জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2025 | GK Questions in Bengali with Answers - Part 109
![]() |
GK Questions in Bengali with Answers - Part 109 |
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাধারণ জ্ঞান (General Knowledge) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে, WBCS, WBP, SSC, Railway, PSC বা অন্যান্য চাকরির পরীক্ষায় সফল হওয়ার জন্য, নতুন তথ্য এবং প্রশ্ন সঠিকভাবে অনুশীলন করা অপরিহার্য। এই পোস্টে, আমরা ২০২৫ সালের জন্য সাজানো কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (GK Questions and Answers in Bengali) তুলে ধরেছি, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করবে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর দেওয়া হয়েছে যাতে এটি সহজেই অধ্যয়ন এবং সংশোধন করা যায়।
GK Questions in Bengali with Answers
প্রশ্নঃ কোন ভূতত্ত্ববীদের নামানুসারে রিখটার স্কেলের নামকরণ হয়েছে?
উত্তরঃ চাঁদ ফ্রান্সিস রিখটার।
প্রশ্নঃ পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটি কোনটি?
উত্তরঃ পেনিসিলিন (আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৮ সালে এটি শনাক্ত করেন)।
প্রশ্নঃ মদ্যপ গাড়িচালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে?
উত্তরঃ ব্রেদালাইজার।
প্রশ্নঃ চশমার কাঁচ তৈরির প্রধান উপাদান কি?
উত্তরঃ লেড সিলিকেট (ফর্মুলা - PbSiO₃)।
প্রশ্নঃ মোলার আয়তনের মান কীসের ওপর নির্ভরশীল?
উত্তরঃ গ্যাসের চাপ ও উষ্ণতার ওপর।
প্রশ্নঃ কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্রের নাম কি?
উত্তরঃ তড়িৎবীক্ষণ যন্ত্র।
প্রশ্নঃ কোন জাতীয় খাদ্যে তাপনমূল্য সব থেকে বেশি?
উত্তরঃ অ্যামাইনো অ্যাসিড।
প্রশ্নঃ ব্যাঙের শিকার ধরা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া?
উত্তরঃ জটিল প্রতিবর্ত ক্রিয়া।
প্রশ্নঃ 'দানসাগর' ধর্মগ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ বল্লাল সেন।
প্রশ্নঃ কোন গ্রিক শাসক ডায়োনিসিয়াসকে পাটলিপুত্রের দরবারে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছিলেন?
উত্তরঃ টলেমি ফিলাডেলফাস।
প্রশ্নঃ ঋগ্বেদের কোন মণ্ডলে 'গায়ত্রী মন্ত্র' উল্লেখ আছে?
উত্তরঃ তৃতীয়।
প্রশ্নঃ 'ল্যান্ডহোল্ডার্স সোসাইটি'র প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ দ্বারকানাথ ঠাকুর (১৮৩৮ সালে)।
প্রশ্নঃ ভক্তি সাধক রামানুজাচার্য কোন দেবতার ভক্ত ছিলেন?
উত্তরঃ বিষ্ণু।
প্রশ্নঃ কর্নাটকের কোন শহর বিজয়নগর সাম্রাজ্যের স্মৃতিস্তম্ভের জন্য সবথেকে বিখ্যাত?
উত্তরঃ হাম্পি।
প্রশ্নঃ গজনীর মাহমুদের সময় কোন মুসলিম পণ্ডিত ভারতে এসেছিলেন?
উত্তরঃ আল-বেরুনী।
প্রশ্নঃ দ্বিতীয় কর্ণাটক যুদ্ধের (১৭৪৯-'৫৪) সমাপ্তি ঘটে কোন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে?
উত্তরঃ পন্ডিচেরির চুক্তি।
প্রশ্নঃ কোন দ্বীপ 'ময়ূর দ্বীপ' নামে পরিচিত?
উত্তরঃ উমানন্দ দ্বীপ (অসমের গুয়াহাটি শহরের মধ্য দিয়ে প্রবাহিত 'ব্রহ্মপুত্র' নদীর মাঝখানে অবস্থিত এই ক্ষুদ্রতম নদী দ্বীপ)
প্রশ্নঃ 'আমন সেতু' কোন দুটি দেশকে যুক্ত করেছে?
উত্তরঃ ভারত ও পাকিস্তান।
প্রশ্নঃ ভারতের কোথায় থোরিয়াম পাওয়া যায়?
উত্তরঃ কেরল উপকূল।
প্রশ্নঃ দাক্ষিণাত্য মালভূমির প্রধান ফসল কোনটি?
উত্তরঃ তুলো।
প্রশ্নঃ 'জওহরলাল নেহেরু বন্দর' ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মহারাষ্ট্র (মুম্বাইয়ে অবস্থিত এই বন্দরটি ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর)।
প্রশ্নঃ কোন গিরিপথটি তাওয়াংকে লাসার সঙ্গে সংযুক্ত করে?
উত্তরঃ বাম লা পাস (অরুণাচল প্রদেশে অবস্থিত)।
প্রশ্নঃ সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ আরব সাগরে।
প্রশ্নঃ মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে?
উত্তরঃ শ্রীলঙ্কা।
আপনি যত বেশি সাধারণ জ্ঞান অনুশীলন করবেন, পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। এই পোস্টে (GK Questions in Bengali - Part 109) দেওয়া প্রশ্ন এবং উত্তরগুলি আপনার জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনার প্রস্তুতিকে আরও কার্যকর করবে। নিয়মিত অধ্যয়ন এবং পুনরাবৃত্তির মাধ্যমে, আপনি অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন।
আরও পড়ুনঃ
🔰 GK Questions in Bengali with Answers - Part 108
🔰 ভারতের ইতিহাস জিকে প্রশ্নোত্তর বাংলায়
🔰 ভারতের প্রধান প্রধান হিমবাহ ও তাদের অবস্থান
Please do not enter any spam link in the comment box.