WB SSC Group C & D পরীক্ষা 2025 | সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর - Set 1
![]() |
WB SSC Group C & D GK Questions |
📘 WB SSC Group C & D GK Questions Set 1
পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন (WB SSC) Group C ও D পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞানের গুরুত্ব অপরিসীম। এখানে দেওয়া হলো গুরুত্বপূর্ণ কিছু GK প্রশ্নোত্তর (MCQ) বাংলায়, যা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, WBP, Railway, SSC সহ অন্যান্য পরীক্ষার জন্যও সমানভাবে উপকারী হবে। নিয়মিত চর্চার মাধ্যমে আপনার প্রস্তুতি আরও শক্তিশালী হবে।
WB SSC Group C & D GK Questions Set 1
1. কাঙ্গের ভ্যালী ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত?
A) মহারাষ্ট্র
B) মধ্যপ্রদেশ
C) হিমাচল প্রদেশ
D) ছত্তিশগড়
উত্তরঃ D) ছত্তিশগড়
2. নিম্নের কোনটি শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ?
A) সেরেস
B) মাকেমাকে
C) টাইটান
D) প্লুটো
উত্তরঃ C) টাইটান
3. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল—
A) হ্যারোড-ডোমার মডেল নির্ভর
B) সোলোর মডেল নির্ভর
C) মহলানবিশ মডেল নির্ভর
D) উপরের কোনোটিই নয়
উত্তরঃ C) মহলানবিশ মডেল নির্ভর
4. কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়?
A) শান্তি স্থাপনে অবদানের জন্য
B) বিজ্ঞানে অবদানের জন্য
C) সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য
D) ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য
উত্তরঃ B) বিজ্ঞানে অবদানের জন্য
5. ডেসিবেল কিসের একক?
A) শব্দের তীব্রতা
B) তড়িৎ বিভব
C) রোধাঙ্ক
D) কম্পাঙ্ক
উত্তরঃ A) শব্দের তীব্রতা
6. "মহাত্মা গান্ধী জলপ্রপাত" নামে কোন জলপ্রপাতকে ডাকা হয়?
A) দুধসাগর জলপ্রপাত
B) যোগ জলপ্রপাত
C) ধুয়াধার জলপ্রপাত
D) চিত্রকূট জলপ্রপাত
উত্তরঃ B) যোগ জলপ্রপাত
7. 'পান্না' নিম্নের কোনটি উত্তোলনের প্রসিদ্ধ?
A) হিরে
B) ইউরেনিয়াম
C) থোরিয়াম
D) অ্যান্টিমনি
উত্তরঃ A) হিরে
8. সংবিধানের অষ্টম তফসিলে আলোচ্য বিষয় হল—
A) মৌলিক অধিকার
B) নির্দেশমূলক নীতি
C) সংবিধানে উল্লিখিত ভাষাসমূহ
D) কোনোটিই নয়
উত্তরঃ C) সংবিধানে উল্লিখিত ভাষাসমূহ
9. 'লুসাই পাহাড়' কোন রাজ্যে অবস্থিত?
A) মিজোরাম
B) নাগাল্যান্ড
C) আসাম
D) মেঘালয়
উত্তরঃ D) মেঘালয়
10. বাংলার শেষ গভর্নর ছিলেন—
A) উইলিয়াম বেন্টিঙ্ক
B) ওয়ারেন হেস্টিংস
C) রবার্ট ক্লাইভ
D) কর্নওয়ালিস
উত্তরঃ B) ওয়ারেন হেস্টিংস
11. হর্টিকালচার হল—
A) শাকসবজি উৎপাদন
B) ফুল উৎপাদন
C) ফল উৎপাদন
D) উদ্যান পালন
উত্তরঃ D) উদ্যান পালন
12. চিপকো আন্দোলন হয়েছিল কত খ্রিস্টাব্দে?
A) ১৯৭৩
B) ১৯৭৮
C) ১৯৮৫
D) ১৯৯০
উত্তরঃ A) ১৯৭৩
13. পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত?
A) দুর্গাপুর
B) আসানসোল
C) নিউটাউন
D) হলদিয়া
উত্তরঃ C) নিউটাউন
14. নিচের কোনটি কুরু মহাজনপদের রাজধানী?
A) ইন্দ্রপ্রস্থ
B) মথুরা
C) তক্ষশীলা
D) রাজগৃহ
উত্তরঃ A) ইন্দ্রপ্রস্থ
15. UNESCO এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত?
A) প্যারিস, ফ্রান্স
B) ভিয়েনা, অস্ট্রিয়া
C) ব্রাসেলস, বেলজিয়াম
D) লুসান, সুইজারল্যান্ড
উত্তরঃ A) প্যারিস, ফ্রান্স
16. মহিলাদের জন্য লোকসভা এবং বিধানসভায় এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা হয় কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে?
A) ১০০তম
B) ১০৪তম
C) ১০৬তম
D) ১১০তম
উত্তরঃ C) ১০৬তম
17. নিম্নের কোনটি হিমালয়ের সর্ব দক্ষিনে অবস্থিত?
A) টেথিস হিমালয়
B) হিমাদ্রি হিমালয়
C) হিমাচল হিমালয়
D) শিবালিক হিমালয়
উত্তরঃ D) শিবালিক হিমালয়
18. নিম্নের কোনটি ভারতের শুষ্কতম স্থান?
A) ময়ূরেশ্বর
B) পুরুলিয়া
C) জয়পুর
D) জয়সলমীর
উত্তরঃ D) জয়সলমীর
19. অগ্নি নির্বাপনে কোন গ্যাস ব্যবহার করা হয়?
A) অক্সিজেন
B) কার্বন ডাই অক্সাইড
C) নাইট্রোজেন
D) কার্বন মনোক্সাইড
উত্তরঃ B) কার্বন ডাই অক্সাইড
20. কোন তারিখে পালিত হয় বিশ্ব মৃত্তিকা দিবস?
A) ১০ই মার্চ
B) ৩রা মার্চ
C) ২১শে মার্চ
D) ৫ই ডিসেম্বর
উত্তরঃ D) ৫ই ডিসেম্বর
21. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
A) এম এন জোশী
B) চিত্তরঞ্জন দাস
C) বল্লভ ভাই প্যাটেল
D) লালা লাজপত রায়
উত্তরঃ D) লালা লাজপত রায়
22. আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
A) কৃষ্ণা
B) সরাবতী
C) গোদাবরী
D) সবরমতি
উত্তরঃ D) সবরমতি
23. কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন ফৈজী?
A) আকবর
B) জাহাঙ্গীর
C) ঔরঙ্গজেব
D) বাবর
উত্তরঃ A) আকবর
24. কোন স্থান UNESCO World Heritage Site হিসেবে ঘোষিত?
A) বক্সা জাতীয় উদ্যান
B) হাজারদুয়ারি
C) শান্তিনিকেতন
D) বিষ্ণুপুরের মন্দির
উত্তরঃ C) শান্তিনিকেতন
25. ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপের সময় নিম্নের কে ছিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন?
A) সুনীল গাভাস্কার
B) কপিল দেব
C) মহিন্দর অমরনাথ
D) রবি শাস্ত্রী
উত্তরঃ B) কপিল দেব
আরও পড়ুনঃ
◼️ GK Questions with Answers - Part 110
◼️ GK Questions in Bengali with Answers - Part 109
◼️ GK Questions in Bengali with Answers - Part 108
Please do not enter any spam link in the comment box.