় সংবিধান কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়।




More Important GK

Link

ভারতের বিখ্যাত বাঁধসমূহ

Click Here




Post a Comment

1 Comments

Please do not enter any spam link in the comment box.

Top Post Ad

Bottom Post Ad