সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৫ | পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK - Part 112

Ads

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৫ | পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK - Part 112

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৫ | পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK - Part 112


সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৫
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৫

2025 সালের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, পুলিশ বা যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের জন্য যথাযথ প্রস্তুতি আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।


 এই পার্ট 112-এ, আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর উপস্থাপন করেছি, যা আপনাকে আসন্ন পরীক্ষায় সাহায্য করবে। পরীক্ষার স্টাইল এবং বর্তমান প্রবণতা অনুসারে প্রশ্নগুলি সাজানো হয়েছে, যাতে আপনি কম সময়ে আরও দক্ষতা অর্জন করতে পারেন।


 তাই, দেরি না করে আজই আপনার গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান অনুশীলন শুরু করুন!


👉 “এই সিরিজের অন্যান্য পর্বও পড়ুন: Part 111, Part 110"


সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৫


প্রশ্নঃ পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে?

উত্তরঃ বিজ্ঞানী মোসলে।


প্রশ্নঃ ফসফিন কি পদার্থ?

উত্তরঃ যৌগিক।


প্রশ্নঃ ভর সংখ্যার অপর নাম কি?

উত্তরঃ নিউক্লিয়াস সংখ্যা।


প্রশ্নঃ MKS পদ্ধতিতে ভরের একক কি?

উত্তরঃ কিলোগ্রাম।


প্রশ্নঃ লোহাকে গ্যালভানাইজিং করতে কি ব্যবহৃত হয়?

উত্তরঃ দস্তা।


প্রশ্নঃ আন্তঃআনবিক শক্তি কি?

উত্তরঃ আকর্ষন শক্তি।


প্রশ্নঃ অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না?

উত্তরঃ আকর্ষন শক্তি বৃদ্ধি পায়।


প্রশ্নঃ পদার্থের তিন অবস্থার কারন কি?

উত্তরঃ আন্তঃআনবিক শক্তির পার্থক্য।


প্রশ্নঃ কোন পদার্থের আয়তন নেই?

উত্তরঃ গ্যাসীয় পদার্থের।


প্রশ্নঃ জল কয় অবস্থায় থাকতে পারে?

উত্তরঃ ৩


প্রশ্নঃ কঠিনের সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে?

উত্তরঃ ঊর্ধ্বপাতন।


প্রশ্নঃ কোনটি উদ্বায়ী পদার্থ নয়?

উত্তরঃ লবন।


প্রশ্নঃ আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের?

উত্তরঃ নাইট্রোজেন।


প্রশ্নঃ তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে?

উত্তরঃ সমীভবন।


প্রশ্নঃ সবচেয়ে হালকা মৌল কোনটি?

উত্তরঃ হাইড্রোজেন।


প্রশ্নঃ সবচেয়ে ভারী মৌল কোনটি?

উত্তরঃ ইউরেনিয়াম।


প্রশ্নঃ ইউরেনিয়ামের আনবিক ভর কত?

উত্তরঃ ২৩৮


প্রশ্নঃ বায়ু একটি—

উত্তরঃ মিশ্র পদার্থ।


প্রশ্নঃ যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?

উত্তরঃ হিমাঙ্ক।


প্রশ্নঃ সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ?

উত্তরঃ অগানেসন (Oganesson)।


আরও পড়ুনঃ

◼️ ভারতীয় সংবাদপত্র: প্রথম প্রকাশন, ভাষা ও বিশেষ তথ্য এক নজরে

◼️ বিশ্বের সর্বোচ্চ রেলসেতু চেনাব ব্রিজ | জানুন অজানা তথ্য

◼️ ভারতের সংবিধান - উৎস ও প্রস্তাবনা | Indian Constitution MCQ


Post a Comment

0 Comments