সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৫ | পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK - Part 111
![]() |
| সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৫ |
2025 সালের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, পুলিশ বা যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের জন্য যথাযথ প্রস্তুতি আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।
এই পার্ট 111-এ, আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর উপস্থাপন করেছি, যা আপনাকে আসন্ন পরীক্ষায় সাহায্য করবে। পরীক্ষার স্টাইল এবং বর্তমান প্রবণতা অনুসারে প্রশ্নগুলি সাজানো হয়েছে, যাতে আপনি কম সময়ে আরও দক্ষতা অর্জন করতে পারেন।
তাই, দেরি না করে আজই আপনার গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান অনুশীলন শুরু করুন!
👉 “এই সিরিজের অন্যান্য পর্বও পড়ুন: Part 110, Part 109"
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৫
প্রশ্নঃ কে গান্ধী বুড়ি নামে খ্যাত ছিলেন?
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা।
প্রশ্নঃ Dhoom 3 ছবির পরিচালক কে?
উত্তরঃ বিজয় কৃষ্ণ আচার্য।
প্রশ্নঃ বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?
উত্তরঃ মিরজাফর।
প্রশ্নঃ আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
প্রশ্নঃ ওয়াহাবী শব্দের অর্থ কি?
উত্তরঃ নবজাগরণ।
প্রশ্নঃ 2013 সালে ঝুম্পা লাহিড়ীর প্রকাশিত বইটির নাম কি?
উত্তরঃ The Lowland.
প্রশ্নঃ ভারতে প্রথম কোথায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়?
উত্তরঃ কলকাতা।
প্রশ্নঃ Waiting for the Mahatma বইটির লেখক কে?
উত্তরঃ আর কে নারায়ন।
প্রশ্নঃ 14 তম প্রবাসী ভারতীয় দিবস কোথায় পালিত হয়েছে?
উত্তরঃ বেঙ্গালুরু।
প্রশ্নঃ নিম্নলিখিত এর মধ্যে কোনটি ভারতের দীর্ঘতম রেল ব্রিজ?
উত্তরঃ ভেম্বানাদ রেল ব্রিজ।
প্রশ্নঃ ভৈরব রাগটি কখন গাওয়া হয়?
উত্তরঃ ভোরে।
প্রশ্নঃ পাহাড়ি এলাকায় কি ধরনের গেজ ব্যবহৃত হয়?
উত্তরঃ ন্যারো।
প্রশ্নঃ বাংলার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি কি ছিল?
উত্তরঃ অনুশীলন।
প্রশ্নঃ জয়ন্তিয়া পাহাড়টি কোথায় অবস্থিত?
উত্তরঃ মেঘালয়।
প্রশ্নঃ আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েন কোন রাজা?
উত্তরঃ পুরু।
প্রশ্নঃ কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী বিভাজন ঘটে?
উত্তরঃ সুরাট।
প্রশ্নঃ ভারতে আলু সংক্রান্ত গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ সিমলা।
প্রশ্নঃ ভারতের অর্ধনগ্ন ফকির কার সম্বন্ধে বলা হয়েছিল?
উত্তরঃ মহাত্মা গান্ধী।
প্রশ্নঃ ইনক্লাব জিন্দাবাদ স্লোগান টি কার?
উত্তরঃ ভগৎ সিং।
প্রশ্নঃ দাবোলিম বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তরঃ গোয়া।
আরও পড়ুনঃ
◼️ মৌর্য সাম্রাজ্য প্রশ্ন ও উত্তর | ভারতের প্রাচীন ইতিহাস
◼️ pH মান সম্পর্কিত ৫৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
◼️ ৫০টি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন ও উত্তর


Please do not enter any spam link in the comment box.