WBSSC Group C & D Exam 2026: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Set - 07

Ads

WBSSC Group C & D Exam 2026: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Set - 07

WBSSC Group C & D Exam 2026: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Set - 07


WBSSC Group C & D Exam 2026 পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জানা অত্যন্ত জরুরি। এই ব্লগ পোস্টে আমরা পূর্ববর্তী বছরের প্রশ্নের ধরণ ও সম্ভাব্য কমন বিষয়ের ভিত্তিতে বাছাই করা General Knowledge, Current Affairs, Static GK, History, Geography সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর একত্রে তুলে ধরেছি। WBSSC Group C & D সহ অন্যান্য রাজ্যস্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা সফল হতে চান, তাদের জন্য এই পোস্টটি দ্রুত রিভিশন ও আত্মবিশ্বাস বাড়ানোর একটি নির্ভরযোগ্য গাইড হিসেবে কাজ করবে।


WBSSC Group C & D Exam 2026
WBSSC Group C & D Exam 2026


গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Set - 07


প্রশ্ন: ২০২৪ সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বিশ্বের কনিষ্ঠতম চ্যাম্পিয়ন কে হয়েছেন?

উত্তর: ভারতের দাবাড়ু ডি গুকেশ (গুকেশ রমরাজু)।


প্রশ্ন: প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে দাবা বিশ্বকাপ বা ফিডে (FIDE) ওয়ার্ল্ড কাপ জিতেছেন?

উত্তর: দিব্যা দেশমুখ।


প্রশ্ন: প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে কে অলিম্পিক সেমিফাইনালে (প্যারিস ২০২৪) পৌঁছেছিলেন?

উত্তর: লক্ষ্য সেন।


প্রশ্ন: ২০২৫ সালের ডুরান্ড কাপ ফুটবলে বিজয়ী দল কোনটি?

উত্তর: নর্থ ইস্ট ইউনাইটেড (তারা ডায়মন্ড হারবার এফসি-কে হারিয়ে শিরোপা জেতে)।


প্রশ্ন: বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কোন দিনে পালন করা হয়?

উত্তর: ৫ই জুন।


প্রশ্ন: প্যাটাগোনিয়া মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?

উত্তর: দক্ষিণ আমেরিকা (চিলি ও আর্জেন্টিনা)।


প্রশ্ন: বিশ্বের সবথেকে শুষ্কতম মরুভূমি কোনটি?

উত্তর: আটাকামা মরুভূমি (দক্ষিণ আমেরিকা)।


প্রশ্ন: ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি?

উত্তর: গোবিন্দ বল্লভ পন্থ সাগর (উত্তরপ্রদেশ), এটি রিহান্দ জলাধার নামেও পরিচিত।


প্রশ্ন: 'ওয়াইফাই' (Wi-Fi) শব্দের পূর্ণরূপ বা ফুল ফর্ম কী?

উত্তর: Wireless Fidelity (ওয়ারলেস ফিডেলিটি)।


প্রশ্ন: কম্পিউটারে ডেটা প্রসেসিং করার পর প্রাপ্ত ফলাফলকে কী বলা হয়?

উত্তর: আউটপুট (Output)।


প্রশ্ন: ভারতের নিজস্ব ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপিআই (UPI) বর্তমানে কয়টি দেশে গ্রাহ্য হয়েছে?

উত্তর: মোট ১২টি দেশে (সাম্প্রতিকতম দেশগুলো হলো শ্রীলঙ্কা ও মালদ্বীপ)।


প্রশ্ন: ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী?

উত্তর: আলম আরা। (প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলো 'রাজা হরিশচন্দ্র')।


প্রশ্ন: মেহেরৌলি লৌহ স্তম্ভ কোন শাসকের সময় নির্মিত হয়েছিল?

উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে (এটি দিল্লির কুতুব মিনার চত্বরে অবস্থিত)।


প্রশ্ন: ভারতের প্রথম সংবাদপত্র কোনটি এবং এটি কোন ভাষায় প্রকাশিত হয়েছিল?

উত্তর: বেঙ্গল গ্যাজেট; এটি ১৭৮০ সালে ইংরেজি ভাষায় জেমস অগাস্টাস হিকি প্রকাশ করেন।


প্রশ্ন: কোন বিদ্রোহকে বিনায়ক দামোদর সাভারকার ভারতের 'প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলে আখ্যা দিয়েছেন?

উত্তর: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহকে।


প্রশ্ন: ভারতের জাতীয় মহিলা কমিশন (National Commission for Women) কবে স্থাপিত হয়েছিল?

উত্তর: ১৯৯২ সালে।


প্রশ্ন: জেন্ডার গ্যাপ ইনডেক্স (Gender Gap Index) প্রতি বছর কোন সংস্থা প্রকাশ করে?

উত্তর: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (World Economic Forum)।


প্রশ্ন: ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট-এর কথা বলা হয়েছে?

উত্তর: ৬১ নম্বর ধারায়।


প্রশ্ন: ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন দুটি শহরের মধ্যে তৈরি হচ্ছে?

উত্তর: মুম্বাই এবং আমদাবাদ।


প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন গ্রামটি টেরাকোটা বা মাটির ঘোড়া শিল্পের উৎপত্তিস্থল হিসেবে পরিচিত?

উত্তর: বাঁকুড়ার পাঁচমুড়া গ্রাম।


প্রশ্ন: প্রথম ভারতীয় হিসেবে কে আইসিএস (ICS) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন?

উত্তর: সত্যেন্দ্রনাথ ঠাকুর।


আরও পড়ুনঃ

◼️ WBSSC Group C & D 2025 GK - বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা

◼️ WBSSC Group C & D 2025 GK - বিশিষ্ট বাঙালীদের খেতাবি ও আসল নাম



Tags

Post a Comment

0 Comments