সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2025 | GK Questions with Answers - Part 110
![]() |
| GK Questions with Answers |
প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সমসাময়িক ঘটনা থেকে শুরু করে ভারতীয় সংবিধান পর্যন্ত সবকিছু নিয়ে সাধারণ জ্ঞানের প্রশ্ন তৈরি হয়। আজকের ব্লগে, আমরা "সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2025 | GK Questions with Answers - Part 110" নিয়ে এসেছি, যা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আপনার প্রস্তুতি দৃঢ় করতে সাহায্য করবে। এই প্রশ্ন এবং উত্তরগুলি বিশেষ করে যারা WBCS, WBP, Railway, SSC, Banking বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কার্যকর হবে।
GK Questions with Answers - Part 110
১) ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তরঃ কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা K2।
২) কারাকোরাম পর্বতের অপর নাম কি?
উত্তরঃ কৃষ্ণগিরি।
৩) ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা।
৪) ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি?
উত্তরঃ কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ।
৫) ভারতের উচ্চতম মালভূমির নাম কি?
উত্তরঃ লাদাখ।
৬) ভারতের বৃহত্তম মালভূমির নাম কি?
উত্তরঃ দাক্ষিণাত্য মালভূমি।
৭) ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি?
উত্তরঃ রাজস্থানের সম্বর হ্রদ।
৮) ভারতের উচ্চতম লবনাক্ত হ্রদের নাম কি?
উত্তরঃ প্যাংগং হ্রদ।
৯) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ আনাইমুদি।
১০) ভারতের বৃহত্তম কয়ালের নাম কি?
উত্তরঃ ভেম্বানাদ কয়াল।
১১) মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ?
উত্তরঃ ছোটনাগপুর মালভূমি।
১২) অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ কাংটো।
১৩) কোন শৈলশিরা ভারতকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে?
উত্তরঃ সিঙ্গালিলা শৈলশিরা।
১৪) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ সান্দাকফু।
১৫) ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা।
১৬) কুমায়ুন হিমালয়ের হিমাবাহ সৃষ্ট হ্রদগুলিকে
স্থানীয় ভাষায় কি বলে?
উত্তরঃ তাল।
১৭) কোন কোন পর্বতের মাঝে দুন উপত্যকা অবস্থিত?
উত্তরঃ শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়।
১৮) ভারতের বৃহত্তম দুন উপত্যকার নাম কি?
উত্তরঃ দেরাদুন।
১৯) ভারতের কোথায় জাফরান চাষ হয়?
উত্তরঃ জম্মু ও কাশ্মীরের কারেওয়া সমভূমিতে।
২০) ভূস্বর্গ কাকে বলা হয়?
উত্তরঃ কাশ্মীর উপত্যকাকে।
২১) ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি?
উত্তরঃ উলার হ্রদ।
২২) জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম কি?
উত্তরঃ বানিহাল গিরিপথ/জহর ট্যানেল।
২৩) ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুণের নাম কি?
উত্তরঃ উড়িষ্যার চিল্কা হ্রদ।
২৪) ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি?
উত্তরঃ কার্ডামম পর্বত।
২৫) মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে?
উত্তরঃ কয়াল।
২৬) ভারতের বৃহত্তম কয়ালের নাম কি?
উত্তরঃ ভেম্বানাদ কয়াল।
২৭) ভারতের হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ উত্তরাঞ্চলের দেরাদুন।
২৮) রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?
উত্তরঃ 1953 খ্রিস্টাব্দে।
২৯) রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ কবে কার্যকর হয়?
উত্তরঃ 1956 খ্রিস্টাব্দে।
৩০) ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি কি কি?
উত্তরঃ ভাষা, সংস্কৃতি, প্রশাসনিক সুবিধা, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা।
৩১) ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি?
উত্তরঃ অন্ধপ্রদেশ।(1953 খ্রিস্টাব্দে গঠিত হয়)।
৩২) ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কি?
উত্তরঃ তেলেঙ্গানা।
৩৩) কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।
৩৪) অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি?
উত্তরঃ অমরাবতী।
৩৫) তেলেঙ্গানার রাজধানীর নাম কি?
উত্তরঃ হায়দ্রাবাদ।
৩৬) সিকিম কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে?
উত্তরঃ 1975 খ্রিস্টাব্দে।
৩৭) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তরঃ 10 ডিগ্রি চ্যানেল।
৩৮) কোন প্রণালী লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে পৃথক করেছে?
উত্তরঃ 9 ডিগ্রি চ্যানেল।
৩৯) লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মাঝে কোন প্রণালী অবস্থিত?
উত্তরঃ 8 ডিগ্রি চ্যানেল।
৪০) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ আন্দামান।
৪১) কোন প্রণালী দক্ষিণ আন্দামানকে ক্ষুদ্র আন্দামান থেকে পৃথক করেছে?
উত্তরঃ ডানকান প্রণালী।
৪২) গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়?
উত্তরঃ 1987 খ্রিস্টাব্দে।
৪৩) অন্ধ্রপ্রদেশ ভেঙে কবে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়?
উত্তরঃ 2014 খ্রিস্টাব্দের 2রা জুন।
৪৪) মেঘালয় মালভূমির উচ্চতম অংশের নাম কি?
উত্তরঃ শিলং।
৪৫) পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোন পর্বতে মিলিত হয়েছে?
উত্তরঃ নীলগিরি পর্বত।
৪৬) মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে কবে ছত্রিশগড় গঠিত হয়?
উত্তরঃ 2000 সালের 1লা নভেম্বর।
৪৭) উত্তর প্রদেশ রাজ্য ভেঙে কবে উত্তরাখণ্ড গঠিত হয়?
উত্তরঃ 2000 সালের 9ই নভেম্বর।
৪৮) বিহার রাজ্য ভেঙে কবে ঝাড়খন্ড গঠিত হয়?
উত্তরঃ 2000 সালের 15 ই নভেম্বর।
৪৯) ভারতের দুটি জীব-বৈচিত্র্য উষ্ণ কেন্দ্রের নাম লিখো।
উত্তরঃ পূর্ব হিমালয় ও পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল।
৫০) কোদাইকানাল হিল স্টেশন কোথায় অবস্থিত?
উত্তরঃ তামিলনাড়ুর পালানি হিল।
আরো পড়ুন...
> GK Questions in Bengali with Answers - Part 109
> GK Questions in Bengali with Answers - Part 108


Please do not enter any spam link in the comment box.